Garden Reach Money Recover: ঘরের ভিতর টাকা গুনছে ইডি, বাইরে অজ্ঞান নিসারের আত্মীয়
Kolkata: সূত্রের খবর, ওই মহিলা নিসার আলির পরিবারের সদস্য। বাড়ির ভিতরে গোয়েন্দাদের তল্লাশি অভিযানের খবর পেয়ে তিনি ভিতরে ঢুকতে গিয়েছিলেন।
কলকাতা: সাতসকালেই বাড়িতে হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। প্রতারণা চক্র চালানোর অভিযোগে পরিবহণ ব্যবসায়ী নিসার আলি বাড়িতে চলছিল জোর তল্লাশি। বাড়ির ভিতরে তখনও উপস্থিত গোয়েন্দারা। খাটের তলা থেকে উদ্ধার হচ্ছে একের পর এক বান্ডিল-বান্ডিল নোট। এলাকায় রীতিমত ঘিরে রেখেছেন কেন্দ্রীয় জওয়ানরা। বাইরে থেকে বাড়ির ভিতরে প্রবেশের অনুমতি নেই কারোর। এই অবস্থায় ভিতরে ঢুকতে চান এক মহিলা। তবে নিরাপত্তারক্ষীর বাধার মুখে পড়তে হয় তাঁকে। ইডি অভিযানের মধ্যেই আচমকা জ্ঞান হারান তিনি।
সূত্রের খবর, ওই মহিলা নিসার আলির পরিবারের সদস্য। বাড়ির ভিতরে গোয়েন্দাদের তল্লাশি অভিযানের খবর পেয়ে তিনি ভিতরে ঢুকতে গিয়েছিলেন। তবে বাধার মুখে পড়তেই ঘাবড়ে যান তিনি। ঘামতে থাকেন অঝোরে। এরপর সাংবাদিকদের ক্যামেরা তাক করে তাঁর দিকে। আমতা-আমতা করে কিছু বলার চেষ্টা করেন। তবে তার আগেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তড়িঘড়ি সেখানে উপস্থিত সকলে তার চোখে-মুখে জলের ছিটে দেন। জ্ঞান ফেরার পর বাড়িতে নিয়ে যাওয়া হয় তাঁকে।
বস্তুত, শনিবারের সকাল থেকেই শহরের নিউটাউন, পার্কস্ট্রিট সহ একাধিক জায়গায় হানা দেয় ইডি। এরপর গার্ডেন রিচের এই নিসার আলির বাড়িতে সকাল আটটা নাগাদ ঢোকেন কেন্দ্রীয় গোয়েন্দারা। চলে তল্লাশি অভিযান। সেই সময় খাটের তলায় মেলে পাঁচশো, দু’হাজারের নোট।শেষ পাওয়া খবর অনুযায়ী ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে ১৫ কোটি টাকা। ইতিমধ্যে সেখানে পৌঁছেছে ৮টি টাকা গোনার মেশিন। চলে টাকা গোনার কাজ। এরপর বিকেল নাগাদ এলাকায় নিয়ে আসা হয় একটি ট্রাককে। ট্রাকটির ভিতরে ১০টি ট্রাঙ্ক রাখা। সেই ট্রাঙ্ক বোঝাই করেই টাকা নিয়ে যাওয়া হবে বলে জানা যাচ্ছে।