Basant Panchami 2024: জ্ঞান-বুদ্ধি-সমৃদ্ধি বাড়বে তরতরিয়ে, সরস্বতী পুজোর দিন ঘরে আনুন এই একটি জিনিস
Puja for Saraswati Puja: ঋগ্বেদের দশম মণ্ডলে সরস্বতীদেবীকে জ্ঞানের অধিকারিণী বলে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, এই বেদের পরবর্তী যুগে রচিত বেদগুলিতে সরস্বতীর গুরুত্ব অনেক বেশি পেয়েছে। বেদ-পুরাণ ও শাস্ত্র অনুসারে, জ্ঞান, শিল্পকলা, সঙ্গীত, সুর, কাব্যপ্রতিভা, বাগ্মীতা, সৃজনশীল কর্ম ও আত্মার পবিত্রতার প্রতীক হলেন এই প্রাচীন দেবী। প্রাচীন হিন্দু সাহিত্যে সরস্বতীকে নানা নামে অভিহিত করা হয়েছে। সর শব্দের অর্থ হল সার বা নির্যাস, আর স্ব শব্দের অর্থ হল আত্ম। তাহলে সরস্বতীর অর্থ হল যিনি সার বা পরমবরহ্মের আত্মার সঙ্গে মিলিত করেন।
Most Read Stories