Air Polluted City: এশিয়ার দূষিত শহরের তালিকায় নাম নেই দিল্লির, নতুন রিপোর্টের সঙ্গে মিল নেই রাজধানীর আকাশের

Indian Cities: দীপাবলির আগেই দূষণে ঢাকা পড়ছে রাজধানী আকাশ। কিন্তু ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি ইনডেক্স প্রকাশিত এশিয়ার দূষিত বায়ুর শহরের তালিকায় নাম নেই দিল্লির। তবে ওই তালিকায় রয়েছে ভারতের আটটি শহর।

| Edited By: | Updated on: Oct 24, 2022 | 4:01 PM
দীপাবলির আগেই দূষণে ঢাকা পড়ছে রাজধানী আকাশ। কিন্তু ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি ইনডেক্স প্রকাশিত এশিয়ার দূষিত বায়ুর শহরের তালিকায় নাম নেই দিল্লির। তবে ওই তালিকায় রয়েছে ভারতের আটটি শহর।

দীপাবলির আগেই দূষণে ঢাকা পড়ছে রাজধানী আকাশ। কিন্তু ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি ইনডেক্স প্রকাশিত এশিয়ার দূষিত বায়ুর শহরের তালিকায় নাম নেই দিল্লির। তবে ওই তালিকায় রয়েছে ভারতের আটটি শহর।

1 / 6
দিল্লির বায়ুদূষণ দীপাবলির সময় এবং শীতে মারাত্মক রূপ নেই। ২৪.১০.২০২২, সোমবার সকালেও দিল্লির পরিবেশ 'অতি খারাপ'। দূষণে ভরে গিয়েছে সারা শহর। রবিবার বিকেলেই দিল্লির  বাতাসে ২৪ ঘণ্টার গড় গুণমান ২৫৯-এ নেমে এসেছে। তবু ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি ইনডেক্সে দিল্লির উল্লেখ অবধি নেই।

দিল্লির বায়ুদূষণ দীপাবলির সময় এবং শীতে মারাত্মক রূপ নেই। ২৪.১০.২০২২, সোমবার সকালেও দিল্লির পরিবেশ 'অতি খারাপ'। দূষণে ভরে গিয়েছে সারা শহর। রবিবার বিকেলেই দিল্লির বাতাসে ২৪ ঘণ্টার গড় গুণমান ২৫৯-এ নেমে এসেছে। তবু ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি ইনডেক্সে দিল্লির উল্লেখ অবধি নেই।

2 / 6
দীপাবলির আগে ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি ইনডেক্স এশিয়ার দূষিত বায়ুর শহরের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় প্রথম দশটি শহরের মধ্যে আটটি ভারতের। কিন্তু আটের মধ্যে কোনটাই দিল্লি কিংবা কলকাতা, মুম্বই, চেন্নাইয়ের মতো মেট্রো শহর নয়।

দীপাবলির আগে ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি ইনডেক্স এশিয়ার দূষিত বায়ুর শহরের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় প্রথম দশটি শহরের মধ্যে আটটি ভারতের। কিন্তু আটের মধ্যে কোনটাই দিল্লি কিংবা কলকাতা, মুম্বই, চেন্নাইয়ের মতো মেট্রো শহর নয়।

3 / 6
ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি ইনডেক্স ওই তালিকায় প্রথম দশের মধ্যে রয়েছে উত্তর প্রদেশের লখনউ, মধ্য প্রদেশের ভোপাল চৌরহা, বিহারের মুজফ্ফরপুর এবং ছাপড়া, গুরুগ্রাম, বেগুসরাইয়ের ডিআরসিসি আনন্দপুর, রেওয়ারি ধারুহেরা টাউন এবং মহারাষ্ট্রের কল্যাণের খড়কপাড়া। এছাড়াও এই তালিকায় চিন এবং মঙ্গোলিয়ার দুটি শহর রয়েছে প্রথম দশের মধ্যে।

ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি ইনডেক্স ওই তালিকায় প্রথম দশের মধ্যে রয়েছে উত্তর প্রদেশের লখনউ, মধ্য প্রদেশের ভোপাল চৌরহা, বিহারের মুজফ্ফরপুর এবং ছাপড়া, গুরুগ্রাম, বেগুসরাইয়ের ডিআরসিসি আনন্দপুর, রেওয়ারি ধারুহেরা টাউন এবং মহারাষ্ট্রের কল্যাণের খড়কপাড়া। এছাড়াও এই তালিকায় চিন এবং মঙ্গোলিয়ার দুটি শহর রয়েছে প্রথম দশের মধ্যে।

4 / 6
এয়ার কোয়ালিটি ইনডেক্সের সাহায্যে বাতাসের গুণগত মান নির্ণয় করা হয়। পিএম কণার উপস্থিতি যত বেশি বাতাসের গুণগত মান তত খারাপ। সেই অনুযায়ী প্রকাশিত হয় দূষিত শহরের তালিকা।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের সাহায্যে বাতাসের গুণগত মান নির্ণয় করা হয়। পিএম কণার উপস্থিতি যত বেশি বাতাসের গুণগত মান তত খারাপ। সেই অনুযায়ী প্রকাশিত হয় দূষিত শহরের তালিকা।

5 / 6
ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি ইনডেক্স প্রকাশিত তালিকায় গুরুগ্রামের প্রাপ্ত নম্বর সবচেয়ে বেশি—৬৭৯। রেওড়ির ধারুহেরা টাউন (৫৪৩), মুজফ্ফরপুর(৩১৬), লখনউ (২৯৮), ডিআরসিসি আনন্দপুর(২৬৯), ভোপাল চৌরহা(২৬৬), কল্যাণ (২৫৬) এবং শেষে রয়েছে ছাপড়া (২৩৯)।

ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি ইনডেক্স প্রকাশিত তালিকায় গুরুগ্রামের প্রাপ্ত নম্বর সবচেয়ে বেশি—৬৭৯। রেওড়ির ধারুহেরা টাউন (৫৪৩), মুজফ্ফরপুর(৩১৬), লখনউ (২৯৮), ডিআরসিসি আনন্দপুর(২৬৯), ভোপাল চৌরহা(২৬৬), কল্যাণ (২৫৬) এবং শেষে রয়েছে ছাপড়া (২৩৯)।

6 / 6
Follow Us: