Cyber Crime: উপনির্বাচনের আগে হোয়াটস অ্যাপে গ্রুপ করে উস্কানিমূলক মেসেজ! বীরভূম থেকে ধৃত যুবক
Cyber Crime: বেশ কিছু দিন ধরে হোয়াটসঅ্যাপে (Whatsapp) বিভিন্ন ধরনের উস্কানিমূলক মেসেজ ঘোরাফেরা করতে থাকে। সেটি নজরে আসে সাইবার সেলের কর্তাদের।
কলকাতা: হোয়াটসঅ্যাপে (Whatsapp) গ্রুপ তৈরি করে সাম্প্রদায়িক মেসেজ পোস্ট করার অভিযোগ। এক যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশ (Kolkata Police)। জানা গিয়েছে ধৃতের নাম পরম রায় চৌধুরী। তিনি বীরভূমের বাসিন্দা। লালবাজার (Lalbazaar) সাইবার সেলের কর্তারা তাঁকে গ্রেফতার করে।
বেশ কিছু দিন ধরে হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের উস্কানিমূলক মেসেজ ঘোরাফেরা করতে থাকে। সেটি নজরে আসে সাইবার সেলের কর্তাদের। এরপর গোটা বিষয়টির ওপর নজর রাখেন তাঁরা। দেখা যায় একটি গ্রুপে এই ধরনের পোস্ট করা হচ্ছে। একটি নির্দিষ্ট নম্বর থেকে সেই পোস্ট হচ্ছে। পরে তা ভাইরাল করা হচ্ছে।
প্রত্যেকটি মেসেজ উস্কানিমূলক, তাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। অশান্তি ছড়াতে পারে এলাকায়। নম্বরটি ট্র্যাক করা হয়। দেখা যায় একটি ‘ওয়েস্ট বেঙ্গল সিম’ থেকে এই ধরনের মেসেজ করা হচ্ছে। এরপর নজর রেখে ওই যুবককে গ্রেফতার করেন সাইবার সেলের কর্তারা।
আসন্ন বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখেই সোশ্যাল মিডিয়াতে বিদ্বেষমূলক ছবি এবং ভিডিয়ো ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁক। ওই ব্যক্তিই ওই গ্রুপের অ্যাডমিন। ওই গ্রুপে বিভিন্ন ধরনের অশ্লীল ছবি, ভিডিয়ো পোস্ট করা হয়। লালবাজারের গোয়েন্দারা এই বিষয়টির ওপর নজর রেখেছেন।
প্রসঙ্গত, সুষ্ঠুভাবে উপ নির্বাচন (WB By-Election 2021) সম্পন্ন করতে জরুরি বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ছয় জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠকে ছিলেন পুলিশ কমিশনারেটের কমিশনাররাও।
ভোটের আগে নজরে রাজ্যের আইন শৃঙ্খলা। মুর্শিদাবাদ ও কলকাতা দক্ষিণের আইনশৃঙ্খলা নিয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও রাজনৈতিক অশান্তির অভিযোগের সঙ্গে সঙ্গে পদক্ষেপ করতে হবে। জেলাশাসক ও পুলিশ সুপারদের তেমনটাই নির্দেশ দেন মুখ্যসচিব। কোন রাজনৈতিক অশান্তির খবর এলে পুলিশকে কড়া ভূমিকা নিতে হবে। তাই উপ নির্বাচনের আগে কোনও বিষয়কেই হালকা ভাবে নিচ্ছেন না পুলিশ কর্তারা।