Women’s Junior Hockey World Cup 2022: দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে সেমিফাইনালে ভারতের মেয়েরা
২০১৩ সালে মেয়েদের জুনিয়র হকি বিশ্বকাপে সেরা পারফরম্যান্স ছিল ভারতের। সে বার ব্রোঞ্জ পেয়েছিল ভারত। এ বার অতীতের পারফরম্যান্সও ছাপিয়ে যেতে পারেন মুমতাজ, লালরিনডিকিরা।
পোচেস্ত্রুম: জুনিয়র হকি বিশ্বকাপে (Women’s Junior Hockey World Cup 2022) ভারতের (India) মেয়েদের রোখা যাচ্ছে না। গ্রুপ লিগের তিনটে ম্যাচ পর পর জিতেছিলেন মুমতাজ খান, লালরিনডিকিরা। কোয়ার্টার ফাইনালের বাধা টপকেও শেষ চারে পৌঁছে গেল ভারত। দক্ষিণ কোরিয়াকে (South Korea) ৩-০ হারিয়ে। শুরু থেকে অ্যাটাকিং হকি খেলছেন সঙ্গীতা কুমারীরা। তারই ফসল সেমিফাইনালে পৌঁছনো। ২০১৩ সালের বিশ্বকাপে ব্রোঞ্জ পেয়েছিল ভারতের মেয়েরা। ওটাই ছিল সেরা পারফরম্যান্স। সে বারও এমন বিধ্বংসী ফর্মে ছিল না ভারত। অতীতকে ছাপিয়ে যাওয়ার সেরা সুযোগ ভারতের সামনে। যে ভাবে টুর্নামেন্টের শুরু থেকে খেলছে টিম, তাতে চ্যাম্পিয়নও হতে পারেন মুমতাজরা।
ম্যাচের শুরুটা অবশ্য ছিল কোরিয়ানদেরই। প্রথম ১০ মিনিট রীতিমতো ঝড় বইয়ে দিয়েছিল তারা। কিন্তু ভারত দ্রুত খেলাও ধরে নেয়। ১১ মিনিটের মাথায় মুমতাজ ১-০ করেন। টোকিও অলিম্পিকে সিনিয়র টিমে খেলা শর্মিলা দেবীর উইং থেকে দেওয়া দুরন্ত পাস থেকে শর্ট কর্নার আদায় করে নেয় ভারত। সালিমা টেটের পাস থেকে দুরন্ত গোল মুমতাজের। সব মিলিয়ে টুর্নামেন্টে ৬ গোল করে ফেলেছেন তিনি। প্রথম কোয়ার্টারের একেবারে শেষ দিকে ২-০ লালরিনডিকির। প্রথমে দীপিকার শট সেভ করে দেন কোরিয়ান কিপার ইউনিজ কিম। ফিরতি বল ধরে দ্বিতীয় গোল লালরিনডিকির। ৪১ মিনিটে সঙ্গীতা কুমারীর গোলে ৩-০ হয়ে যায়। তার পর আর ম্যাচে ফেরার মতো রসদ ছিল না কোরিয়ান টিমে।
এই ম্যাচে টিম হিসেবে পারফর্ম করেছে। মাঝমাঠের সঙ্গে সমান তালে খেলেছে রক্ষণও। বিশেষ করে দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে প্রবল ভাবে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল দক্ষিণ কোরিয়া। তা হতে দেননি ভারতীয় ডিফেন্ডাররা। গ্রুপ লিগে জার্মানির বিরুদ্ধে দুরন্ত পারফর্ম করেছিলেন গোলকিপার বিছু দেবী খারিবাম। এই ম্যাচেও তাঁর ডিফেন্স ভাঙতে পারেনি প্রতিপক্ষ দল। ৩০ মিনিটের মাথায় ভারতের রক্ষণ ভেঙে ঢুকে পড়েছিলেন সিওনা কিম। বিরতির ঠিক আগে ওই প্রচেষ্টা কিন্তু বিফল করে দেন বিছু দেবী। এতটাই আঁটোসাঁটো ছিল ভারতের ডিফেন্স যে, কোরিয়ানরা প্রথম পেনাল্টি কর্নার পেয়েছিল তৃতীয় কোয়ার্টারে। তাও কাজে লাগাতে পারেননি তাঁরা। ৩-০ লিড নেওয়ার পরও কিন্তু ভারত মুঠো আলগা করেনি কখনও।
বিছু দেবী, লালরিনডিকি, মুমতাজদের পারফরম্যান্স দেখে রীতিমতো উচ্ছ্বসিত ভারতীয় হকি মহল। কাপ জিতে ফিরুন তাঁরা, এমনই বলছে সবাই। রবিবার নেদারল্যান্ডস কিংবা দক্ষিণ আফ্রিকা ম্যাচে জয়ীর বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে ভারত।
আরও পড়ুন: Korea Open: শেষ চারে সিন্ধু, শ্রীকান্ত