প্যানে ঘি গরম করে কোরানো গাজর দিন। অল্প আঁচে তা নাড়তে থাকলে জল টেনে যাবে। জল শুকোতে শুরু করলে চিনি দিন। জল শুকোতে শুরু করলে চিনি দিন। গাজরটা নাড়তে থাকুন ঘন ঘন, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। মিনিট দশেক এইভাবে রান্না করলে গাজর সেদ্ধ হয়ে যাবে। তখন ঘিটুকু দিয়ে দিন। এরপর ঘন করে রাখা দুধ দিন। মাখা, মাখা হলে নামিয়ে নিন। এবার উপর থেকে এলাচের গুঁড়ো, বাদাম আর খোয়া ক্ষীরটা দিয়ে দিন। ঠাণ্ডা হয়ে এলে উপর থেকে এক স্কুপ ভ্যানিলা আইসক্রিম ছড়িয়ে দিন।