আয়ুষ্মান ইনিশিয়েটিভ ফর চাইল্ড রাইটস-এর সেক্রেটারি, অরিজিৎ মিত্র বলেন, "পিতামাতার বিচ্ছিন্ন হওয়া শিশুমনে প্রভাব ফেলে এবং বেশিরভাগ ক্ষেত্রেই তাদের 'ডিভোর্স' থেকে শিশুমন মারাত্মকভাবে প্রভাবিক্ষতিগ্রস্ত হয় অজান্তেই। যদিও বাবা-মা উভয়েই সন্তানের জন্য লড়াই না করেই সহ-অভিভাবকত্বের সমান সুযোগ লাভ করলে এজাতীয় সমস্যা এড়ানো যেতে পারে। আমাদের মূলমন্ত্র হল কোনো স্লোগান ছাড়া শান্তিপূর্ণ পদযাত্রার মাধ্যমে এই সমস্যার ব্যাপার সরকারের কাছে তুলে ধরা। কলকাতা ছাড়াও, আমরা দিল্লি, ব্যাঙ্গালোর এবং হায়দ্রাবাদ যেখানে আমাদের স্যাটেলাইট চ্যাপ্টার রয়েছে সেই সমস্ত জায়গায় এই বিষয়ের উপর এবং ক্রমাগত সারা দেশে ভুক্তভুগি শিশুদের জন্য দ্রুত বিচার বিভাগকে অবগত করার প্রয়াস চালিয়ে যাচ্ছি।"