অ্যাপেল সিডার ভিনিগার খুশকির সমস্যায় খুব ভাল কাজ করে। আর তাই অ্যাপেল সিডার ভিনিগার এক কাপ জলে মিশিয়ে নিন। এর মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস দিন। এবার তা তুলোয় নিয়ে চুলের গোড়ায় লাগান। এক ঘন্টা রেখে চুল ধুয়ে নিন। সপ্তাহে ২ দিন কিন্তু এই সলিউশন ব্যবহার করুন।
এক চামচ বেকিং সোডা এক কাপ জলে মিশিয়ে নিন। এবার এর মধ্যে তিন ফোঁটা এসেন্সিয়ল অয়েল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ মাথায় ভাল করে ম্যাসাজ করুন। ২ ঘন্টা রেখে কোনও ভাল ph শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। এতে কিন্তু উপকার পাবেন।
লেবুর রস আর আমন্ড অয়েল একসঙ্গে মিশিয়ে নিয়ে চুলে লাগান। এরপর লেমন এসেন্সিয়ল অয়েল দিয়ে ম্যাসাজ করে অ্যান্টি ড্যানড্রফ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।
মধু চুলের ph ব্যালান্স ঠিক রাখতে সাহায্য করে। এবার এই মধুর সঙ্গে মিশিয়ে নিন ১/৪ চামচ জল। মিশিয়ে নিন অ্যালোভেরা জেল। এবার এই মিশ্রণ চুলে লাগিয়ে রাখুন ১ ঘন্টা। এবার হালকা কোনও শ্যাম্পু দিয়ে ধুয়ে নিলেই হবে।
নারকেল তেল কিন্তু খুশকি তাড়াতে ভাল কাজ করে। নারকেল তেল আর জোজোবা অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। এবার তা চুলে ভাল করে ম্যাসাজ করে ৩০ মিনিট রাখুন। এবার ভাল কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। এই সলিউশন কিন্তু বেশ ভাল কাজ করে