Photo Gallery: উত্তাল দিঘা সমুদ্র, টানা বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় ভাঙল বাড়ি, আবারও সঙ্কটে পূর্ব মেদিনীপুর

Rain: পূর্ব মেদিনীপুর: ভাদ্রের অঝোর ধারায় কার্যত বেসামাল উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর (Purba Medinipur)। ইয়াসের (Yaas) ক্ষত শুকোতে না শুকোতে আবারও ধসে পড়ল একের পর এক বাড়ি জেলাজুড়ে ১০০-র বেশি পরিবার ক্ষতিগ্রস্ত।

| Edited By: | Updated on: Sep 15, 2021 | 12:12 AM
পূর্ব মেদিনীপুর: ভাদ্রের অঝোর ধারায় কার্যত বেসামাল উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর (Purba Medinipur)। ইয়াসের (Yaas) ক্ষত শুকোতে না শুকোতে আবারও ধসে পড়ল একের পর এক বাড়িয জেলাজুড়ে ১০০-র বেশি পরিবার ক্ষতিগ্রস্ত।

পূর্ব মেদিনীপুর: ভাদ্রের অঝোর ধারায় কার্যত বেসামাল উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর (Purba Medinipur)। ইয়াসের (Yaas) ক্ষত শুকোতে না শুকোতে আবারও ধসে পড়ল একের পর এক বাড়িয জেলাজুড়ে ১০০-র বেশি পরিবার ক্ষতিগ্রস্ত।

1 / 5
পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ, কাঁথি-১, কাঁথি-৩, খেজুরী-১, খেজুরী-২, ভগবানপুর-১, ভগবানপুর-২, পটাশপুর-১,পটাশপুর-২, এগরা-১, এগরা-২, রামনগর-১, রামনগর-২ ব্লক সহ কাঁথি ও এগরা পৌরসভার বিস্তীর্ণ এলাকা নিম্নচাপের অতি বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে। আমন ধান ও অন্যান্য ফসল, নার্সারি, রাস্তাঘাট, মাছের ভেড়ি- সবই জলের তলায়। বহু ঘরবাড়ি আংশিক ও পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে। দেশপ্রাণ ব্লকের মগরা বেসিন এলাকায় বৃষ্টির জমা জলে প্লাবনের পরিস্থিতি তৈরি হয়েছে।

পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ, কাঁথি-১, কাঁথি-৩, খেজুরী-১, খেজুরী-২, ভগবানপুর-১, ভগবানপুর-২, পটাশপুর-১,পটাশপুর-২, এগরা-১, এগরা-২, রামনগর-১, রামনগর-২ ব্লক সহ কাঁথি ও এগরা পৌরসভার বিস্তীর্ণ এলাকা নিম্নচাপের অতি বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে। আমন ধান ও অন্যান্য ফসল, নার্সারি, রাস্তাঘাট, মাছের ভেড়ি- সবই জলের তলায়। বহু ঘরবাড়ি আংশিক ও পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে। দেশপ্রাণ ব্লকের মগরা বেসিন এলাকায় বৃষ্টির জমা জলে প্লাবনের পরিস্থিতি তৈরি হয়েছে।

2 / 5
সরদা অঞ্চলের দুরমুঠ কুমোরপাড়া, গারুপাড়া,কাজলার গামরামাড়া, হিঞ্চির হাদুয়া পাড়া,পারুলিয়া ও কাজলার বাগিচা পাড়া,কাজলার চোপদার ও ড্রাইভার পাড়া, গোট সাউড়ীর গোয়ালপাড়া, উত্তর দুরমুঠের খালপাড়া,ফুলেশ্বরের মহতা ও ঘোড়াই পাড়া,অযোধ্যাপুর ও মৈশামুণ্ডার হরিজনপল্লী, পাঁচগেছিয়ার শ্যামল পাড়া, কুকরাউল খাল পাড় অতি বর্ষণের জমা জলে ডুবে আছে। মগরাখালের উপর জাল, খড়িপাটা, ঝোপঝাড় ও খেজুর পাতার অবরোধে জল জমে রয়েছে। জল নিষ্কাশনের ব্যবস্থা অবরুদ্ধ হয়ে রয়েছে। ধোবাবেড়িয়া, আমতলিয়া, আউরাই,বসন্তিয়া, দারিয়াপুর, বামুনিয়া, চালতি অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। তৃণমূলের প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, পঞ্চায়েত সদস্য সেখ বক্তিয়ার উদ্দিন প্রমুখ এদিন মগরা বেসিনের জলমগ্ন এলাকা পরিদর্শন করেন।

সরদা অঞ্চলের দুরমুঠ কুমোরপাড়া, গারুপাড়া,কাজলার গামরামাড়া, হিঞ্চির হাদুয়া পাড়া,পারুলিয়া ও কাজলার বাগিচা পাড়া,কাজলার চোপদার ও ড্রাইভার পাড়া, গোট সাউড়ীর গোয়ালপাড়া, উত্তর দুরমুঠের খালপাড়া,ফুলেশ্বরের মহতা ও ঘোড়াই পাড়া,অযোধ্যাপুর ও মৈশামুণ্ডার হরিজনপল্লী, পাঁচগেছিয়ার শ্যামল পাড়া, কুকরাউল খাল পাড় অতি বর্ষণের জমা জলে ডুবে আছে। মগরাখালের উপর জাল, খড়িপাটা, ঝোপঝাড় ও খেজুর পাতার অবরোধে জল জমে রয়েছে। জল নিষ্কাশনের ব্যবস্থা অবরুদ্ধ হয়ে রয়েছে। ধোবাবেড়িয়া, আমতলিয়া, আউরাই,বসন্তিয়া, দারিয়াপুর, বামুনিয়া, চালতি অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। তৃণমূলের প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, পঞ্চায়েত সদস্য সেখ বক্তিয়ার উদ্দিন প্রমুখ এদিন মগরা বেসিনের জলমগ্ন এলাকা পরিদর্শন করেন।

3 / 5
প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন জানান কাজলা গ্রামের সেখ কুদ্দুস, ঝন্টু নায়ক,সামু চোপদার প্রমুখের বাড়ি ভেঙে পড়েছে। রাস্তাঘাট জলে ডুবে আছে। আমফান ও ইয়াস দুর্যোগের পরে আবার নিম্নচাপের ফলশ্রুতিতে অতিবৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। গ্রামে কর্মসংস্থানের অভাবে মানুষের দুর্দশা আরও চরমে উঠেছে। ত্রিপল, খাদ্য সামগ্রী, গৃহ মেরামতির অনুদান সহ সমস্ত রকমের ত্রাণ সামগ্রী বরাদ্দ করা সহ আশ্রয় শিবির খোলার অনুমোদনের লক্ষ্যে রাজ্য সরকারের মৎস্য মন্ত্রী অখিল গিরি ও জেলা শাসককে ই-মেইল বার্তা পাঠিয়ে  আবেদন জানিয়েছেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।

প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন জানান কাজলা গ্রামের সেখ কুদ্দুস, ঝন্টু নায়ক,সামু চোপদার প্রমুখের বাড়ি ভেঙে পড়েছে। রাস্তাঘাট জলে ডুবে আছে। আমফান ও ইয়াস দুর্যোগের পরে আবার নিম্নচাপের ফলশ্রুতিতে অতিবৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। গ্রামে কর্মসংস্থানের অভাবে মানুষের দুর্দশা আরও চরমে উঠেছে। ত্রিপল, খাদ্য সামগ্রী, গৃহ মেরামতির অনুদান সহ সমস্ত রকমের ত্রাণ সামগ্রী বরাদ্দ করা সহ আশ্রয় শিবির খোলার অনুমোদনের লক্ষ্যে রাজ্য সরকারের মৎস্য মন্ত্রী অখিল গিরি ও জেলা শাসককে ই-মেইল বার্তা পাঠিয়ে আবেদন জানিয়েছেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।

4 / 5
পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য তথা বিধায়ক উত্তম বারিকও অবিলম্বে ত্রাণ বিতরণের দাবি জানিয়েছেন। কাঁথি পৌর এলাকায় টানা বৃষ্টির জেরে জল জমেছে। যদিও দেখা মেলেনি পৌর প্রশাসকের। কার্যত নাজেহাল অবস্থা হয় স্থানীয়দের। বৃষ্টির জেরে কাঁথি মহকুমা হাসপাতাল চত্বর জলমগ্ন এমনকি দোকানপাটও মধ্যে জল ঢুকে গেছে এলাকায় ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে মানুষ।

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য তথা বিধায়ক উত্তম বারিকও অবিলম্বে ত্রাণ বিতরণের দাবি জানিয়েছেন। কাঁথি পৌর এলাকায় টানা বৃষ্টির জেরে জল জমেছে। যদিও দেখা মেলেনি পৌর প্রশাসকের। কার্যত নাজেহাল অবস্থা হয় স্থানীয়দের। বৃষ্টির জেরে কাঁথি মহকুমা হাসপাতাল চত্বর জলমগ্ন এমনকি দোকানপাটও মধ্যে জল ঢুকে গেছে এলাকায় ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে মানুষ।

5 / 5
Follow Us: