Basant Panchami 2024: জ্ঞান-বুদ্ধি-সমৃদ্ধি বাড়বে তরতরিয়ে, সরস্বতী পুজোর দিন ঘরে আনুন এই একটি জিনিস

Puja for Saraswati Puja: ঋগ্বেদের দশম মণ্ডলে সরস্বতীদেবীকে জ্ঞানের অধিকারিণী বলে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, এই বেদের পরবর্তী যুগে রচিত বেদগুলিতে সরস্বতীর গুরুত্ব অনেক বেশি পেয়েছে। বেদ-পুরাণ ও শাস্ত্র অনুসারে, জ্ঞান, শিল্পকলা, সঙ্গীত, সুর, কাব্যপ্রতিভা, বাগ্মীতা, সৃজনশীল কর্ম ও আত্মার পবিত্রতার প্রতীক হলেন এই প্রাচীন দেবী। প্রাচীন হিন্দু সাহিত্যে সরস্বতীকে নানা নামে অভিহিত করা হয়েছে। সর শব্দের অর্থ হল সার বা নির্যাস, আর স্ব শব্দের অর্থ হল আত্ম। তাহলে সরস্বতীর অর্থ হল যিনি সার বা পরমবরহ্মের আত্মার সঙ্গে মিলিত করেন।

| Updated on: Feb 09, 2024 | 12:03 PM
ঋগ্বেদের দশম মণ্ডলে সরস্বতীদেবীকে জ্ঞানের অধিকারিণী বলে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, এই বেদের পরবর্তী যুগে রচিত বেদগুলিতে সরস্বতীর গুরুত্ব অনেক বেশি পেয়েছে। বেদ-পুরাণ ও শাস্ত্র অনুসারে, জ্ঞান, শিল্পকলা, সঙ্গীত, সুর, কাব্যপ্রতিভা, বাগ্মীতা, সৃজনশীল কর্ম ও আত্মার পবিত্রতার প্রতীক হলেন এই প্রাচীন দেবী। প্রাচীন হিন্দু সাহিত্যে সরস্বতীকে নানা নামে অভিহিত করা হয়েছে। সর শব্দের অর্থ হল সার বা নির্যাস, আর স্ব শব্দের অর্থ হল আত্ম। তাহলে সরস্বতীর অর্থ হল যিনি সার বা পরমবরহ্মের আত্মার সঙ্গে মিলিত করেন।

ঋগ্বেদের দশম মণ্ডলে সরস্বতীদেবীকে জ্ঞানের অধিকারিণী বলে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, এই বেদের পরবর্তী যুগে রচিত বেদগুলিতে সরস্বতীর গুরুত্ব অনেক বেশি পেয়েছে। বেদ-পুরাণ ও শাস্ত্র অনুসারে, জ্ঞান, শিল্পকলা, সঙ্গীত, সুর, কাব্যপ্রতিভা, বাগ্মীতা, সৃজনশীল কর্ম ও আত্মার পবিত্রতার প্রতীক হলেন এই প্রাচীন দেবী। প্রাচীন হিন্দু সাহিত্যে সরস্বতীকে নানা নামে অভিহিত করা হয়েছে। সর শব্দের অর্থ হল সার বা নির্যাস, আর স্ব শব্দের অর্থ হল আত্ম। তাহলে সরস্বতীর অর্থ হল যিনি সার বা পরমবরহ্মের আত্মার সঙ্গে মিলিত করেন।

1 / 9
কথিত আছে, সুখ ও সমৃদ্ধির জন্য বসন্ত পঞ্চমীর দিন বেশ কিছু জিনিস কেনা অত্যন্ত শুভ। বসন্তের আগমনে প্রকৃতিও যেন সেজে ওঠে। চারিদিকে পশু ও পাখিরাও আনন্দেও নেচে ওঠে। গোটা মাঘ মাস জুড়েই বসন্তের আবহ বর্তমান থাকে। আর বসন্তেই পালিত হয় সরস্বতী পুজো। প্রাচীনকাল থেকেই কথিত আছে, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বাগদেবীর জন্মদিন হিসেবে পালিত হয়।

কথিত আছে, সুখ ও সমৃদ্ধির জন্য বসন্ত পঞ্চমীর দিন বেশ কিছু জিনিস কেনা অত্যন্ত শুভ। বসন্তের আগমনে প্রকৃতিও যেন সেজে ওঠে। চারিদিকে পশু ও পাখিরাও আনন্দেও নেচে ওঠে। গোটা মাঘ মাস জুড়েই বসন্তের আবহ বর্তমান থাকে। আর বসন্তেই পালিত হয় সরস্বতী পুজো। প্রাচীনকাল থেকেই কথিত আছে, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বাগদেবীর জন্মদিন হিসেবে পালিত হয়।

2 / 9
প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় বসন্ত পঞ্চমী। এই উৎসবে সবচেয়ে বেশি আগ্রহ দেখা যায় পড়ুয়াদের মধ্যে। বিশেষ আচার মেনে এদিন ধুমধাম করে দেবী সরস্বতী পুজো করা হয়ে থাকে। ধর্মীয় শাস্ত্রে সরস্বতীকে জ্ঞান, প্রজ্ঞা ও সঙ্গীতের দেবী বলা হয়েছে। মনে করা হয়, বসন্ত পঞ্চমীর দিন আচার-অনুষ্ঠানের সঙ্গে দেবী সরস্বতীর আরাধনা করা হলে জ্ঞান, বুদ্ধি, সঙ্গীত ও কর্মে সাফল্য পাওয়া যায়।

প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় বসন্ত পঞ্চমী। এই উৎসবে সবচেয়ে বেশি আগ্রহ দেখা যায় পড়ুয়াদের মধ্যে। বিশেষ আচার মেনে এদিন ধুমধাম করে দেবী সরস্বতী পুজো করা হয়ে থাকে। ধর্মীয় শাস্ত্রে সরস্বতীকে জ্ঞান, প্রজ্ঞা ও সঙ্গীতের দেবী বলা হয়েছে। মনে করা হয়, বসন্ত পঞ্চমীর দিন আচার-অনুষ্ঠানের সঙ্গে দেবী সরস্বতীর আরাধনা করা হলে জ্ঞান, বুদ্ধি, সঙ্গীত ও কর্মে সাফল্য পাওয়া যায়।

3 / 9
শুধু তাই নয়, সরস্বতী পুজোর দিন বাড়িতে বেশ কয়েকটি জিনিস কিনে আনলে বীণাপাণি আরও আশীর্বাদ পাওয়া যায়। পঞ্চাঙ্গ অনুসারে, এ বছর ১৪ ফেব্রুয়ারিতে পালিত হতে চলেছে বসন্ত পঞ্চমী। এ দিনে বেশ কিছু জিনিস বাড়িতে আনা খুবই শুভ বলে মনে করা হয়।

শুধু তাই নয়, সরস্বতী পুজোর দিন বাড়িতে বেশ কয়েকটি জিনিস কিনে আনলে বীণাপাণি আরও আশীর্বাদ পাওয়া যায়। পঞ্চাঙ্গ অনুসারে, এ বছর ১৪ ফেব্রুয়ারিতে পালিত হতে চলেছে বসন্ত পঞ্চমী। এ দিনে বেশ কিছু জিনিস বাড়িতে আনা খুবই শুভ বলে মনে করা হয়।

4 / 9
হলুদ ফুল-মালা: জ্যোতিষশাস্ত্রে,বসন্ত পঞ্চমীর দিনে হলুদ রঙের বিশেষ তাৎপর্য বলে মনে করা হয়। কারণ দেবী পার্বতী হলুদ রঙের জিনিস খুব প্রিয়। তাই এদিন হলুদ শাড়ি, হলুদ রঙের ফুল, মালা কিনে অর্পণ করলে তা শুভ ফল লাভ করতে পারেন। বসন্ত পঞ্চমীর দিন পুজো করার আগে বাড়িতে হলুদ ফুলের মালা নিয়ে আসতে পারেন।

হলুদ ফুল-মালা: জ্যোতিষশাস্ত্রে,বসন্ত পঞ্চমীর দিনে হলুদ রঙের বিশেষ তাৎপর্য বলে মনে করা হয়। কারণ দেবী পার্বতী হলুদ রঙের জিনিস খুব প্রিয়। তাই এদিন হলুদ শাড়ি, হলুদ রঙের ফুল, মালা কিনে অর্পণ করলে তা শুভ ফল লাভ করতে পারেন। বসন্ত পঞ্চমীর দিন পুজো করার আগে বাড়িতে হলুদ ফুলের মালা নিয়ে আসতে পারেন।

