হিমালয়ের কোলে তাঁবু খাটিয়ে থাকবেন? রইল সেরা কিছু জায়গার হদিশ

পাহাড়ে বেড়াতে ভালবাসেন? রয়েছে ট্রেকিংয়ের নেশাও? তাহলে পাহাড়ের কোলে, লেকের ধারে ক্যাম্প বা তাঁবু খাটিয়ে থাকা নিশ্চয় আপনার পছন্দের।

| Edited By: | Updated on: Aug 23, 2021 | 6:29 PM
পাহাড়ে বেড়াতে ভালবাসেন? রয়েছে ট্রেকিংয়ের নেশাও? তাহলে পাহাড়ের কোলে, লেকের ধারে ক্যাম্প বা তাঁবু খাটিয়ে থাকা নিশ্চয় আপনার পছন্দের। হিমালয়ের কোলে বেশ কয়েকটি এমন ডেস্টিনেশন রয়েছে, যেখানে অনায়াসে পাহাড়ের গা ঘেঁষে ক্যাম্প করে থাকতে পারবেন। দলবেঁধে বন্ধুরা মিলে বেড়াতে গেলে তো কথাই নেই। জমজমাট ট্রিপ হতে বাধ্য।

পাহাড়ে বেড়াতে ভালবাসেন? রয়েছে ট্রেকিংয়ের নেশাও? তাহলে পাহাড়ের কোলে, লেকের ধারে ক্যাম্প বা তাঁবু খাটিয়ে থাকা নিশ্চয় আপনার পছন্দের। হিমালয়ের কোলে বেশ কয়েকটি এমন ডেস্টিনেশন রয়েছে, যেখানে অনায়াসে পাহাড়ের গা ঘেঁষে ক্যাম্প করে থাকতে পারবেন। দলবেঁধে বন্ধুরা মিলে বেড়াতে গেলে তো কথাই নেই। জমজমাট ট্রিপ হতে বাধ্য।

1 / 7
ভীমতাল- উত্তরাখণ্ডের ভীমতাল একটি লেক বা হ্রদকে কেন্দ্র করে গড়ে উঠেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩৭০ মিটার উঁচুতে অবস্থিত এই ভীমতালে ভীমেশ্বর মহাদেব মন্দির। চারপাশে পাহাড় আবৃত এই অঞ্চলে তাঁবু খাটিয়ে থাকার মজাই আলাদা।

ভীমতাল- উত্তরাখণ্ডের ভীমতাল একটি লেক বা হ্রদকে কেন্দ্র করে গড়ে উঠেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩৭০ মিটার উঁচুতে অবস্থিত এই ভীমতালে ভীমেশ্বর মহাদেব মন্দির। চারপাশে পাহাড় আবৃত এই অঞ্চলে তাঁবু খাটিয়ে থাকার মজাই আলাদা।

2 / 7
হিমাচলপ্রদেশের ধর্মশালা- এখানকার কাংড়া উপত্যকায় ক্যাম্পিংয়ের ব্যবস্থা রয়েছে। ধৌলাধার পাহাড়ের কোলে ক্যাম্প করে রাত্রিবাসের ব্যবস্থা রয়েছে। হিমালয়ের বিভিন্ন রুটে ট্রেকিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় গেটওয়ে হল ধর্মশালা।

হিমাচলপ্রদেশের ধর্মশালা- এখানকার কাংড়া উপত্যকায় ক্যাম্পিংয়ের ব্যবস্থা রয়েছে। ধৌলাধার পাহাড়ের কোলে ক্যাম্প করে রাত্রিবাসের ব্যবস্থা রয়েছে। হিমালয়ের বিভিন্ন রুটে ট্রেকিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় গেটওয়ে হল ধর্মশালা।

3 / 7
চ্যালি অফ ফ্লাওয়ার, উত্তরাখণ্ড- গাড়োয়াল হিমালয়ের কোলে ৮৮ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এই ফুলের উপত্যকা। অ্যালপাইনের জন্য এই অঞ্চল বিখ্যাত। রয়েছে নাম না জানা ফুলের বাহার আর চোখ জুড়ানো সব জলপ্রপাত। জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে অগস্টের শেষ পর্যন্ত এই উপত্যকায় 'ফুল ব্লুমিং সিজন'। ভ্যালি অফ ফ্লাওয়ারের ন্যাশনাল পার্কের অনতিদূরে রয়েছে ঘাংরিয়া গ্রাম। সেখানে ক্যাম্প করে থাকার ব্যবস্থা রয়েছে।

চ্যালি অফ ফ্লাওয়ার, উত্তরাখণ্ড- গাড়োয়াল হিমালয়ের কোলে ৮৮ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এই ফুলের উপত্যকা। অ্যালপাইনের জন্য এই অঞ্চল বিখ্যাত। রয়েছে নাম না জানা ফুলের বাহার আর চোখ জুড়ানো সব জলপ্রপাত। জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে অগস্টের শেষ পর্যন্ত এই উপত্যকায় 'ফুল ব্লুমিং সিজন'। ভ্যালি অফ ফ্লাওয়ারের ন্যাশনাল পার্কের অনতিদূরে রয়েছে ঘাংরিয়া গ্রাম। সেখানে ক্যাম্প করে থাকার ব্যবস্থা রয়েছে।

4 / 7
সাংলা ভ্যালি, হিমাচলপ্রদেশ- এখানে রয়েছে কিন্নর-কৈলাশ পাহাড়। তারই কোলে রয়েছে ক্যাম্পিংয়ের ব্যবস্থা। বিভিন্ন অঞ্চলে ট্রেকে যাওয়া যায় এখান থেকে। চারদিকে রয়েছে পাইন, সিডার, আপেল, ওয়ালনাট, অ্যাপ্রিকটের গাছ।

সাংলা ভ্যালি, হিমাচলপ্রদেশ- এখানে রয়েছে কিন্নর-কৈলাশ পাহাড়। তারই কোলে রয়েছে ক্যাম্পিংয়ের ব্যবস্থা। বিভিন্ন অঞ্চলে ট্রেকে যাওয়া যায় এখান থেকে। চারদিকে রয়েছে পাইন, সিডার, আপেল, ওয়ালনাট, অ্যাপ্রিকটের গাছ।

5 / 7
কুলু- হিমাচল প্রদেশের এই জায়গাতেও পাহাড়ের কোলে তাঁবু খাটিয়ে থাকার ব্যবস্থা রয়েছে।

কুলু- হিমাচল প্রদেশের এই জায়গাতেও পাহাড়ের কোলে তাঁবু খাটিয়ে থাকার ব্যবস্থা রয়েছে।

6 / 7
হর কি দুন- উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ের পাদদেশে রয়েছে হর কি দুন উপত্যকা। এখানেও ক্যাম্পিংয়ের ব্যবস্থা রয়েছে।

হর কি দুন- উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ের পাদদেশে রয়েছে হর কি দুন উপত্যকা। এখানেও ক্যাম্পিংয়ের ব্যবস্থা রয়েছে।

7 / 7
Follow Us: