বাগানের আই লিগ জয়ের বর্ষপূর্তি
ঠিক এক বছর আগে আজকের দিনে কলকাতা শহরের রঙ হয়েছিল সবুজ-মেরুন। শত শত মোহনবাগান (Mohun Bagan) প্রেমীদের কাছে আজকের দিনটা চিরস্মরণীয়। গত বছর কল্যাণী স্টেডিয়ামে ১০মার্চ আই লিগ (I League) চ্যাম্পিয়ন (Champion) হয়েছিল মোহনবাগান। করোনার কারণে লিগের সব ম্যাচ হয়নি। তাই লিগ শীর্ষে থাকা মোহনবাগানের ঝুলিতে আসে আই লিগের ট্রফি।
Most Read Stories