বেনারসী যে এখন শুধু আর শাড়িতেই থেমে নেই তা আরও একবার প্রমাণ করে দিলেন বলিউড ডিভারা।
মুম্বইতে মুকেশ ও নীতা আম্বানির সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানের দ্বিতীয় দিনে বেনারসী কেটে জামা পরে বেনারসীকে অন্য় মাত্রা দিলেন প্রি়য়ঙ্কা, ক্রিতি সাননসহ সাবা আজাদ।
সবটা শুনে প্রিয়াঙ্কা বলেছিলেন, তিনি সেখানেই থাকবেন, আলিয়া ঢুকলেই তাঁকে দেখতে পাবেন। ডিপ নেকলাইন পোশাকে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন আলিয়া।
অভিনেত্রী ক্রিতি সাননের পরেছিলেন কালো একটি বেনারসীর তৈরিু গাউন। তাঁর গাউনটি মনীষা জয়সিং-এর ডিজাইন করা।
অভিনেতা হৃতিক রোশনের বান্ধবী সাবা আজাদকে দেখা গেল লাল টকটকে একটি বেনারসী গাউনে। তাঁর এই পোশাকটি অমিত আগারওয়ালের ডিজাইন করা।
বেনারসী গাউনে অফ সোল্ডারের ছোঁয়া। বেশ মানিয়েছিল সাবাকে। তাঁর পাশে কালো পোশাকে উপস্থিত ছিলেন গ্রীক গড।