Cooking Tips: কী ভাবে রাঁধবেন ঝরঝরে ভাত? রইল দারুণ ৫ টি কৌশল

Perfect White Rice: যাঁরা সদ্য রান্না করতে শিখেছেন তাঁরা চাল আর জলের পরিমাণ নিয়ে হয়ত হিমশিম খান, সেখানে ঝরঝরা ভাত তো অনেক দূরের বিষয়। কী ভাবে ঝরঝরে ভাত রান্না করবেন দেখে নিন কৌশল

| Edited By: | Updated on: Nov 29, 2021 | 9:48 PM
হাঁড়ির মাপ দেখে নিতে হবে। তুলনায় বড় পাত্র নিন

হাঁড়ির মাপ দেখে নিতে হবে। তুলনায় বড় পাত্র নিন

1 / 5
জল ফুটলে তবেই চাল দিন

জল ফুটলে তবেই চাল দিন

2 / 5
চাল ধুয়ে অন্তত ৩০ মিনিট ভিজিয়ে রাখুন

চাল ধুয়ে অন্তত ৩০ মিনিট ভিজিয়ে রাখুন

3 / 5
ভাত ফুটলে গ্যাস অফ করে ১০ মিনিট রেখে তারপর ফ্যান গালুন

ভাত ফুটলে গ্যাস অফ করে ১০ মিনিট রেখে তারপর ফ্যান গালুন

4 / 5
রান্নার সময় হাঁড়িতে এক চামচ সাদা তেল দিন। এতে ভাত হবে ঝরঝরে

রান্নার সময় হাঁড়িতে এক চামচ সাদা তেল দিন। এতে ভাত হবে ঝরঝরে

5 / 5
Follow Us: