Menstrual Irregularities: পিরিয়ড অনিয়মিত হয়? এই সমস্যার শিকার হননি তো?

নির্দিষ্ট সময় অন্তর নিয়মিত পিরিয়ড সুস্থ শরীরের লক্ষণ। কিন্তু বর্তমান সময়ে অনেক মহিলাই অনিয়মিত পিরিয়ডের সমস্যা ভোগেন। কোন কোন কারণে তা হতে পারে, তা নিয়েই এই প্রতিবেদন।

| Updated on: Mar 13, 2024 | 4:04 PM
মেনস্ট্রুয়েশন হল মেয়েদের এক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। যা পিরিয়ড বা মাসিক নামেও জনসাধারণের মধ্য পরিচিত। প্রতি মাসে নির্দিষ্ট দিন অন্তর তা হয়ে থাকে। এবং নির্দিষ্ট দিন সেই রক্তপ্রবাহ বজায় থাকে।

মেনস্ট্রুয়েশন হল মেয়েদের এক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। যা পিরিয়ড বা মাসিক নামেও জনসাধারণের মধ্য পরিচিত। প্রতি মাসে নির্দিষ্ট দিন অন্তর তা হয়ে থাকে। এবং নির্দিষ্ট দিন সেই রক্তপ্রবাহ বজায় থাকে।

1 / 8
নির্দিষ্ট সময় অন্তর নিয়মিত পিরিয়ড সুস্থ শরীরের লক্ষণ। কিন্তু বর্তমান সময়ে অনেক মহিলাই অনিয়মিত পিরিয়ডের সমস্যা ভোগেন। কোন কোন কারণে তা হতে পারে, তা নিয়েই এই প্রতিবেদন।

নির্দিষ্ট সময় অন্তর নিয়মিত পিরিয়ড সুস্থ শরীরের লক্ষণ। কিন্তু বর্তমান সময়ে অনেক মহিলাই অনিয়মিত পিরিয়ডের সমস্যা ভোগেন। কোন কোন কারণে তা হতে পারে, তা নিয়েই এই প্রতিবেদন।

2 / 8
পিরিয়ড মিস হওয়ার অন্যতম প্রধান কারণ প্রেগন্যান্সি। অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বন্ধ হয় পিরিয়ড। এবং তা প্রেগন্যান্সির প্রাথমিক লক্ষণ।

পিরিয়ড মিস হওয়ার অন্যতম প্রধান কারণ প্রেগন্যান্সি। অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বন্ধ হয় পিরিয়ড। এবং তা প্রেগন্যান্সির প্রাথমিক লক্ষণ।

3 / 8
পলিসিস্টিক ওভারি সিনড্রোম (PCOS)-এর সমস্যা থাকলে তা মহিলাদের হরমোনের কাজে বিঘ্ন তৈরি করে। হরমোনের ভারসাম্য হারানো প্রভাব ফেলে পিরিয়ডে।

পলিসিস্টিক ওভারি সিনড্রোম (PCOS)-এর সমস্যা থাকলে তা মহিলাদের হরমোনের কাজে বিঘ্ন তৈরি করে। হরমোনের ভারসাম্য হারানো প্রভাব ফেলে পিরিয়ডে।

4 / 8
অতিরিক্ত মানসিক চাপও প্রভাব ফেলে পিরিয়ডে। মানসিক চাপ GnRH হরমোন তৈরি কমিয়ে দেয়। এতে ওভুলেশন এবং পিরিয়ডের উপরেও প্রভাব পড়ে।

অতিরিক্ত মানসিক চাপও প্রভাব ফেলে পিরিয়ডে। মানসিক চাপ GnRH হরমোন তৈরি কমিয়ে দেয়। এতে ওভুলেশন এবং পিরিয়ডের উপরেও প্রভাব পড়ে।

5 / 8
বাচ্চা হয়ে যাওয়ার কিছু সময় পর থেকেই মহিলাদের পিরিয়ড ফের শুরু হয়। কিন্তু অনেকের তা হয় না। ব্রেস্টফিডিং করানোর সময় অবধি পিরিয়ড বন্ধ থাকে অনেকের।

বাচ্চা হয়ে যাওয়ার কিছু সময় পর থেকেই মহিলাদের পিরিয়ড ফের শুরু হয়। কিন্তু অনেকের তা হয় না। ব্রেস্টফিডিং করানোর সময় অবধি পিরিয়ড বন্ধ থাকে অনেকের।

6 / 8
জন্ম নিরোধক ওষুধ বা কন্ট্রাসেপটিভ পিলও পিরিয়ডে প্রভাব ফেলে। চিকিৎসকের পরামর্শ ছাড়া ঘন ঘন এই ওষুধ খাওয়া মোটেই স্বাস্থ্যকর নয়।

জন্ম নিরোধক ওষুধ বা কন্ট্রাসেপটিভ পিলও পিরিয়ডে প্রভাব ফেলে। চিকিৎসকের পরামর্শ ছাড়া ঘন ঘন এই ওষুধ খাওয়া মোটেই স্বাস্থ্যকর নয়।

7 / 8
হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তা কোনও কোনও মহিলার শরীরে পিরিয়ডে প্রভাব ফেলে। এর জেরে পিরিয়ড পিছিয়ে যায় অনেকের।

হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তা কোনও কোনও মহিলার শরীরে পিরিয়ডে প্রভাব ফেলে। এর জেরে পিরিয়ড পিছিয়ে যায় অনেকের।

8 / 8
Follow Us: