Weather Update: ফের ৩৮ ডিগ্রির ঘরে কলকাতার পারদ, ফের চল্লিশে পশ্চিমাঞ্চল, স্বস্তির বৃষ্টি কবে?

Weather Update: আরও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস বাংলায়। বৃষ্টিতে গরমের হাত থেকে খানিক স্বস্তি মেলার আশা থাকলেও তবে বজ্রপাত নিয়ে আশঙ্কা থাকছেই। রবিবার কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Weather Update: ফের ৩৮ ডিগ্রির ঘরে কলকাতার পারদ, ফের চল্লিশে পশ্চিমাঞ্চল, স্বস্তির বৃষ্টি কবে?
গরমের হাত থেকে রেহাই নেই
Follow Us:
| Edited By: | Updated on: May 17, 2024 | 7:07 PM

কলকাতা: গরম বাড়ছে, ফের ৩৮ ডিগ্রির ঘরে কলকাতার পারদ। ১৩ দিন পর ৩৮ ডিগ্রির গরম মহানগরে। ফের ৪০ ডিগ্রির ঘরে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা। কাল-পরশু রাজ্যের ৫ জেলায় তাপপ্রবাহের সতর্কতা। দু’দিন দুই দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সতর্কতা থাকছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানেও। সোজা কথায় উইকেন্ডেই তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও গরমের দাপট থাকবে। তাপমাত্রা আরও বাড়বে। বৃষ্টি নামলে সোমবার থেকে গরম কমার আশা। 

তবে আরও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস বাংলায়। বৃষ্টিতে গরমের হাত থেকে খানিক স্বস্তি মেলার আশা থাকলেও তবে বজ্রপাত নিয়ে আশঙ্কা থাকছেই। রবিবার কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। বজ্রগর্ভ মেঘে বৃষ্টি হওয়ার কথা। তাই ঘনঘন বাজ পড়ার ভয় থাকছে। বজ্রাঘাত থেকে বাঁচতে কংক্রিটের ছাদের নীচে থাকার পরামর্শ। এদিকে একদিন আগেই শুধুমাত্র মালদহে বাজ পড়ে ১১ জনের মৃত্যু হয়েছে। মুর্শিদাবাদেও মৃত্যু হয়েছে একজনের। বিগত কয়েকদিনে গোটা রাজ্যেই লাগাতার বাজ পড়ে মৃত্যুর খবর সামনে রয়েছে। সে কারণেই আগাম সতর্ক রয়েছে আবহাওয়া দফতর। 

এদিকে ভারতের মূল ভূখণ্ড কেরলে নির্ধারিত সময়ের একদিন আগে ঢুকছে বর্ষা। সাধারণ ১ জুন পা রাখে বর্ষা। এবার আসছে একদিন আগেই। একই ছবি আন্দামানেও। সেখানেও আগাম ঢুকছে বর্ষা। এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের। ১৯ মে রবিবার দক্ষিণ আন্দামান সাগরের নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢুকে পড়ছে। যা নির্ধারিত সময়ের তিন আগে বলেই জানাচ্ছে মৌসম ভবন।