ঝোলে, ঝালে, অম্বলে কাঁচা লঙ্কার জুড়ি মেলা ভার। কিন্তু কাঁচা লঙ্কা বেশি দিন ফ্রিজে রাখলেই শুকিয়ে যায়। এক্ষেত্রে কী করবেন? বেশ কিছু টিপস রয়েছে যা মেনে চললে দীর্ঘদিন পর্যন্ত কাঁচা লঙ্কা তাজা থাকবে।
কাঁচা লঙ্কাগুলো ঠান্ডা জলে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর এর বোঁটাগুলো ভেঙে ফেলে দিন। জল ঝরিয়ে কাঁচা লঙ্কাগুলো খবরের কাগজে মুড়ে রেখে দিন। এভাবে ফ্রিজে রাখতে পারেন।
খবরের কাগজ বদলে আপনি কাগজরের টিস্যু কিংবা জিপলক ব্যাগে কাঁচা লঙ্কা মুড়ে ফ্রিজে রাখতে পারেন। এতে কাঁচা লঙ্কায় সরাসরি ফ্রিজের ঠান্ডা পৌঁছায় না এবং কাঁচা লঙ্কা দীর্ঘদিন পর্যন্ত তাজা থাকে।
এয়ার কন্টেনারে কাঁচা লঙ্কা সংরক্ষণ করে রাখতে পারেন। লঙ্কার বোঁটা কেটে ফেলে দিন। এবার শুকনো কাপড়ে মুড়ে কাঁচা লঙ্কাগুলো একটি এয়ার কন্টেনারে রেখে দিন। এভাবে কাঁচা লঙ্কা রাখলে ২০-২৫ দিন পর্যন্ত কাঁচা লঙ্কা তাজা থাকবে।
অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করেও আপনি কাঁচা লঙ্কা সংরক্ষণ করতে পারেন। অ্যালুমিনিয়াম ফয়েলে বোঁটা ছাড়া কাঁচা লঙ্কাগুলো ৫-৬ ঘণ্টা ফ্রিজে রাখুন। তারপর লঙ্কাগুলো ফ্রিজ থেকে বের করে এয়ারটাইট কন্টেনারে রেখে আবার ফ্রিজে ঢুকিয়ে রাখুন।
বোঁটাগুলো ছাড়িয়ে কাঁচা লঙ্কাগুলো ব্লেন্ডারে পেস্ট করে নিন। এবার এই মিশ্রণটি ফ্রিজে রেখে দিন। প্রয়োজনমতো কাঁচা লঙ্কা বাটা ফ্রিজ থেকে বের করুন এবং রান্না করুন।