Tokyo Olympics 2020: টোকিওয় ট্রেনিংয়ে মগ্ন সিন্ধু-দীপিকারা

টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) সেরা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে ভারতীয় অ্যাথলিটরা (Indian athletes)। টোকিওয় যে সব ভারতীয় অ্যাথলিট পৌঁছে গিয়েছেন, তাঁরা সকলেই অনুশীলনে নেমে পড়েছেন। স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার তরফ থেকে ভারতীয় অ্যাথলিটদের অনুশীলনের ভিডিও, ছবি পোস্ট করা হয়েছে। একনজরে দেখে নিন ভারতীয় অ্যাথলিটদের প্রথম দিন অনুশীলনের কিছু ছবি...

| Edited By: | Updated on: Jul 19, 2021 | 3:08 PM
সেলিংয়ে ভারতের হয়ে ছেলেদের লেজার স্ট্যান্ডার্ডে অংশগ্রহণকারী বিষ্ণু সর্বাননও (Vishnu Saravanan) প্র্যাক্টিস করছেন।

সেলিংয়ে ভারতের হয়ে ছেলেদের লেজার স্ট্যান্ডার্ডে অংশগ্রহণকারী বিষ্ণু সর্বাননও (Vishnu Saravanan) প্র্যাক্টিস করছেন।

1 / 6
ভারতের তারকা তিরন্দাজ-দম্পতি দীপিকা কুমারি (Deepika Kumari) ও অতনু দাস (Atanu Das ) আজ, সোমবার সকালেই নেমে পড়েছেন অনুশীলনে।

ভারতের তারকা তিরন্দাজ-দম্পতি দীপিকা কুমারি (Deepika Kumari) ও অতনু দাস (Atanu Das ) আজ, সোমবার সকালেই নেমে পড়েছেন অনুশীলনে।

2 / 6
রিকার্ভে ছেলেদের টিম ইভেন্টের সদস্য তরুণদীপ রাই (Tarundeep Rai) ও প্রবীণ যাদবও (Pravin Jadhav) অনুশীলনে নেমেছেন।

রিকার্ভে ছেলেদের টিম ইভেন্টের সদস্য তরুণদীপ রাই (Tarundeep Rai) ও প্রবীণ যাদবও (Pravin Jadhav) অনুশীলনে নেমেছেন।

3 / 6
 ব্যাডমিন্টনে মেয়েদের সিঙ্গলস ও ছেলেদের সিঙ্গলসে অংশগ্রহণকারী পিভি সিন্ধু (PV Sindhu) ও বি সাই প্রণীত (Sai Praneeth) মগ্ন অনুশীলনে।

ব্যাডমিন্টনে মেয়েদের সিঙ্গলস ও ছেলেদের সিঙ্গলসে অংশগ্রহণকারী পিভি সিন্ধু (PV Sindhu) ও বি সাই প্রণীত (Sai Praneeth) মগ্ন অনুশীলনে।

4 / 6
টোকিওতে নামতে চলা ছেলেদের ডাবলস জুটি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ও চিরাগ শেঠীও (Chirag Shetty) গেমস ভিলেজে প্র্যাক্টিসে নেমে পড়েছেন।

টোকিওতে নামতে চলা ছেলেদের ডাবলস জুটি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ও চিরাগ শেঠীও (Chirag Shetty) গেমস ভিলেজে প্র্যাক্টিসে নেমে পড়েছেন।

5 / 6
টেবল টেনিস তারকা শরথকমল (Sharath Kamal) ও সাথিয়ান গণশেখরনও (Sathiyan Gnanasekaran) গেমস ভিলেজে অনুশীলনে মত্ত। (সৌজন্যে-সাই মিডিয়া টুইটার)

টেবল টেনিস তারকা শরথকমল (Sharath Kamal) ও সাথিয়ান গণশেখরনও (Sathiyan Gnanasekaran) গেমস ভিলেজে অনুশীলনে মত্ত। (সৌজন্যে-সাই মিডিয়া টুইটার)

6 / 6
Follow Us: