Weather Update: বেলা বাড়ার সঙ্গে গরমে বাড়বে অস্বস্তি, মার্চে কত চড়বে তাপমাত্রার পারদ?

Today Weather Forecast: আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। শুধু দক্ষিণ কেন উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই পূর্বাভাস জারি রয়েছে। এককথায়, শুষ্ক আবহাওয়া থাকবে দুইবঙ্গে অন্তত তেমনটাই খবর।

Weather Update: বেলা বাড়ার সঙ্গে গরমে বাড়বে অস্বস্তি, মার্চে কত চড়বে তাপমাত্রার পারদ?
কেমন থাকবে আবহাওয়া, জানাল আলিপুর
Follow Us:
| Edited By: | Updated on: Mar 05, 2022 | 10:14 AM

কলকাতা: গত সপ্তাহেও বাংলার আকাশে ছিল কালো মেঘ। অল্প হলেও ভিজতে হয়েছে। উত্তরবঙ্গে শিলাবৃষ্টি পর্যন্ত হয়েছিল। হালকা হলেও নেমেছিল তাপমাত্রা। তবে এই কয়েকদিন আর বৃষ্টির পূর্বাভাস নেই বলেই জানাল আলিপুর আবহাওয়া অফিস। তবে বৃষ্টি থেকে বাঁচলেও গরমে হাঁসফাঁস করতে হবে। আগামী কয়েকদিনের তাপমাত্রা অন্তত তেমনটাই বলেছে।

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। শুধু দক্ষিণ কেন উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই পূর্বাভাস জারি রয়েছে। এককথায়, শুষ্ক আবহাওয়া থাকবে দুইবঙ্গে অন্তত তেমনটাই খবর। জানা গিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা কুড়ি থেকে একুশ ডিগ্রী সেলসিয়াস থাকবে। কলকাতায় তাপমাত্রা থাকবে ৩০ এর আশেপাশে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ও একুশ ডিগ্রীর আশেপাশে।

৩ মাসে তাপমাত্রার গড় স্বাভাবিকের থেকে নীচে থাকার সম্ভাবনা রয়েছে। ৩ মাসে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। মার্চেও সর্বোচ্চ তাপমাত্রার গড় স্বাভাবিকের থেকে নীচে থাকার সম্ভাবনা।

মার্চে যত দিন যাবে, তত পারদ চড়বে। তবে এই উত্থান লাগামছাড়া হওয়ার সম্ভাবনা নেই। নিয়মিত ঝড়বৃ্ষ্টি, কালবৈশাখী তাপপ্রবাহের ক্ষেত্রে বাধা হতে পারে। সাহায্য করতে পারে পশ্চিমী ঝঞ্ঝাও। বঙ্গোপসাগরে বছরের প্রথম নিম্নচাপের প্রভাবে শুক্রবার মেঘলা হতে পারে বাংলায়। অভিমুখ যদিও শ্রীলঙ্কা-তামিলনাড়ু। ফলে বাংলায় বৃষ্টির সম্ভাবনা কম। তবে আবহাওয়াবিদরা এও বলছেন, জলীয় বাষ্প রাজ্যে ঢুকলে শুকনো গরম থেকে রেহাই মিললেও ভ্যাপসা গরমে ভুগতে পারেন বঙ্গবাসী। যেমন গত পাঁচ বছরে হয়েছে।

বস্তুত, ২০১৬ সালের এপ্রিলে টানা তাপপ্রবাহে জর্জরিত হতে হয় কলকাতাকে। ৮ দিন তাপমাত্রা ছিল ৪০-এর ওপরে। সর্বোচ্চ ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস। তবে এবার ‘১৬র পুনরাবৃত্তির আশঙ্কা নেই বললেই চলে।

আরও পড়ুন: Daspur Minor marriage: ফুল সাজানো প্যান্ডেল, রওনাও দিয়েছিল বর, হঠাৎ মেয়ের বাড়িতে লাঠি হাতে ঢুকল পুলিশ…

আরও পড়ুন: Students Return from Ukraine: রুশ নয়, ইউক্রেনীয় সেনাদের হাতে মার খাচ্ছেন ভারতীয় ছাত্ররা! কেন এমন নিষ্ঠুরতা?