5 / 9
ময়ূরপঙ্খী গাছ: বসন্ত পঞ্চমীর দিন বাড়িতে একটি ময়ূরপঙ্খী গাছ আনা খুবই শুভ। বাস্তুশাস্ত্রেও শুভ বলে মনে করা হয়।শুধু তাই নয়, জোড়ায় জোড়ায় এনে বাড়ির পূর্ব দিকে লাগালে তা আরও গুরুত্ব বেড়ে যায়। ড্রয়িং রুমে বা বাড়ির প্রধান প্রবেশদ্বারেও ময়ূরপঙ্খী গাছ লাগানো যেতে পারে। বাড়িতে এই বিশেষ গাছ লাগালে সরস্বতীর আশীর্বাদ থাকে সন্তানদের উপর।

ময়ূরপঙ্খী গাছ: বসন্ত পঞ্চমীর দিন বাড়িতে একটি ময়ূরপঙ্খী গাছ আনা খুবই শুভ। বাস্তুশাস্ত্রেও শুভ বলে মনে করা হয়।শুধু তাই নয়, জোড়ায় জোড়ায় এনে বাড়ির পূর্ব দিকে লাগালে তা আরও গুরুত্ব বেড়ে যায়। ড্রয়িং রুমে বা বাড়ির প্রধান প্রবেশদ্বারেও ময়ূরপঙ্খী গাছ লাগানো যেতে পারে। বাড়িতে এই বিশেষ গাছ লাগালে সরস্বতীর আশীর্বাদ থাকে সন্তানদের উপর।

6 / 9
বিবাহের সামগ্রী: পৌরাণিক কাহিনি অনুসারে, ভগবান শিব ও দেবী পার্বতীর বিয়ের সময় বসন্ত পঞ্চমীর দিন বিয়ের আগে ভগবান শিবের কাছে তিলক লাগানো হয়েছিল। তাই বসন্ত পঞ্চমীর দিন বিবাহ সংক্রান্ত কোনও জিনিস কিনে বাড়িতে আনা হলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিয়ের পোশাক, গয়না ও বিয়ের সামগ্রী কিনতে পারেন।

বিবাহের সামগ্রী: পৌরাণিক কাহিনি অনুসারে, ভগবান শিব ও দেবী পার্বতীর বিয়ের সময় বসন্ত পঞ্চমীর দিন বিয়ের আগে ভগবান শিবের কাছে তিলক লাগানো হয়েছিল। তাই বসন্ত পঞ্চমীর দিন বিবাহ সংক্রান্ত কোনও জিনিস কিনে বাড়িতে আনা হলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিয়ের পোশাক, গয়না ও বিয়ের সামগ্রী কিনতে পারেন।

7 / 9
সরস্বতীর মূর্তি: এদিনে আপনাকে অবশ্যই বাড়িতে সরস্বতীর একটি মূর্তি, ছবি আনা উচিত। জ্য়োতিষ ও বাস্তুমতে শুভ বলে মনে করা হয়। এদিন সরস্বতীর মূর্তি এনে বাড়ির উত্তর-পূর্ব কোণে রাখুন,তাতে বাচ্চাদের উপর ইতিবাচক প্রভাব পড়ে। পড়াশোনায় মনযোগ বাড়বে।

সরস্বতীর মূর্তি: এদিনে আপনাকে অবশ্যই বাড়িতে সরস্বতীর একটি মূর্তি, ছবি আনা উচিত। জ্য়োতিষ ও বাস্তুমতে শুভ বলে মনে করা হয়। এদিন সরস্বতীর মূর্তি এনে বাড়ির উত্তর-পূর্ব কোণে রাখুন,তাতে বাচ্চাদের উপর ইতিবাচক প্রভাব পড়ে। পড়াশোনায় মনযোগ বাড়বে।

8 / 9
নতুন গাড়ি: এদিন অন্তত একটি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করেন তাহলে বসন্ত পঞ্চমী একটি শুভ দিন। সরস্বতী পুজোর দিন একটি নতুন যান কেনা শুভ হতে পারে।

নতুন গাড়ি: এদিন অন্তত একটি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করেন তাহলে বসন্ত পঞ্চমী একটি শুভ দিন। সরস্বতী পুজোর দিন একটি নতুন যান কেনা শুভ হতে পারে।

9 / 9
Follow Us: