Panchayat Election 2023: ভাঙড়ে অশান্তির মধ্যে নবান্নে নওশাদ, নির্বাচন কমিশনে শুভেন্দু

| Edited By: | Updated on: Jun 15, 2023 | 12:07 AM

West Bengal Panchayat Election 2023 Live updates: গতকাল কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে। অন্য কোথায়ও কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন কি না, তা কমিশনকে জানাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

Panchayat Election 2023: ভাঙড়ে অশান্তির মধ্যে নবান্নে নওশাদ, নির্বাচন কমিশনে শুভেন্দু
কমিশনে শুভেন্দু, নবান্নে নওশাদ

আগামী ৮ জুলাই ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট পশ্চিমবঙ্গে। শুরু হয়ে গিয়েছে মনোনয়নপর্ব। আজ বুধবার তার পঞ্চমদিন। বুধবার লাঠালাঠি, ইটপাটকেল রক্তারক্তি দলবদলের ছবি দেখা গিয়েছে। উত্তপ্ত হয়েছে ভাঙড়-ক্যানিং-দিনহাটা সহ একাধিক জেলা। ফলে পঞ্চমদিনে অশান্তি সামাল দিয়ে মনোনয়নপর্ব চলবে নাকি একই ঘটনার পুনাবৃত্তি সেদিকে নজর থাকবে। অন্যদিকে, গতকাল কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে। অন্য কোথায়ও কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন কি না, তা কমিশনকে জানাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। বীরভূম, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনাপুর, জলপাইগুড়ি ও হুগলি- এই জেলগুলির কথা মামলায় উল্লেখ করেছিলেন মামলাকারীরা।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 14 Jun 2023 09:46 PM (IST)

    রাজ্যজুড়ে প্রায় ২ হাজার আটক, মনোনয়নে হিংসা-অশান্তি রুখতে আর কী কী পদক্ষেপ?

    নির্বাচন কমিশন সূত্রে খবর, ১৩ তারিখ পর্যন্ত রিপোর্টের ভিত্তিতে প্রায় দু’হাজার জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দেড় হাজার জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ রয়েছে। জায়গায় জায়গায় বিক্ষিপ্ত অশান্তি যে অভিযোগগুলি উঠে এসেছে, তাতে ১৩ তারিখের রিপোর্ট অনুয়ায়ী ৬২ জন আহত হয়েছেন বলে কমিশন সূত্রে খবর। এর পাশাপাশি প্রায় চার হাজার জনের অস্ত্র লাইসেন্স জমা নেওয়া হয়েছে বলেও খবর। যেসব জায়গাগুলিতে অশান্তির অভিযোগ উঠে আসছে, সেই সব জায়গাগুলিতে আরও সজাগ নজর রাখছে রাজ্য নির্বাচন কমিশন।

    বিস্তারিত পড়ুন: রাজ্যজুড়ে প্রায় ২ হাজার আটক, মনোনয়নে হিংসা-অশান্তি রুখতে আর কী কী পদক্ষেপ?

  • 14 Jun 2023 08:54 PM (IST)

    ভোটের মুখে গ্রেফতার তৃণমূল নেতা সোমনাথ বেরা, জেলা সভাপতির অফিসের সামনে বিক্ষোভ অনুগামীদের

    ভোটের মুখে গ্রেফতার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিদায়ী কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা সোমনাথ বেরা। আগামিকালই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তার আগে আজ দুপুরে তমলুক থানার পুলিশ আটক করে সোমনাথ বেরাকে। পরে তাঁকে গ্রেফতার করা হয়।

  • 14 Jun 2023 07:52 PM (IST)

    মনোনয়নপত্র দাখিল করেই বিজয়োল্লাস তৃণমূল-কংগ্রেসের কর্মীরা

    মনোনয়নপত্র দাখিল করেই বিজয়োল্লাসে মাতলেন তৃণমূল-কংগ্রেস কর্মীরা। সবুজ আবির মেখে খেললেন অকাল হোলি। এই ছবি দেখতে পাওয়া গেল হাওড়ার জগৎবল্লভপুর ব্লকের ইসলামপুর অঞ্চলে। 

  • 14 Jun 2023 07:08 PM (IST)

    টিকিট না পেয়ে মালবাজারে বিক্ষোভ তৃণমূল কর্মীদের

    পঞ্চায়েত নির্বাচনের টিকিট না পেয়ে বিক্ষোভ। মালবাজারে তৃণমূলের পার্টি অফিসে বিক্ষোভ দেখালেন দলে কর্মীরা। তৃণমূলের জেলা সভানেত্রী এবং রাজ্যের মন্ত্রী বুলুচিক বড়াইকের সামনেই চলে বিক্ষোভ।

  • 14 Jun 2023 05:23 PM (IST)

    নির্বাচন কমিশনে শুভেন্দু

    কমিশনের সামনে দাঁড়িয়ে মনোনয়ন নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

  • 14 Jun 2023 04:11 PM (IST)

    মুখ্যমন্ত্রীর দরজায় আইএসএফ বিধায়ক নওশাদ

    মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে হাজির হলেন নওশাদ সিদ্দিকী। বুধবার দুপুরেই নবান্নে প্রবেশ করতে দেখা যায় আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়ক নওশাদকে।

    বিস্তারিত পড়ুন: নবান্নে নওশাদ, মনোনয়নে বাধা পেয়ে মুখ্যমন্ত্রীর দরজায় আইএসএফ বিধায়ক

    Naushad Siddiqi: নবান্নে নওশাদ, মনোনয়নে বাধা পেয়ে মুখ্যমন্ত্রীর দরজায় আইএসএফ বিধায়ক

  • 14 Jun 2023 03:23 PM (IST)

    মুখ্যমন্ত্রীর দরবারে নওশাদ

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে নবান্নে গেলেন আইএসএফ বিধায় নওশাদ সিদ্দিকী। দলীয় প্রার্থীদের মনোনয়ন নিশ্চিতের আর্জি।

  • 14 Jun 2023 03:05 PM (IST)

    ফের ভাঙড়ে বোমাবাজি

    ভাঙড় ১ ব্লকের অন্তর্গত জাগুলগাছি পঞ্চায়েতের অধীনস্থ এলাকা থেকে এদিন ১৭ জন পঞ্চায়েত সমিতির প্রার্থী প্রায় ৪০০ জন আইএসএফ কর্মী সমর্থককে নিয়ে মিছিল করে মনোনয়ন পেশ করতে যাচ্ছিলেন। তখনই তাঁদের উপরে দফায় দফায় বোমাবাজি শুরু হয় বলে অভিযোগ। এই সমর্থকদের মধ্যে অনেক মহিলাও ছিলেন বলে খবর। বোমাবাজি শুরু হতেই ভয়ে তাঁরা পালিয়ে আসতে শুরু করেন। এরপর আর মনোনয়ন পেশ করতে পারেননি তাঁরা।

  • 14 Jun 2023 03:02 PM (IST)

    কমিশনের অতিরিক্ত দায়িত্বে এলেন IAS সঞ্জয় বনশাল

    কমিশনের অতিরিক্ত দায়িত্বে এলেন IAS সঞ্জয় বনশাল। তিনি বর্তমানে সেক্রেটারি ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার দফতরের সচিব। মঙ্গলবার থেকে তিনি রাজ্য নির্বাচন কমিশনে অতিরিক্তি দায়িত্বে এলেন। রাজ্য নির্বাচন কমিশন এই দায়িত্ব দিয়েছে সঞ্জয় বনশলকে। এর আগে একমাত্র সচিব ছিলেন নিলাঞ্জন সান্ডিল্য।

  • 14 Jun 2023 02:03 PM (IST)

    বীরভূমে বিজেপি সমর্থককে মারধরের অভিযোগ

    বীরভূমের আহমেদপুরে মনোনয়ন কেন্দ্রের বাইরে বিজেপি সমর্থককে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সূত্রের খবর, বিজেপি প্রার্থীকে নিয়ে কয়েকজন সমর্থক মনোনয়ন জমা দিতে এলে এক বিজেপি সমর্থককে মারধর করে তৃণমূলের লোকজন।পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। আহত বিজেপি কর্মীর নাম রামচন্দ্র মণ্ডল।

  • 14 Jun 2023 12:42 PM (IST)

    মনোনয়ন ঘিরে উত্তাল বাঁকুড়ার ইন্দাস

    ইন্দাসে মনোনয়নকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। আজ কয়েকশো বিজেপি কর্মী সমর্থক ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়ার নেতৃত্বে মিছিল করে ইন্দাস বিডিও অফিসের দিকে অগ্রসর হয়। পাল্টা ইন্দাসে কয়েক হাজার লোক নিয়ে জমায়েত করে তৃণমূলও।

    এলাকায় ঢোকার মুখে পুলিশ বিজেপির মিছিল আটকানোর চেষ্টা করে। এরপরই শুরু হয় উত্তেজনা। বিজেপি বিধায়ক নির্মল ধাড়ার নেতৃত্বে বিজেপি কর্মীরা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এর মাঝেই পুলিশের ব্যারিকেড ভেঙে বেশ কিছু বিজেপি কর্মী এগিয়ে যান। পীরতলার কাছাকাছি পৌঁছতেই লাঠি পেটা করে পুলিশ।

    বিস্তারিত পড়ুন: মনোনয়ন দাখিল ঘিরে উত্তাল ইন্দাস, বিজেপি কর্মীদের লাঠিপেটা পুলিশের

  • 14 Jun 2023 11:51 AM (IST)

    হাঁসুয়া দিয়ে কোপানোর চেষ্টা করেন এই ব্যক্তি

  • 14 Jun 2023 11:47 AM (IST)

    হাঁসুয়া দিয়ে কোপের চেষ্টা TV9 বাংলার চিত্র সাংবাদিককে

    মঙ্গলবারের পর বুধবার। নতুন করে উত্তপ্ত ভাঙড়। বুধবার ভাঙড় এক নম্বর ব্লক সওকত মোল্লার এলাকায় আইএসএফ মনোনয়ন জমা দেওয়ার দিন। সকাল থেকেই উত্তেজনা ছড়ায় এলাকায়। বুধবারও চলে লাঠালাঠি, ঝরল রক্ত, হল বোমাবাজি। দিনের শুরুতেই এক চিত্র সাংবাদিকের মাথা ফেটে যায়। ঘড়ির কাঁটায় সকাল ১০টা। দেখা বাসন্তীতে বিডিও অফিসের সামনে হাতে বাঁশ, লাঠি নিয়ে জমা হয়েছেন একদল যুবক। তাঁরা নিজেদের তৃণমূল কর্মী বলেই পরিচয় দেন।

    বিস্তারিত পড়ুন: WB Panchayat Polls 2023: ভাঙড়ে বোমাবাজি, পুলিশের সামনেই ‘এরিয়া ডোমিনেশন’ তৃণমূলের, হাঁসুয়া দিয়ে কোপের চেষ্টা চিত্র সাংবাদিককে, লাঠি দিয়ে সাংবাদিকের পায়ে মার

  • 14 Jun 2023 11:15 AM (IST)

    ফের উত্তপ্ত ক্যানিং

    Clash at Canning during nomination of panchayat election, attack on journalist

    ক্যানিং-এ আক্রান্ত চিত্র সাংবাদিক

    আজও উত্তপ্ত ক্যানিং। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে তুলকালাম অবস্থা সেখানে। এলাকায় প্রবল উত্তেজনা। আজ বিডিও অফিসে মনোনয়ন জমা দেওয়ার কথা তৃণমূল নেতা শৈবাল লাহিড়ীর। তাই সকল থেকে পুলিশ মোতায়েন ছিল সেখানে। অপরদিকে, ক্যানিং বাজার এলাকা কার্যত দখলে চলে গিয়েছে তৃণমূল কর্মীদের। হাতে লাঠি নিয়ে ঘোরাঘুরি করছেন তাঁরা। সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত টিভি৯ বাংলার চিত্র সাংবাদিক।

    বিস্তারিত পড়ুন: Bengal Panchayat Election: উত্তপ্ত ক্যানিংয়ে মাথা ফাটল TV9 বাংলার চিত্র সাংবাদিকের, পরপর চলল বোমা-গুলি

  • 14 Jun 2023 11:01 AM (IST)

    তৃণমূলের প্রাক্তন উপপ্রধানকে মনোনয়ন দিতে বাধা তৃণমূলের

    মুর্শিদাবাদে ভগবানপুর অঞ্চলের প্রাক্তন উপপ্রধান গৌরি মণ্ডল। আজ ভাঙর ২ ভিডিয়ো অফিসে মনোনয়ন জমা দিতে আসেন। অভিযোগ,তৃণমূলের তরফে মনোনয়ন দিতে বাধা দেওয়া হয়। বের করে দেওয়া হয় ভিডিয়ো অফিস থেকে। তৃণমূলের দাবি ,দলের তরফে গৌরী মণ্ডলকে প্রার্থী করা হয়নি।

  • 14 Jun 2023 10:54 AM (IST)

    বিধায়ক মেয়ে-জামাই যোগ দেবেন কংগ্রেসে?

    গতকাল রাতে উত্তর দিনাজপুরের চোপড়ার ঘির্নিগাও গ্রাম পঞ্চায়েতের একাধিক তৃণমূল নেতারা কংগ্রেসে যোগ দিয়েছেন। চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের মেয়ে ও জামাই আজকে যোগ দেবে তৃণমূলে। আজ রায়গঞ্জের গৌরি গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের যোগদান চলছে।

  • 14 Jun 2023 09:38 AM (IST)

    ফুরফুরা থেকেই জোটের শুরু?

    ফুরফুরা শরীফে ইব্রাহিম সিদ্দিকীর দরবারে সাড়ে নয়টা নাগাদ একটি বৈঠক ডাকা হয়। সেখানে উপস্থিত ছিল স্থানীয় বাম নেতৃত্ব এবং আইএসএফ নেতৃত্ব। সিদ্ধান্ত নেওয়া হয় ফুরফুরায় তৃণমূলের বিরুদ্ধে একসঙ্গে লড়বে বাম আইএসএফ জোট। কে কটি আসনে প্রার্থী দেবে বিস্তারিত পড়ুন ISF-CPIM: ফুরফুরায় হাত ধরল ISF-CPM, শাসকের বিরুদ্ধে শক্তি বাড়াতে জোট?

  • 14 Jun 2023 09:07 AM (IST)

    ‘স্বচ্ছতা নেই দলে’, স্বীকার তৃণমূল নেত্রীর

    শাসক দলে স্বচ্ছতা নেই। তাই এবার ভোটে দাঁড়ালেন না আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার ।তাঁকে ছাড়াই ১৮ জন প্রার্থীর নাম ঘোষিত হয়েছে।

  • 14 Jun 2023 09:06 AM (IST)

    বাম-কংগ্রেস জোট প্রার্থীদের বাড়িতে হামলা, কাঠগড়া তৃণমূল 

    মনোনয়নপত্র জমা দেওয়ার পর রাতের অন্ধকারে কংগ্রেসের প্রার্থীদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি মুর্শিদাবাদের রানীনগর ২ নম্বর ব্লকের কালিনগর দুই গ্ৰাম পঞ্চায়েতের ভাটুকমনগরে। গতকাল মনোনয়নপত্র জমা দেন বাম কংগ্রেস জোটের প্রার্থীরা ও বিজেপি। এরপর রাত্রিবে জোট প্রার্থীদের বাড়িতে হামলা চালানো হয় বলে খবর।

  • 14 Jun 2023 09:03 AM (IST)

    CPM প্রার্থীর পরিবারের সকলকে লাগাতার মার, অভিযুক্ত তৃণমূল

    গ্রাম দখলের লড়াইয়ে অশান্তির আশঙ্কা আগেই করেছিল বিরোধীরা। বিজেপি-সিপিএম (CPM) কিংবা কংগ্রেস বারংবার বলেছিল ভোটের সময় শাসক শিবির তাদের আক্রান্ত করার চেষ্টা করবে। সেই কারণে হাইকোর্টে কেন্দ্রীয় বাহিনী চেয়ে মামলাও করেছে তারা। তা মঞ্জুরও করেছে কোর্ট। কিন্তু এতসবের পরও কি অশান্তি থামানো যাচ্ছে? মনোনয়নের তৃতীয় দিনও জেলায়-জেলায় বোমাবাজি-মারধরের খবর প্রকাশ্যে এল। মঙ্গলবার বীরভূমে মনোনয়ন দাখিল করায় সিপিএম প্রার্থীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুরের সাত্তোর গ্রাম পঞ্চায়েতের একাইয়ে। যদিও, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

    বিস্তারিত পড়ুন: WB Panchayat Elections: ‘এই নাম তুলবি কি না…’, বলেই CPM প্রার্থীর পরিবারের সকলকে লাগাতার মার, অভিযুক্ত তৃণমূল

  • 14 Jun 2023 09:02 AM (IST)

    প্রার্থীপদ নিয়ে কাড়াকাড়িতে গুলি চলল দিনহাটায়

    শনিবার সন্ধ্যে নাগাদ তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে উত্তপ্ত হয়েছিল কোচবিহারের দিনহাটা। চলেছিল গুলি। সেই ঘটনার দু’দিন কাটতে না কাটতে ফের গুলি চলল সেখানে। এবারও তৃণমূলের গোষ্ঠী কোন্দল। কে টিকিট পাবে সেই নিয়ে ঝামেলা। তার জেরেই দিনহাটার কুর্শাহাটে চার রাউন্ড গুলি চলেছে বলে খবর। পুলিশের হাতে আটক হয়েছেন একজন।

    বিস্তারিত পড়ুন:  Panchayat Elections 2023: ‘এ বলছেন আমায় টিকিট দিন, ও বলছে আমায়’, প্রার্থীপদ নিয়ে কাড়াকাড়িতে গুলি চলল দিনহাটায়

  • 14 Jun 2023 09:01 AM (IST)

    এখনও আতঙ্কে সিঁটিয়ে ভাঙড়

    মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়ে ছিল ভাঙড় দু’নম্বর ব্লকের কাঁঠালিয়া এবং বিজয়গঞ্জ বাজার এলাকা। সেই ঘটনার পর সকাল থেকেই থমথমে গোটা ভাঙড়। আতঙ্কে মঙ্গলবার এলাকার দোকানপাট সব বন্ধ ছিল। বুধবার সকাল থেকে ধীরে ধীরে খুলছে এলাকার দোকান। রণক্ষেত্রের পর যে সমস্ত বাইক ভাঙচুর করা হয়েছিল, পুলিশ সেই বাইক এবং গাড়ি উদ্ধার করে নিয়ে গেলেও এখনও কাঠালিয়া এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙাচোরা বাইক। ভাঙড় ২ নম্বর ব্লকের সামনে রয়েছে পুলিশ পিকেটিং। আজকেও মনোনয়ন আছে। ফলে নতুন করে কোনও রকম অশান্তি না হয় সেদিকেই নজর রাখছে প্রশাসনের আধিকারিকরা।

Published On - Jun 14,2023 8:58 AM

Follow Us: