Skin Care: রান্নাঘরের এই উপকরণগুলো যদি সরাসরি ত্বকে ব্যবহার করেন তাহলে মারাত্মক বিপদ হতে পারে…

আপনি হয়তো জানেন না, রান্নাঘরে থাকা এমন কিছু প্রাকৃতিক উপাদান, যেগুলি ত্বকে প্রয়োগ করা হলে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে। জেনে নিন রান্নাঘরের ৬টি সহজলভ্য উপাদান সম্পর্কে, যা ত্বকে সরাসরি ব্যবহার না করাই ভাল।

| Edited By: | Updated on: Nov 01, 2021 | 8:54 AM
লেবুর রস: রূপচর্চায় লেবুর রসের প্রয়োগ হয়েই থাকে। বিভিন্ন ঘরোয়া ফেস প্যাকে আমরা লেবু ব্যবহার করে থাকি। তবে লেবুর রসের সরাসরি প্রয়োগ, ত্বকের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক হতে পারে। লেবুর রস প্রাকৃতিকভাবেই অত্যন্ত অ্যাসিডিক প্রকৃতির এবং এটি ত্বকে জ্বালা সৃষ্টি করতে পারে।

লেবুর রস: রূপচর্চায় লেবুর রসের প্রয়োগ হয়েই থাকে। বিভিন্ন ঘরোয়া ফেস প্যাকে আমরা লেবু ব্যবহার করে থাকি। তবে লেবুর রসের সরাসরি প্রয়োগ, ত্বকের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক হতে পারে। লেবুর রস প্রাকৃতিকভাবেই অত্যন্ত অ্যাসিডিক প্রকৃতির এবং এটি ত্বকে জ্বালা সৃষ্টি করতে পারে।

1 / 6
ভিনিগার: যদিও বেশিরভাগ টোনারে ভিনিগার উপস্থিত। তবে এটি কিন্তু ত্বকের ক্ষেত্রে ক্ষতিকর। ভিনিগারে উচ্চ pH এবং উচ্চ মাত্রার অ্যাসিড থাকে। তাই ভিনিগারের প্রয়োগ ত্বকে জ্বালা, সানবার্ন, কেমিক্যাল বার্ন কিংবা ক্ষত সৃষ্টি করতে পারে।

ভিনিগার: যদিও বেশিরভাগ টোনারে ভিনিগার উপস্থিত। তবে এটি কিন্তু ত্বকের ক্ষেত্রে ক্ষতিকর। ভিনিগারে উচ্চ pH এবং উচ্চ মাত্রার অ্যাসিড থাকে। তাই ভিনিগারের প্রয়োগ ত্বকে জ্বালা, সানবার্ন, কেমিক্যাল বার্ন কিংবা ক্ষত সৃষ্টি করতে পারে।

2 / 6
চিনি: এটি ঠোঁটের এক্সফোলিয়েটর হিসেবে দুর্দান্ত কার্যকর। তবে এর ধারালো প্রান্তগুলি, আপনার মুখের ত্বকের জন্য খুব একটা সুবিধাজনক নয়। বিশেষ করে সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে। মুখের ত্বকে চিনি সরাসরি ঘষলে ত্বকে ক্ষত সৃষ্টি হতে পারে। যার ফলে ত্বকে প্রদাহ, লালচে ভাব এমনকি জ্বালা পর্যন্ত হতে পারে।

চিনি: এটি ঠোঁটের এক্সফোলিয়েটর হিসেবে দুর্দান্ত কার্যকর। তবে এর ধারালো প্রান্তগুলি, আপনার মুখের ত্বকের জন্য খুব একটা সুবিধাজনক নয়। বিশেষ করে সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে। মুখের ত্বকে চিনি সরাসরি ঘষলে ত্বকে ক্ষত সৃষ্টি হতে পারে। যার ফলে ত্বকে প্রদাহ, লালচে ভাব এমনকি জ্বালা পর্যন্ত হতে পারে।

3 / 6
নুন: এটা ঠিক যে, সাদা নুন ত্বকের ছিদ্রগুলিকে পরিষ্কার করতে সাহায্য করে। তবে, লেবুর মতো সাদা নুনও সরাসরি মুখে প্রয়োগ করা উচিত নয়। নুন ত্বকের তেল উৎপাদনে বাধা দেয়, বিশেষত যাদের ত্বক শুষ্ক তাদের জন্য একেবারেই ভাল নয় এটা।

নুন: এটা ঠিক যে, সাদা নুন ত্বকের ছিদ্রগুলিকে পরিষ্কার করতে সাহায্য করে। তবে, লেবুর মতো সাদা নুনও সরাসরি মুখে প্রয়োগ করা উচিত নয়। নুন ত্বকের তেল উৎপাদনে বাধা দেয়, বিশেষত যাদের ত্বক শুষ্ক তাদের জন্য একেবারেই ভাল নয় এটা।

4 / 6
 মশলা: হলুদ অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-মাইক্রোবিয়ালের মতো বিভিন্ন গুণের অধিকারী। এটি ত্বকের ক্ষেত্রে অত্যন্ত উপকারি। তবে হলুদ ছাড়া অন্যান্য মশলা যেমন দারুচিনি, লবঙ্গ, লঙ্কার গুঁড়ো গরম মশলা, এগুলি কখনওই ত্বকে প্রয়োগ করা উচিত নয়। তাহলে ত্বকে জ্বালা, অ্যালার্জি, ব়্যাশ হতে পারে।

মশলা: হলুদ অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-মাইক্রোবিয়ালের মতো বিভিন্ন গুণের অধিকারী। এটি ত্বকের ক্ষেত্রে অত্যন্ত উপকারি। তবে হলুদ ছাড়া অন্যান্য মশলা যেমন দারুচিনি, লবঙ্গ, লঙ্কার গুঁড়ো গরম মশলা, এগুলি কখনওই ত্বকে প্রয়োগ করা উচিত নয়। তাহলে ত্বকে জ্বালা, অ্যালার্জি, ব়্যাশ হতে পারে।

5 / 6
বেকিং সোডা: রুপচর্চায় প্রায়ই বেকিং সোডার ব্যবহার লক্ষ্য করা যায়। বেকিং সোডা সাধারণত অনেকেই ব্রণ, ত্বকের কালচে দাগ এবং অন্যান্য দাগ দূর করতে ব্যবহার করে থাকে। তবে ত্বকে বেকিং সোডার সরাসরি প্রয়োগ কিন্তু একেবারেই নিরাপদ নয়। কারণ এতে বিভিন্ন যৌগ থাকে, যা ত্বকের ক্ষতি করতে পারে। এমনকি কেমিক্যাল বার্ন কিংবা স্কিন অ্যালার্জিও হতে পারে।

বেকিং সোডা: রুপচর্চায় প্রায়ই বেকিং সোডার ব্যবহার লক্ষ্য করা যায়। বেকিং সোডা সাধারণত অনেকেই ব্রণ, ত্বকের কালচে দাগ এবং অন্যান্য দাগ দূর করতে ব্যবহার করে থাকে। তবে ত্বকে বেকিং সোডার সরাসরি প্রয়োগ কিন্তু একেবারেই নিরাপদ নয়। কারণ এতে বিভিন্ন যৌগ থাকে, যা ত্বকের ক্ষতি করতে পারে। এমনকি কেমিক্যাল বার্ন কিংবা স্কিন অ্যালার্জিও হতে পারে।

6 / 6
Follow Us: