Hospital Management: হসপিটাল ম্যানেজমেন্টে স্নাতকোত্তর কোর্স করাচ্ছে IHMR বেঙ্গালুরু, রয়েছে ১০০ শতাংশ প্লেসমেন্ট রেকর্ড
IHMR: ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট রিসার্চ, বেঙ্গালুরু এখন হাসপাতাল এবং স্বাস্থ্য ব্যবস্থাপনায় একটি দুই বছরের ফুল টাইম স্নাতকোত্তর প্রোগ্রাম শুরু করেছে। হসপিটাল ম্যানেজমেন্ট, হেল্থ ম্যানেজমেন্ট, হেল্থ ইনফরমেশন টেকনোলজি এবং ফার্মাসিউটিক্যাল - এই চারটি বিষয়ে স্নাতকোত্তর প্রোগ্রাম করানো হচ্ছে।
কলকাতা : বর্তমান কোভিড মহামারী পরিস্থিতিতে ভারতের স্বাস্থ্য ব্যবস্থায় স্বাস্থ্যকর্মীদের তীব্র ঘাটতিকে স্পষ্টভাবে প্রকাশ করেছে। সেই সঙ্গে স্বাস্থ্যসেবা পরিচালনার ক্ষেত্রেও পদ্ধতিগত দিক থেকে আমূল পরিবর্তন এনেছে। স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য ভারতে বর্তমানে কমপক্ষে ১ লাখ ৫০ হাজার নার্স এবং ৫০ হাজার চিকিৎসকের অভাব রয়েছে। এ দেশে বর্তমানে স্বাস্থ্যসেবা ব্যবস্থায় প্রশিক্ষিত পেশাদারের বেশ অভাব দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের পরিস্থিতিটাও দেশের থেকে আলাদা নয়। চিকিৎসক এবং বেডের অনুপাত ১ : ১০৪১ এবং ১ : ১১৭০ (২০১৮)। এই বিশাল চাপের মধ্যে প্রত্যেক রোগীর উপর পর্যাপ্ত নজর রাখাটাই একটি বিশাল চ্যালেঞ্জ। এই সময়ের যেটা প্রয়োজন, তা হল স্বাস্থ্য ব্যবস্থাপনায় পেশাদারদের একটি দল গড়ে তোলা এবং চিকিৎসকদের উপর থেকে নন-ক্লিনিক্যাল দায়িত্বের বোঝা কমানো। এমনটাই মনে করছে বেঙ্গালুরুর ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট রিসার্চ (IHMR)।
ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট রিসার্চ (IHMR),বেঙ্গালুরু এখন হাসপাতাল এবং স্বাস্থ্য ব্যবস্থাপনায় একটি দুই বছরের ফুল টাইম স্নাতকোত্তর প্রোগ্রাম শুরু করেছে। হসপিটাল ম্যানেজমেন্ট, হেল্থ ম্যানেজমেন্ট, হেল্থ ইনফরমেশন টেকনোলজি এবং ফার্মাসিউটিক্যাল – এই চারটি বিষয়ে স্নাতকোত্তর প্রোগ্রাম করানো হচ্ছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম অল-ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE), এনবিএ (ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রেডিটেশন) দ্বারা অনুমোদিত এবং এআইইউ (অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিস) দ্বারা এমবিএ সমতা প্রদান করা হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং তাদের সঙ্গে যুক্ত ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত রয়েছে IHMR বেঙ্গালুরু।
শনিবার এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ফ্যাসিলিটি ডিরেক্টর প্রতীক জইন, অ্যাসোসিয়েট প্রফেসর চিকিৎসক কীর্তি উদায়াই, অ্যাসোসিয়েট প্রফেসর পীয়ূষ কুমার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মৃন্ময় রায় এবং একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজার সতীশ সিং। তাঁরা জানান, “আমাদের ১০০ শতাংশ প্লেসমেন্ট রেকর্ড রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধাও আমরা দিয়ে থাকি। এছাড়াও রয়েছে স্কলারশিপের সুযোগ।”
আরও পড়ুন : Exclusive Saumitra Khan: ‘নেতারা নিজেদের বস বলে মনে করেন’, বঙ্গ বিজেপির ‘গাফিলতি’ নিয়ে বিস্ফোরক সৌমিত্র