IPL 2021 Orange Cap: লিগ পর্বের শেষেও কমলা টুপি লোকেশ রাহুলের দখলে

চলতি আইপিএলে (IPL) লিগ পর্ব গতকালই শেষ হয়েছে। আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার অরেঞ্জ ক্যাপ পান। এ বারের আইপিএলের (Orange Cap) কমলা টুপি দখলের জন্য প্রতিটি ম্যাচে জোরদার লড়াই চলেছে। এ বারের আইপিএলে তাঁর দল লিগ টেবলের ছয় নম্বরে থেকে শেষ করল। তবে লিগ পর্বের শেষে বর্তমানে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকার শীর্ষে রয়েছেন পঞ্জাব অধিনায়ক কেএল রাহুল।

| Edited By: | Updated on: Oct 09, 2021 | 4:13 PM
এ বারের আইপিএলে ১৩টি ম্যাচে ৬২৬ রান করে কমলা টুপির মালিক হয়েছেন পঞ্জাব কিংসের অধিনায়ক কেএল রাহুল (KL Rahul)। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

এ বারের আইপিএলে ১৩টি ম্যাচে ৬২৬ রান করে কমলা টুপির মালিক হয়েছেন পঞ্জাব কিংসের অধিনায়ক কেএল রাহুল (KL Rahul)। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

1 / 5
চেন্নাই সুপার কিংসের ওপেনার ফাফ দু প্লেসি (Faf du Plessis) ১৪ ম্যাচে ৫৪৬ রান করেছেন। লিগ পর্বের শেষে দু প্লেসি কমলা টুপি দখলের লড়াইয়ে দু'নম্বরে উঠে এসছেন। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

চেন্নাই সুপার কিংসের ওপেনার ফাফ দু প্লেসি (Faf du Plessis) ১৪ ম্যাচে ৫৪৬ রান করেছেন। লিগ পর্বের শেষে দু প্লেসি কমলা টুপি দখলের লড়াইয়ে দু'নম্বরে উঠে এসছেন। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

2 / 5
গতকাল বিরাটের আরসিবির কাছে পন্থের দিল্লি হারলেও, অরেঞ্জ ক্যাপের দৌড়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)।  ১৪ ম্যাচে ধাওয়ান করেছেন ৫৪৪ রান। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

গতকাল বিরাটের আরসিবির কাছে পন্থের দিল্লি হারলেও, অরেঞ্জ ক্যাপের দৌড়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। ১৪ ম্যাচে ধাওয়ান করেছেন ৫৪৪ রান। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

3 / 5
চেন্নাইয়ের আর এক ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) ১৪ ম্যাচে ৫৩৩ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে চতুর্থ স্থানে রয়েছেন। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

চেন্নাইয়ের আর এক ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) ১৪ ম্যাচে ৫৩৩ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে চতুর্থ স্থানে রয়েছেন। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

4 / 5
এখনও পর্যন্ত আইপিএলের ১৪টি ম্যাচে খেলে ৪৯৮ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন আরসিবির গ্লেন ম্যাক্সওয়েল।  (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

এখনও পর্যন্ত আইপিএলের ১৪টি ম্যাচে খেলে ৪৯৮ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন আরসিবির গ্লেন ম্যাক্সওয়েল। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

5 / 5
Follow Us: