লেবুর একাধিক উপকারিতা রয়েছে। স্বাস্থ্যরক্ষায় যেমন লেবুর ব্যবহার রয়েছে তেমনই ত্বকের পরিচর্যাতেও ব্যবহার করা হয় লেবু। লেবুর রস খুশকি দূর করে। লেবু, চিনি, মধু দীর্ঘদিন ধরে রূপচর্চার কাজেও ব্যবহার করা হয়। যে কোনও রকম দাগ, ছোপ, ট্যান তুলতেই কার্যকরী কিন্তু লেবু।
লেবুর মধ্যে থাকে সাইট্রিক অ্যাসিড। যা কাটা, ছেঁড়া, দাগ ছোপ সহজেই দূর করে দিতে পারে। এছাড়াও মুখের তেলতেলে ভাব দূর করতেও ভূমিকা রয়েছে লেবুর। লেবুর মধ্যে থাকে ভিটামিন সি। যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। সেই সঙ্গে লেবুর মধ্যে থাকে অ্যান্টি ফাঙ্গাল উপাদান। যা ত্বকের ট্যান দূর করতে সাহায্য করে।
তবে যাঁদের ত্বক সেনসেটিভ তাঁদের ক্ষেত্রে মোটেই কার্যকরী নয় লেবু। লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিডের প্রভাবে ত্বক লাল হয়ে যায়। জ্বালা, চুলকুনিও থাকে। সেই সঙ্গে ত্বক বেশি শুষ্ক হয়ে যায়।
যেহেতু লেবুর মধ্যে অ্যাসিড থাকে তাই লেবু মোটেই সরাসরি মুখে লাগাবেন না। ঠিক যতখানি লেবুর রস দেবেন ততই জল দেবেন। মধু আর লেবুর রস মিশিয়েও লাগাতে পারেন। তবে লাগানোর আগে হাতে বা পায়ে লাগিয়ে টেস্ট করে নিন।
মুখ পরিষ্কার করে তবেই লেবু লাগান। অপরিষ্কার মুখে লেবু লাগিয়ে কোনও উপকার পাওয়া যায় না। ফেসপ্যাকে লেবু মিশিয়ে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর তা জল দিয়ে ধুয়ে নিন। শুকিয়ে গেলে তবেই ধুয়ে নেবেন। লেবুর রস মুখে লাগালে অধিকাংশ ক্ষেত্রে ড্রাই হয়ে যায়। তাই পরে অ্যালোভেরা জেল লাগাতে ভুলবেন না।
লেবুর রস আর অ্যাপেল সিডার ভিনিগার একসঙ্গে মিশিয়ে মুখে লাগাবেন না। চুলে লাগাতে পারেন। এতে খুশকির হাত থেকে দ্রুত রেহাই পাওয়া যায়। সংক্রমণের সম্ভাবনাও কমে।