শরীর গঠনের জন্য যে উপাদানটি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ তা হল প্রোটিন। শরীরে প্রোটিনের অভাব হলে একাধিক সমস্যা হয়। কমে যায় রোগ প্রতিরোধক ক্ষমতা। প্রোটিনের অভাব ফ্যাটি লিভারেরও লক্ষণ হতে পারে।
প্রোটিন অনেকগুলি অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। আর এই অ্যামাইনো অ্যাসিডের অভাব হলে দুর্বলতা, পেশীতে টান, পেশী ফুলে যাওয়া, চুল পড়া, হাড় দুর্বল হয়ে যাওয়া, বার বার খিদে পাওয়া, নখ দুর্বল হয়ে যাওয়ার মত একাধিক সমস্যা দেখা দেয়।
আর তাই পর্যাপ্ত পরিমাণে প্রোটিন খেতে হবে। অনেকেই ভাবেন সবচেয়ে বেশি প্রোটিন রয়েছে ডিমের মধ্যে। তাই রোজ একটা করে ডিম খেলেই হবে। কিন্তু ডিমের থেকেও বেশি প্রোটিন রয়েছে এই সব নিরামিষ খাবারের মধ্যে।
এর মধ্যে প্রথমেই রয়েছে সোয়াবিন। সোয়াবিন প্রোটিনের খুব ভাল উৎস। ১০০ গ্রাম সোয়াবিনের মধ্যে প্রোটিন থাকে ১০০ গ্রাম। যা একটা ডিমের তুলনায় প্রায় দ্বিগুণ।
ছোলা খুবই স্বাস্থ্যকর। ১০০ গ্রাম ছোলার মধ্যে ২০.৫ গ্রাম প্রোটিন থাকে। সেদ্ধ ছোলা সবচাইতে বেশি স্বাস্থ্যকর। তাই রোজ একমুঠো করে ছোলা খেতে পারলে খুবই ভাল।
সোয়াবিন বা আমন্ড দুধেও থাকে প্রচুর পরিমাণ প্রোটিন। যাঁরা নিরামিষ খান তাঁরা প্রতিদিন এই দুটি দুধও খেতে পরেন। যাদের ল্যাকটোজ অ্যালার্জি রয়েছে তাঁরাও খেতে পারেন।
এখন অনেকেই কুইনোয়া খান। এই কুইনোয়াও প্রোটিনের খুব ভাল উৎস। ওজন কমানোতেও খুবই কার্যকরী এই কুইনোয়া। ডিমের থেকেও বেশি প্রোটিন থাকে কুইনোয়ার মধ্যে।
চিয়া সিডও প্রোটিনের খুব ভাল উৎস। এর মধ্যে যেমন আয়রন থাকে তেমনই প্রোটিনে ভরপুর। এছাড়াও থাকে ক্যালশিয়াম। ১০০ গ্রাম চিয়া সিড থেকে ১৬.৬৭ গ্রাম প্রোটিন পাওয়া যায়।