Kartik Aaryan Struggle: একটা ছবি পাওয়ার আশায় স্টেশনের বাথরুমে গিয়ে কী করতে বাধ্য হয়েছিলেন কার্তিক

Kartik Aaryan: একটি বড় ফ্ল্যাটে আটজনের সঙ্গে থাকতেন তিনি। এতে ঘরভাড়া অনেকটা বাঁচত। মুম্বইতে লড়াই চালিয়ে যাওয়াটা খুব একটা সহজ নয়।

Nov 23, 2022 | 12:24 PM
TV9 Bangla Digital

| Edited By: Jayita Chandra

Nov 23, 2022 | 12:24 PM

কার্তিক আরিয়ান বহিরাগত হওয়ার ফলে ঠিক যা যা কঠিন পরিস্থিতি দিয়ে গিয়েছিলেন, সেই ছবি কম বেশি সকলের জানা। কার্তিক আরিয়ান স্পষ্টই জানতেন তিনি খুব সহজে বলিউডে জায়গা করতে পারবেন না। করণ জোহরের সঙ্গে বচসার পর বিষয়টা আরও স্পষ্ট হয়ে ওঠে।

কার্তিক আরিয়ান বহিরাগত হওয়ার ফলে ঠিক যা যা কঠিন পরিস্থিতি দিয়ে গিয়েছিলেন, সেই ছবি কম বেশি সকলের জানা। কার্তিক আরিয়ান স্পষ্টই জানতেন তিনি খুব সহজে বলিউডে জায়গা করতে পারবেন না। করণ জোহরের সঙ্গে বচসার পর বিষয়টা আরও স্পষ্ট হয়ে ওঠে।

1 / 5
যদিও কার্তিক একটা বিষয় ছিলেন স্পষ্ট। কেরিয়ারে তিনি অভিনেতা হতেই চান। নিজেকে সেভাবেই দেখতে চান। কার্তিকের কথায় তিনি নিজে একটা সময় সবরকম পরিস্থিতির জন্য তৈরি ছিলেন।

যদিও কার্তিক একটা বিষয় ছিলেন স্পষ্ট। কেরিয়ারে তিনি অভিনেতা হতেই চান। নিজেকে সেভাবেই দেখতে চান। কার্তিকের কথায় তিনি নিজে একটা সময় সবরকম পরিস্থিতির জন্য তৈরি ছিলেন।

2 / 5
একটি বড় ফ্ল্যাটে আটজনের সঙ্গে থাকতেন তিনি। এতে ঘরভাড়া অনেকটা বাঁচত। মুম্বইতে লড়াই চালিয়ে যাওয়াটা খুব একটা সহজ নয়। নিজেই জানিয়েছিলেন তিনি একটা সময় রেলস্টেশনের বাথরুমে গিয়ে জামা ছেড়েছিলেন তিনি। হাতে সময় ছিল না, সেই মুহূর্তে সেটাই হয়ে ওঠে তাঁর গ্রিনরুম।

একটি বড় ফ্ল্যাটে আটজনের সঙ্গে থাকতেন তিনি। এতে ঘরভাড়া অনেকটা বাঁচত। মুম্বইতে লড়াই চালিয়ে যাওয়াটা খুব একটা সহজ নয়। নিজেই জানিয়েছিলেন তিনি একটা সময় রেলস্টেশনের বাথরুমে গিয়ে জামা ছেড়েছিলেন তিনি। হাতে সময় ছিল না, সেই মুহূর্তে সেটাই হয়ে ওঠে তাঁর গ্রিনরুম।

3 / 5
Kartik Aaryan Struggle: একটা ছবি পাওয়ার আশায় স্টেশনের বাথরুমে গিয়ে কী করতে বাধ্য হয়েছিলেন কার্তিক

4 / 5
কার্তিক আরিয়ান বর্তমানে বিটাউনের হটকেক। একের পর এক ছবি ঘিরে তিনি ভক্তমনে জায়গা করে নিচ্ছে। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই সেলেবের জীবনে প্রেমের হাতছানিও নিত্যদিন আসতে থাকে।

কার্তিক আরিয়ান বর্তমানে বিটাউনের হটকেক। একের পর এক ছবি ঘিরে তিনি ভক্তমনে জায়গা করে নিচ্ছে। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই সেলেবের জীবনে প্রেমের হাতছানিও নিত্যদিন আসতে থাকে।

5 / 5

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla