Calcutta High Court: গ্রুপ-সি, গ্রুপ-ডি, নবম-দশমে তদন্ত শেষ, আদালতে জানাল CBI
Calcutta High Court: চার্জশিটে উল্লেখ রয়েছে এক প্রাক্তন মন্ত্রী ও এক আমলার নামও। তবে 'বিতর্কিত' চাকরিপ্রাপকদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসএসসি-র ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। আদালতে তিনি সওয়াল করেছেন, "এসএসসি ঢেউয়ের গতিপ্রকৃতি অনুযায়ী সাঁতার কেটে যাচ্ছে। তারা সবার সঙ্গেই খেলছে। আদালতের নির্দেশ অনুযায়ী নিজেদের অবস্থান স্পষ্ট করছে না তাঁরা। তাদের ভূমিকা সন্দেহজনক।"
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে রিপোর্ট পেশ করল সিবিআই। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে রিপোর্ট জমা পড়েছে। আদালতে কেন্দ্রীয় এজেন্সি জানিয়েছে, গ্রুপ সি,গ্রুপ ডি, নবম-দশমে তদন্ত শেষ হয়ে গিয়েছে। সোমবার চূড়ান্ত চার্জশিট ও রিপোর্ট পেশ করা হয়েছে নিম্ন আদালতে জানিয়েছে সিবিআই।
চার্জশিটে উল্লেখ রয়েছে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও এক আমলার নামও। তবে ‘বিতর্কিত’ চাকরিপ্রাপকদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসএসসি-র ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। আদালতে তিনি সওয়াল করেছেন, “এসএসসি ঢেউয়ের গতিপ্রকৃতি অনুযায়ী সাঁতার কেটে যাচ্ছে। তারা সবার সঙ্গেই খেলছে। আদালতের নির্দেশ অনুযায়ী নিজেদের অবস্থান স্পষ্ট করছে না তাঁরা। তাদের ভূমিকা সন্দেহজনক।”
আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হবে চূড়ান্ত পর্যায়ের শুনানি। আদালতে সিবিআই, মূল মামলাকারী এবং এসএসসি সকলেই নিজের বক্তব্য রাখবে। উভয়পক্ষের বক্তব্য শোনার পরই বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ আদতে যাঁদের চাকরি চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল একক বেঞ্চের পক্ষ থেকে তাঁরা চাকরি করবেন কি না। প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর কাজে ক্ষুব্ধ হয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। দুমাসের মধ্যে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিল আদালত।