বলিউডে পরিচিতি তৈরি করেছেন বহু আগেই। তাঁদের পরবর্তী ডেস্টিনেশন হলিউড। সুদূর বিদেশের ডাক এসেছে তাঁদের কাছে। কেউ ইতিমধ্যেই প্রথম প্রজেক্টে সইসাবুদ করে ফেলেছেন। কেউ হয়তো ব্যস্ত স্ক্রিপ্ট নির্বাচনে। দেখে নিন বলিউডের এমন ছয় তারকাকে যাঁদের কাছে হলিউড ডেবিউয়ের সময় প্রায় আগত।
এক অ্যামেরিকান স্পাই থ্রিলারে দেখা যেতে চলেছে হৃতিক রোশনকে। ছবির একেবারে কেন্দ্রীয় চরিত্রেই দেখা যাবে তাঁকে। বলিউড তাঁকে ভালবেসেছে বহু আগেই। এবার হলিউডেও নিজের আধিপত্য বিস্তার করতে চলেছেন গ্রীক গড।
সম্প্রতি শোনা গিয়েছিল হলিউডের এক বিখ্যাত ট্যালেন্ট হান্ট এজেন্সির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন আলিয়া ভাট। সেই এজেন্সি হলিউডের বিখ্যাত তারকা যেমন গ্যাল গাদত, চার্লিজ থেরনের মতো তারকাদের পিআর দেখাশোনা করে থাকে। সুতরাং তিনিও যে হলি ডেবিউ করতে চলেছেন সে কথা হলফ করে বলাই যায়।
দেব প্যাটেলের ছবি মাঙ্কি ম্যানের মধ্যে দিয়েই হলিউডে ডেবিউ করতে চলেছেন অনুপম খের ও কিরণ খেরের সন্তান সিকন্দর। তাঁর অভিনয় দেখতে মুখিয়ে সিনেপ্রেমী দর্শক।
অ্যাকশন থ্রিলারে দেখতে পাওয়া যাবে ধনুষকে। পরিচালক অ্যান্থনি ও অ্যাভেঞ্জার খ্যাত জো রুশোর পরিচালনায় 'দ্য গ্রে ম্যান'-এ দেখতে পাওয়া যাবে তাঁকে। ছবিতে রয়েছেন ক্রিস ইভানসও।
অ্যাপল টিভি'র সিরিজ ফাউন্ডেশন দিয়েই হলিউডে অভিষেক ঘটেছে কুবরা শেঠের। কুবরাকে এর আগে সেক্রেড গেমস সিরিজে এক বিশেষ ভূমিকায় দেখতে পাওয়া গিয়েছিল। গত সেপ্টেম্বরের ২৪ তারিখে ফাউন্ডেশন সিরিজের প্রথম এপিসোড সম্প্রচারিত হয়েছে।
'ডেথ অন দ্য নাইল' ছবির মধ্যে দিয়েই হলিউডে অভিষেক ঘটতে চলেছে আলি ফয়জলের। ছবিটির পরিচালক 'মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস' খ্যাত কেনেথ ব্রানাগ।