Low carb diet: শীতের রাতে ডায়েটে অবশ্যই থাকুক এই ৫ খাবার

Low carb food: শীতের সময় মিষ্টি, কেক, মাংস, ভাজাভুজি এমনিই বেশি খাওয়া হয়। সেই সঙ্গে জলও তুলনায় কম খাওয়া হয়। জল কম খেলেই দেখা দেবে নানা শারীরিক সমস্যা। আর তাই রাতে খালকা খান। স্যুপ কিংবা সবজি সেদ্ধ সবচেয়ে ভাল অপশন

| Edited By: | Updated on: Nov 30, 2021 | 9:38 PM
Low carb diet: শীতের রাতে ডায়েটে অবশ্যই থাকুক এই ৫ খাবার

1 / 5
বিমানটি প্রাথমিকভাবে নিজের নির্ধারিত সময় দুপুর ২ টোর সময়ই উড়ে গিয়েছিল বলে খবর। কিন্তু ফিরে এসে তার পরবর্তীর যাত্রার সময় নির্ধারণ করা হয় বিকেল ৫ টা বেজে ১২ মিনিটে। যদিও সেই বিমানটিকে আর ব্যবহার করা হয়নি। সূত্রের খবর, বিমানটি বদল করে অন্য একটি বিমানের মাধ্যমে এরপর বাকিদের লন্ডন পাঠানো হয়।

বিমানটি প্রাথমিকভাবে নিজের নির্ধারিত সময় দুপুর ২ টোর সময়ই উড়ে গিয়েছিল বলে খবর। কিন্তু ফিরে এসে তার পরবর্তীর যাত্রার সময় নির্ধারণ করা হয় বিকেল ৫ টা বেজে ১২ মিনিটে। যদিও সেই বিমানটিকে আর ব্যবহার করা হয়নি। সূত্রের খবর, বিমানটি বদল করে অন্য একটি বিমানের মাধ্যমে এরপর বাকিদের লন্ডন পাঠানো হয়।

2 / 5
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

3 / 5
Low carb diet: শীতের রাতে ডায়েটে অবশ্যই থাকুক এই ৫ খাবার

4 / 5
Low carb diet: শীতের রাতে ডায়েটে অবশ্যই থাকুক এই ৫ খাবার

5 / 5
Follow Us: