ওমিক্রন যখন নতিন করে থাবা বসাচ্ছে বিশ্বজুড়ে, তখন তাদের দেশ থেকে পুরোপুরি লকডাউন তুলে নিল অস্ট্রিয়া। গত তিন সপ্তাহ আগেও এখানে পর্যটকদের প্রবেশ ছিল নিষিদ্ধ।
করোনা রুখতে জারি ছিল যাবতীয় সতর্কতা বিধি। তবে ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়া থাকগলেই ঘুরতে আসা যাবে এখানে। সম্প্রতি এমনটাই জানানো হয়েছে সেই দেশের তরফ থেকে।
খুলে দেওয়া হল রেস্তোরাঁ, হোটেল, সিনেমা হল। তবে রাত ১১ টার পর কিন্তু খোলা থাকবে না কোনও রেস্তোরাঁ, বার।
নতুন করে কোনও কেস না হওয়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রিয়া। সংক্রমণের গ্রাফ নীচের দিকে বলেই এমন সিদ্ধান্ত তাদের। তবে যাঁরা এখনও ভ্যাকসিন নেননি তাঁদের কিন্তু মানতেই হবে লকডাউনের ঘেরাটোপ।
পশ্চিম ইউরোপের মধ্যে একমাত্র এই দেশেই এখনও পর্যন্ত সবচেয়ে কম টিকাকরণ হয়েছে। সেখানকার ৬৭.৭ শতাংশ লোক ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ নিয়েছেন। তবে সবাই যাতে ভ্যাকসিন নেয় সে বিষয়ে জোরদার চেষ্টা চালাচ্ছে অস্ট্রিয়া প্রশাসন।