গয়না থেকে পোশাক-সর্বত্রই এখন ট্রেন্ডিং প্রজাপ্রতি! অবাক হচ্ছেন? ব্যাপারটা কিন্তু এরকমই।
আঠারো শতকের প্রজাপ্রতি মোটিফ আবারও ফিরে এসেছে ফ্যাশনে। টিকলি-টায়রা থেকে পোশাক সর্বত্রই এই প্রজাপ্রতির মোটিফ।
আছে প্রজাপ্রতি মোটিফের চোকার থেকে বাচ্চাদের প্রজাপ্রতি ক্লিপ। লো ওয়েস্ট জিন্সের সঙ্গে প্রজাপ্রতি কাট টপ এখন ফ্যাশনে হিট।
এ বছর গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও অনেক তারকাকে দেখা গিয়েছে এই প্রজাপ্রতি মোটিফ ফ্যাশনে। সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়াকেও দেখা গিয়েছে এই পোশাকে।