Panchayat Election 2023 LIVE: জোর তল্লাশি পাটক্ষেতে, বেলডাঙা থেকে প্রচুর বোমা উদ্ধার বোম্ব স্কোয়াডের

| Edited By: | Updated on: Jun 25, 2023 | 12:08 AM

West Bengal Panchayat Election 2023 Live updates: ভোট ভাগাভাগিতে তৃণমূল যাতে কোনও ভাবেই জিততে না পারে, ত নিশ্চিত করতে চায় বিজেপি ও অন্য বিরোধীরা। শুভেন্দু অধিকারীর মুখে বারে বারে শোনা গিয়েছে এককাট্টা হয়ে বিরোধী শিবিরের একজন প্রার্থীকেই শাসকের বিরুদ্ধে লড়াইতে নামাতে।

Panchayat Election 2023 LIVE: জোর তল্লাশি পাটক্ষেতে, বেলডাঙা থেকে প্রচুর বোমা উদ্ধার বোম্ব স্কোয়াডের
চলছে তল্লাশি Image Credit source: TV-9 Bangla

পঞ্চায়েত ভোটে এবার দফা বাড়ানোর দাবি। ভোটের দফা কি বাড়ছে? শুভেন্দুর মামলায় জল্পনা সেই দিকেই। প্রশ্ন হল রাজ্য কি আদৌ দফা বাড়াতে সম্মতি দেবে। শাসক দলকে হারাতে মরিয়া বিরোধীরা। তাদের আস্তিনে লুকনো তাস একের বিরুদ্ধে এক প্রার্থী। ভোট ভাগাভাগিতে তৃণমূল যাতে কোনও ভাবেই জিততে না পারে, ত নিশ্চিত করতে চায় বিজেপি ও অন্য বিরোধীরা। শুভেন্দু অধিকারীর মুখে বারে বারে শোনা গিয়েছে এককাট্টা হয়ে বিরোধী শিবিরের একজন প্রার্থীকেই শাসকের বিরুদ্ধে লড়াইতে নামাতে। পঞ্চায়েত নির্বাচনের আবহে বাংলার খুঁটিনাটি তথ্য…

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 25 Jun 2023 12:04 AM (IST)

    রাজীব সিনহাকে তলব রাজভবনের

    রাজীব সিনহাকে ফের তলব করল রাজভবন। রবিবার বিকালে তাঁকে তলব করা হয়েছে। আরও পড়ুন: Rajiv Sinha: ফের রাজভবনে তলব রাজীব সিনহাকে

  • 24 Jun 2023 09:53 PM (IST)

    নির্দল প্রার্থীর বাড়িতে তাণ্ডব

    কোচবিহারের দিনহাটায় শুক্রবার রাতে নির্দল প্রার্থীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ। গ্রামে গুলি চলে বলেও অভিযোগ। সঙ্গে মুড়ি মুড়কির মতো বোমাবাজি।

    সবিস্তারে পড়ুন: ঝড়ের বেগে গুলি, মুড়ি মুড়কির মতো বোমা, নির্দল প্রার্থীর বাড়িতে তাণ্ডব ঘিরে উত্তপ্ত দিনহাটা

  • 24 Jun 2023 09:52 PM (IST)

    মনোরঞ্জনের বিতর্কিত ফেসবুক পোস্ট

    ফের বোমা ফাটালেন মনোরঞ্জন ব্যাপারী। তাঁর ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। নির্দল এক প্রার্থীকে ভোটে দাঁড় করানো নিয়ে দলেরই একাংশের বিরুদ্ধে তোপ বলাগড়ের তৃণমূল বিধায়কের।

    সবিস্তারে পড়ুন: জোড়াফুল vs টিউবয়েল, তৃণমূলে-তৃণমূলে লড়াইয়ে ফের সরব মনোরঞ্জন

  • 24 Jun 2023 09:26 PM (IST)

    নওশাদের বাড়িতে কেন্দ্রীয় আধিকারিক

    আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির বাড়িতে কেন্দ্রীয় আধিকারিকরা। সূত্রের খবর, রবিবার বা সোমবারের মধ্যে কেন্দ্রীয় নিরাপত্তা পেতে চলেছেন ভাঙড়ের বিধায়ক।

    সবিস্তারে পড়ুন:  ‘কিছু একটা হবে সোমবার’, ভোটের দফার কথা উঠতেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য নওশাদের

  • 24 Jun 2023 09:22 PM (IST)

    সাসপেন্ড করল তৃণমূল

    দলবিরোধী কাজের অভিযোগে ৫৬ জনকে বহিষ্কার করল তৃণমূল। এই তালিকায় পঞ্চায়েত ভোটের একাধিক প্রার্থী আছে।

    সবিস্তারে পড়ুন: তৃণমূল থেকে ৫৬ জনকে সাসপেন্ড, ভোটের মুখে এমন ঘটনায় হইচই

  • 24 Jun 2023 09:21 PM (IST)

    নদিয়া থেকে পঞ্চায়েতের প্রচার শুরু অভিষেকের

    গ্রাম বাংলার দখল রাখতে মরিয়া রাজ্যের শাসক দল। সেই লক্ষ্যে প্রচারে কোনও খামতি রাখতে চাইছেন না তৃণমূল নেতৃত্ব। অভিষেক নদিয়া থেকে শুরু করবেন পঞ্চায়েতের প্রচার।

    পড়ুন  বিস্তারিত- মঙ্গল থেকে পঞ্চায়েতের প্রচার শুরু অভিষেকের, প্রথম দিনই জোড়া সভা নদিয়ায়

  • 24 Jun 2023 09:12 PM (IST)

    কুণালকে ঘিরে বিক্ষোভ

    কুণাল ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখালেন পূর্ব মেদিনীপুরের ময়নার তৃণমূলকর্মীদের একাংশ।

    বিস্তারিত পড়ুন- পঞ্চায়েতে টিকিট নিয়ে বিক্ষোভের মুখে কুণাল, পুলিশকে ‘নিরপেক্ষতার’ পাঠ পড়ালেন তৃণমূল মুখপাত্র

  • 24 Jun 2023 08:47 PM (IST)

    পঞ্চায়েত ভোটে নিষিদ্ধ বাইক মিছিল

    পঞ্চায়েত ভোটে বাইক মিছিল করা যাবে না। শনিবার এক নির্দেশিকায় এমনই জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। গাড়ির ব্যবহার নিয়ে আর কী নির্দেশ দেওয়া হল কমিশনের তরফে?

    পড়ুন বিস্তারিত- বাইক ব়্যালি নিষিদ্ধ, পঞ্চায়েত ভোটে গাড়ি ব্যবহার নিয়ে নির্দেশিকা প্রকাশ কমিশনের

  • 24 Jun 2023 08:45 PM (IST)

    কেন্দ্রীয় বাহিনীর আসা নিয়ে কমিশনার বললেন…

    কবে রাজ্য আসবে বাকি ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী? তা নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা। সেই নিয়ে প্রশ্নের জবাবে রাজ্য নির্বাচন কমিশনার কী বললেন?

    পড়ুন বিস্তারিত –  কবে আসবে সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনী? কমিশনার বললেন…

  • 24 Jun 2023 06:40 PM (IST)

    গোসাবায় বাম-তৃণমূল সংঘর্ষ

    এদিন গোসাবার পাঠানখালী গ্রাম পঞ্চায়েতের তালতলা মোড় এলাকায় নির্বাচনী প্রচার চলাকালীন ব্যাপক সংঘর্ষ হয় আরএসপি ও তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে। ঘটনাস্থলে এল পুলিশ।  

  • 24 Jun 2023 02:34 PM (IST)

    বেলডাঙায় পাটক্ষেতে বোমার ভাণ্ডার

    পাটক্ষেত থেকে প্রচুর বোমা উদ্ধার বোম্ব স্কোয়াডের। এখনও চলছে তল্লাশি। ইতিমধ্যেই বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির।

  • 24 Jun 2023 02:34 PM (IST)

    নির্দল প্রার্থীকে সমর্থন বাম-তৃণমূলের

    কোলাঘাটে কি বাম-তৃণমূল জোট?

    ঘোষিত কোনও জোট নয়। হওয়ার কথাও নয়। কিন্তু নির্দল প্রার্থীকে সমর্থন জানাচ্ছে বাম ও তৃণমূল দুই পক্ষই। কোথায় হল এমন নজিরবিহীন কাণ্ড?

    বিস্তারিত পড়ুন: পটনার আঁচ পঞ্চায়েতে! বিজেপিকে হারাতে কাছাকাছি তৃণমূল-সিপিএম

  • 24 Jun 2023 02:33 PM (IST)

    বিজেপি-কে হারাতে CPM-কে ভোট দেওয়ার আর্জি গৌতম দেবের

    Gautam dev ashok Bhattacherjee

    গৌতম দেব ও অশোক ভট্টাচার্য

    বিস্ফোরক গৌতম দেব। বিজেপিকে হারাতে বাম-কংগ্রেসকে ভোট দেওয়ার আর্জি।

    বিস্তারিত পড়ুন: Gautam Dev: বিজেপি-কে হারাতে CPM-কে ভোট দেওয়ার আর্জি গৌতম দেবের

  • 24 Jun 2023 01:52 PM (IST)

    আরামবাগে রুট মার্চ

    শনিবার সকাল থেকেই রুট মার্চ শুরু হয়ে গিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়।আরামবাগের এসডিপিও-এর নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে গ্রামে গ্রামে রুট মার্চ করা হয়। আরামবাগের তিরোল অঞ্চলের মইগ্রাম,বাইশ মাইল, ইয়াদপুর,ডোঙ্গাবাথান,পুইন,কাঁচগোড়িয়া সহ বিভিন্ন এলাকায় রুট মার্চ করা হয়।

  • 24 Jun 2023 01:51 PM (IST)

    গোঘাটে বাহিনী টহল

    গোঘাটের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পুইনা, আসপুর, ভুরকুন্ডা প্রভৃতি এলাকায় পাড়ায় পাড়ায় ঘুরছে কেন্দ্রীয় জওয়ানরা। গোঘাট থানার আধিকারিকরাও টহল দিচ্ছেন।

  • 24 Jun 2023 11:42 AM (IST)

    সায়নীর বিরুদ্ধে কুরুচিকর পোস্টের অভিযোগের জের, গ্রেফতার বিজেপি প্রার্থী

    তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষ

    যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্টের অভিযোগে গ্রেফতার এক বিজেপি প্রার্থী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসিতে।

    বিস্তারিত পড়ুন: সায়নীর নামে কুরুচিকর পোস্টের অভিযোগ, গ্রেফতার বিজেপির প্রার্থী

  • 24 Jun 2023 09:22 AM (IST)

    বাংলায় শুরু টহলদারি

    পঞ্চায়েত ভোটে শুক্রবার থেকেই রাজ্যের একাধিক জেলায় টহলদারি শুরু করে দিল কেন্দ্রীয় বাহিনী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, গণনার পর আরও ১৫ দিন থাকুক কেন্দ্রীয় বাহিনী। রাজ্য নির্বাচন কমিশনের দাবি মেনে এক লপ্তে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। গতকাল পর্যন্ত ৩১৫ কোম্পানি বাহিনী পাঠানোর বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

  • 24 Jun 2023 09:20 AM (IST)

    তৃণমূল হাত মিলিয়েছে সিপিএম!

    ভোটের এই বাংলায় কতই না রঙ্গ, কতই না বিচিত্র ধরনের জোট! কোথাও শাসক তৃণমূলকে হারাতে বাম-কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে বিজেপি। আবার কোথাও বিজেপিকে হারাতে তৃণমূল হাত মিলিয়েছে সিপিএমের সঙ্গে। নজিরবিহীন ঘটনা পূর্ব মেদিনীপুরের কোলা ২ নম্বর পঞ্চায়েতের বোরডাঙ্গী গ্রামের ৯৬ নম্বর বুথে। এখানে গ্রাম পঞ্চায়েতের আসনে তৃণমূলের প্রতীকে দাঁড়াননি কোনও প্রার্থী। প্রার্থী দেয়নি বিরোধী সিপিএম। এখানে তৃণমূল ও সিপিএমের মহাজোট সমর্থন করছে নির্দল প্রার্থীকে। যিনি আম চিহ্নে ভোটে লড়ছেন পদ্মের বিরুদ্ধে। গত পঞ্চায়েত ভোটে বোরডাঙ্গীর ৯৬ নম্বর বুথে জিতেছিল বিজেপি। কিন্তু এবার ওই বুথে বিজেপিকে হারাতে মরিয়া তৃণমূল-সিপিএম জোট।

  • 24 Jun 2023 09:20 AM (IST)

    ‘আক্রান্ত’ বিজেপি প্রার্থী

    ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী ও তাঁর পরিবারের ওপর হামলার অভিযোগ। গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের আন্ধারিয়া এলাকায় তৃণমূলের কর্মী-সমর্থকরা হামলা চালায় বলে বিজেপির অভিযোগ। প্রার্থী ও তাঁর পরিবারকে উদ্ধার করতে গিয়ে বিজেপি-র কর্মীরাও আক্রান্ত হন বলে অভিযোগ। তবে তৃণমূলের দাবি, তাদের কেউ হামলায় জড়িত নয়।

  • 24 Jun 2023 09:19 AM (IST)

    রাজ্য-রাজ্যপাল সংঘাত

    বঙ্গের রাজভবন সংঘাত পটনাতেও। রাজ্যে সমান্তরাল সরকার চালাচ্ছেন রাজ্যপাল। জোট বৈঠকের শেষে সরব মমতা। চুপ করে সমালোচনা হজম নয়। সমান্তরাল নয়, দায়িত্বশীল প্রশাসন দরকার। পাল্টা খোঁচা গভর্নরের।

Published On - Jun 24,2023 9:18 AM

Follow Us: