FIFA World Cup 2022: বিশ্বকাপে ইতিহাস গড়লেন মহিলা রেফারি স্টেফানি ফ্রেপপার্ট
কাতারে চলছে এ বারের ফুটবল বিশ্বকাপ। ফুটবলের মহাযজ্ঞ শুরু হওয়ার আগেই জানা গিয়েছিল রক্ষণশীল কাতারে বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করতে দেখা যাবে ছয় জন মহিলা রেফারিকে। মঙ্গলবার, মেক্সিকো বনাম পোল্যান্ড ম্যাচে চতুর্থ রেফারির দায়িত্বে ছিলেন ফ্রান্সের স্টেফানি ফ্রেপপার্ট। এই প্রথম বার বিশ্বকাপে মহিলা রেফারি দেখা যাচ্ছে। সে দিক থেকে দেখলে স্টেফানির হাত ধরেই তৈরি হল নতুন ধারা।
Most Read Stories