Straw: নিয়মিত স্ট্র ব্যবহার করেন? অজান্তেই নিজের শরীরের কী কী ক্ষতি করছেন জানেন?

স্বাস্থ্যের কথা ভেবে যে পদ্ধতিতে অবলম্বন করছেন, আদৌ তা স্বাস্থ্যকর তো? রোজ এই স্ট্রয়ের ব্যবহারে অজান্তেই নিজের শরীরের ক্ষতি করছেন না তো? উত্তর রইল এই প্রতিবেদনে।

| Updated on: Jul 20, 2024 | 7:14 PM
সরবত হোক বা কোল্ড ড্রিংকস, স্ট্র দিয়ে খাওয়ার মজাই আলাদা। অনেকেই আবার কোভিডের পর থেকে বাড়ির বাইরে বা রেস্তোরাঁতে গিয়ে স্ট্র দিয়ে পানীয় পান করেন।

সরবত হোক বা কোল্ড ড্রিংকস, স্ট্র দিয়ে খাওয়ার মজাই আলাদা। অনেকেই আবার কোভিডের পর থেকে বাড়ির বাইরে বা রেস্তোরাঁতে গিয়ে স্ট্র দিয়ে পানীয় পান করেন।

1 / 8
স্বাস্থ্যের কথা ভেবে যে পদ্ধতিতে অবলম্বন করছেন, আদৌ তা স্বাস্থ্যকর তো? রোজ এই স্ট্রয়ের ব্যবহারে অজান্তেই নিজের শরীরের ক্ষতি করছেন না তো? উত্তর রইল এই প্রতিবেদনে।

স্বাস্থ্যের কথা ভেবে যে পদ্ধতিতে অবলম্বন করছেন, আদৌ তা স্বাস্থ্যকর তো? রোজ এই স্ট্রয়ের ব্যবহারে অজান্তেই নিজের শরীরের ক্ষতি করছেন না তো? উত্তর রইল এই প্রতিবেদনে।

2 / 8
স্ট্র ব্যবহারের ফলে বাড়তে পারে আপনার গ্যাসট্রিকের সমস্যা। আসলে স্ট্র দিয়ে পানীয় পান করার সময় পেটে সব বাড়তি হাওয়া চলে যায়। ফলস্বরূপ, যাঁদের গ্যাসট্রিকের সমস্যা আছে, তাঁদের গ্যাসট্রিক রোগ বৃদ্ধির আশঙ্কা থাকে। হজমেরও নানা সমস্যা দেখা দিতে পারে।

স্ট্র ব্যবহারের ফলে বাড়তে পারে আপনার গ্যাসট্রিকের সমস্যা। আসলে স্ট্র দিয়ে পানীয় পান করার সময় পেটে সব বাড়তি হাওয়া চলে যায়। ফলস্বরূপ, যাঁদের গ্যাসট্রিকের সমস্যা আছে, তাঁদের গ্যাসট্রিক রোগ বৃদ্ধির আশঙ্কা থাকে। হজমেরও নানা সমস্যা দেখা দিতে পারে।

3 / 8
স্ট্র ব্যবহারের প্রভাব পড়ে আপনার ত্বকের উপরেও। জল বা পানীয় খাওয়ার সময় প্রতি বার মুখের পেশিতে অতিরিক্ত চাপ পড়ে। নিয়মিত এ রকম চাপ পড়ে চললে মুখে তাড়াতাড়ি বলিরেখা তৈরি হয়। সে আপনার বয়েস যা-ই হোক না কেন!

স্ট্র ব্যবহারের প্রভাব পড়ে আপনার ত্বকের উপরেও। জল বা পানীয় খাওয়ার সময় প্রতি বার মুখের পেশিতে অতিরিক্ত চাপ পড়ে। নিয়মিত এ রকম চাপ পড়ে চললে মুখে তাড়াতাড়ি বলিরেখা তৈরি হয়। সে আপনার বয়েস যা-ই হোক না কেন!

4 / 8
পাত্রে মুখ দিয়ে পানীয় খেলে প্রত্যেক চুমুকে দাঁত ও মুখে উপস্থিত থাকা ব্যাকটেরিয়া ধুয়ে যায়। সেটা একটা উপকার। কিন্তু স্ট্র দিয়ে খেলে সেটা হয় না।

পাত্রে মুখ দিয়ে পানীয় খেলে প্রত্যেক চুমুকে দাঁত ও মুখে উপস্থিত থাকা ব্যাকটেরিয়া ধুয়ে যায়। সেটা একটা উপকার। কিন্তু স্ট্র দিয়ে খেলে সেটা হয় না।

5 / 8
স্ট্র দিয়ে নিয়মিত কোনও মিষ্টি বা কোল্ড ড্রিংকস খেলে তার প্রভাব মুখগহ্বরে দেখা যায়। দাঁত ও মুখের ভেতরের নির্দিষ্ট জায়গায় পানীয়ের সুগার বা চিনি জমা হতে হতে একটা সময়ের পরে দাঁতে ক্ষয় রোগ সৃষ্টি হতে পারে।

স্ট্র দিয়ে নিয়মিত কোনও মিষ্টি বা কোল্ড ড্রিংকস খেলে তার প্রভাব মুখগহ্বরে দেখা যায়। দাঁত ও মুখের ভেতরের নির্দিষ্ট জায়গায় পানীয়ের সুগার বা চিনি জমা হতে হতে একটা সময়ের পরে দাঁতে ক্ষয় রোগ সৃষ্টি হতে পারে।

6 / 8
কাগজের তৈরি স্ট্র এখন কম জায়গায় ব্যবহার করা হয়। বেশির ভাগ জায়গায় প্লাস্টিকের স্ট্র। ফলে স্ট্র দিয়ে খাওয়ার সময় প্লাস্টিকের অতি ক্ষুদ্র কণা পানীয়ের সঙ্গে মিশে যাওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। যা অত্যন্ত বিপজ্জনক।

কাগজের তৈরি স্ট্র এখন কম জায়গায় ব্যবহার করা হয়। বেশির ভাগ জায়গায় প্লাস্টিকের স্ট্র। ফলে স্ট্র দিয়ে খাওয়ার সময় প্লাস্টিকের অতি ক্ষুদ্র কণা পানীয়ের সঙ্গে মিশে যাওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। যা অত্যন্ত বিপজ্জনক।

7 / 8
প্লাস্টিকের অতি ক্ষুদ্র কণা আপনার শরীরে প্রবেশ করে পেটে গিয়ে রক্তের সঙ্গে মিশে যাচ্ছে রোজ একটু একটু করে। অদূর ভবিষ্যতে যা কোনও জটিল রোগের কারণ হতে পারে। এই কারণে বিশেষজ্ঞরা জল রাখার জন্য প্লাস্টিকের বোতলের ব্যবহার কম করার পরামর্শ দেন।

প্লাস্টিকের অতি ক্ষুদ্র কণা আপনার শরীরে প্রবেশ করে পেটে গিয়ে রক্তের সঙ্গে মিশে যাচ্ছে রোজ একটু একটু করে। অদূর ভবিষ্যতে যা কোনও জটিল রোগের কারণ হতে পারে। এই কারণে বিশেষজ্ঞরা জল রাখার জন্য প্লাস্টিকের বোতলের ব্যবহার কম করার পরামর্শ দেন।

8 / 8
Follow Us: