ইউরো জিতে দ্বিতীয় বিয়ে মার্কো ভেরাত্তির

ইউরো (Euro) জয়ের পর এক নতুন ইনিংস শুরু করলেন ইতালিয়ান তারকা ফুটবলার মার্কো ভেরাত্তি (Marco Verratti)। তিনি তাঁর মডেল বান্ধবী জেসিকা আইডি-র (Jessica Aidi) সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে ভেরাত্তি-জেসিকার বিয়ের ছবি। বন্ধুবান্ধব-পরিবারের উপস্থিতিতে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করেছেন। একনজরে দেখে নিন ভেরাত্তি-জেসিকার বিয়ের কিছু ছবি...

| Edited By: | Updated on: Jul 16, 2021 | 8:12 PM
ইতালিয়ান তারকা ফুটবলার মার্কো ভেরাত্তির সঙ্গে তাঁর প্রথম স্ত্রী লরা জ়াজ়ারার (Laura Zazzara) বিচ্ছেদ  হয় ২০১৯ সালে। কয়েকমাস পর মডেল জেসিকা আইডি-র সঙ্গে ভেরাত্তির প্রথম দেখা হয় ২০১৯ সালের মোনাকো গ্রাঁ প্রি (Grand Prix) তে।

ইতালিয়ান তারকা ফুটবলার মার্কো ভেরাত্তির সঙ্গে তাঁর প্রথম স্ত্রী লরা জ়াজ়ারার (Laura Zazzara) বিচ্ছেদ হয় ২০১৯ সালে। কয়েকমাস পর মডেল জেসিকা আইডি-র সঙ্গে ভেরাত্তির প্রথম দেখা হয় ২০১৯ সালের মোনাকো গ্রাঁ প্রি (Grand Prix) তে।

1 / 6
ভেরাত্তি-জেসিকার বিয়েতে হাজির ছিল ভেরাত্তির দুই ছেলে টমাসো (Tomasso) এবং আন্দ্রেয়া (Andrea)।

ভেরাত্তি-জেসিকার বিয়েতে হাজির ছিল ভেরাত্তির দুই ছেলে টমাসো (Tomasso) এবং আন্দ্রেয়া (Andrea)।

2 / 6
প্যারিসে ভেরাত্তি-জেসিকার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

প্যারিসে ভেরাত্তি-জেসিকার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

3 / 6
মার্কো ভেরাত্তির বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্লাটন ইব্রাহিমোভিচ (Zlatan Ibrahimovic) ও কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)।

মার্কো ভেরাত্তির বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্লাটন ইব্রাহিমোভিচ (Zlatan Ibrahimovic) ও কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)।

4 / 6
ইউরো কাপে ইংল্যান্ডকে হারানোর পরই নতুন ইনিংস শুরু ইতালির ভেরাত্তির।

ইউরো কাপে ইংল্যান্ডকে হারানোর পরই নতুন ইনিংস শুরু ইতালির ভেরাত্তির।

5 / 6
বন্ধুবান্ধব-পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করেছেন এই তারকা দম্পতি। (সৌজন্যে-টুইটার)

বন্ধুবান্ধব-পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করেছেন এই তারকা দম্পতি। (সৌজন্যে-টুইটার)

6 / 6
Follow Us: