Nabanna: দক্ষিণের জেলাগুলি থেকে রিপোর্ট তলব, দুর্যোগ মোকাবিলায় মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Nabanna: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া সতর্কতা রয়েছে। ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে।
কলকাতা: ঘ্যানঘ্যানে বৃষ্টি। জলমগ্ন শহর, বানভাসি জেলা। দক্ষিণের চার জেলায় জারি লাল সতর্কতা। দুর্যোগ নিয়ে নবান্নে (Nabanna) বৈঠক বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বৈঠকে রয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে রিপোর্ট তলব করা হয়েছে। বৈঠকে রয়েছেন স্বরাষ্ট্রসচিবও।
প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আগাম সতর্কতা জারি করেছিল নবান্ন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই সতর্কতা জারি করা হয়। আজ, বুধবার সকালে মুখ্যমন্ত্রী যখন নবান্নে প্রবেশ করেন, তখন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে ডেকে পাঠান। দুর্যোগ নিয়ে আলোচনা শুরু হয়। ডাকা হয় বিপর্যয় মোকাবিলার সচিবকেও।
দক্ষিণবঙ্গের জেলাগুলির বর্তমান পরিস্থিতি কী, দুর্যোগ মোকাবিলায় কী পদক্ষেপ করা হয়েছে, তা নিয়ে আলোচনা হয়। বেবি ফুড-সহ চিড়ে, মুড়ি, গুড়, অত্য আবশ্যকীয় ওষুধ মজুত রাখা হয়েছে কিনা, তার রিপোর্ট জেলাগুলির থেকে নেওয়া হয়।
সকাল থেকেই নিম্নচাপের বৃষ্টিতে দক্ষিণবঙ্গে দুর্ভোগ। রাতভর ভারী বৃষ্টি কলকাতায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও চলছে নিম্নচাপের বৃষ্টি। আগামী ৩-৪ ঘণ্টা চলবে একটানা বৃষ্টি। পশ্চিমের চার জেলায় জারি লাল সতর্কতা।
এক নজরে পূর্বাভাস
♦ কলকাতা, উপকূলবর্তী এলাকা ও পশ্চিমাঞ্চলগুলিতে এক টানা বৃষ্টি চলবে।
♦ পশ্চিমের চার জেলায় লাল সতর্কতা জারি।
♦ আজ, বুধবার লাল সতর্কতা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে।
♦ কমলা সতর্কতা জারি বাঁকুড়া, পুরুলিয়ায়।
♦ কলকাতা, হাওড়া. হুগলিতে আজ সারাদিনই ভারী বৃষ্টি।
♦ দুই ২৪ পরগনা, দুই বর্ধমানে ভারী বৃষ্টি।
♦ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া সতর্কতা রয়েছে। ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। কলকাতা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।
শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে গুলাব। এদিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায়। পশ্চিমবঙ্গ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে সেটি। আর এদিকে, বাংলার দুয়ারে রয়েছে নিম্নচাপের আশঙ্কা। নিম্নচাপ সরাসরি ঢুকবে বাংলায়। তার জেরেই দু’দিনের দুর্যোগ। বেলা বাড়লেই বাড়বে বৃষ্টি।
দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত প্রশাসন। নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। রাজ্যের সমস্ত রিজিওনাল অফিসে কন্ট্রোল রুম চলছে। ট্রান্সফার জলের নীচে থাকলে পাওয়ার অফ করা হবে। কোনও সমস্যা হলে টোল ফ্রী নম্বরে জানানো যাবে-১৯১২১ (টোল ফ্রী নম্বর)। হোয়াটস আপ নম্বরে যোগাযোগ করা যাবে- ৮৯০০৭৯৩৫০৩ ও ৮৯০০৭৯৩৫০৪ এই নম্বরে।
শহরের যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিপর্যয় মোকাবিলা দফতরের ২২ টিম প্রস্তুত রাখা হয়েছে ।
ভবানীপুর থানায় – ২ টিম কালীঘাট থানায় – ২ টিম আলিপুর থানায় – ১ টিম ওয়াটগঞ্জ থানায় – ১ টিম একবালপুর থানায় -১ টিম নিউমার্কেট থানায় – ১ টিম পার্কস্ট্রিট থানায় – ১ টিম বডিগার্ড লাইনে – ১ টিম
পাশাপাশি কলকাতার ৯ ডিভিশনে ডিএমজি টিম মজুত রাখা হচ্ছে। সাউথ ডিভিশনের টিম থাকবে পিটিএস- এ । এছাড়াও পিটিএস-এ আরও তিনটি ডিএমজি টিম বাড়তি হিসাবে রাখা হচ্ছে। যে কোনও প্রয়োজনে পরিস্থিতি মোকাবিলার জন্য এই টিম গুলিকে মুভ করানো হবে।