জানুয়ারির শুরুতেই জাঁকিয়ে শীত পড়েছে বঙ্গে। শনিবার আরও নামবে পারদ। ঠান্ডায় পাহাড়কেও ইতিমধ্যেই টেক্কা দিয়ে ফেলেছে সমতল। কালিম্পংয়ের থেকে বেশি ঠান্ডা পুরুলিয়ায়। কালিম্পংয়ে যেখানে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেখানে পুরুলিয়ার তাপমাত্রা নেমেছে ৬.২ ডিগ্রি সেলসিয়াসে।
কলকাতায় মরশুমের শীতলতম দিন শুক্রবার। আজ কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াস ছিল। গতকাল এই তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। গত পাঁচ বছরে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। পাঁচ বছরে এই প্রথম ১০ ডিগ্রির ঘরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা।
কলকাতায় ২০১৮ সালে তাপমাত্রা নেমেছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ১০ বছরে এই নিয়ে দ্বিতীয়বার ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা নামল কলকাতায়। এই কনকনে শীত মালুম হবে আরও সাতদিন।
শনিবারও কনকনে ঠান্ডা থাকবে জেলায় জেলায়। পশ্চিমের জেলাগুলিতে কোথাও কোথাও শৈত্য প্রবাহের মতন পরিস্থিতিও হতে পারে। উত্তরবঙ্গের দু' এক জেলায় ঘন কুয়াশা থাকতে পারে। বাকি জেলায় সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলে পরে পরিষ্কার আকাশ। অবাধে উত্তুরে হওয়া বইছে।
আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৯ ডিগ্রি। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৯ ডিগ্রি সেলসিয়াস।