Wimbledon Girls’ Singles: সুইট সিক্সটিন লিভ হোবডেকে চেনেন?

লিভ হোবডে (Liv Hovde) নামটা শুনেছেন? এ বারের উইম্বলডন গার্লস সিঙ্গলসের চ্যাম্পিয়ন তিনি। ১৬ বছরের মার্কিন টেনিস প্লেয়ার হোবডে গত বছর জুনিয়র ব়্যাঙ্কিংয়ের ১৭৩ নম্বরে ছিলেন। সেখান থেকে এ বারের উইম্বলডন গার্লস সিঙ্গলসের চ্যাম্পিয়ন তিনি। স্বপ্নের ফর্মে রয়েছেন লিভ। উইম্বলডন-২০২২ এর গার্লস সিঙ্গলসের ফাইনালে হাঙ্গেরির লুকা উভার্ডিকে ৬-৩, ৬-৪ ব্যবধানে হারান লিভ।

| Edited By: | Updated on: Jul 11, 2022 | 7:00 AM
লিভ হোবডে (Liv Hovde) নামটা শুনেছেন? এ বারের উইম্বলডন গার্লস সিঙ্গলসের চ্যাম্পিয়ন তিনি। ১৬ বছরের মার্কিন টেনিস প্লেয়ার হোবডে গত বছর জুনিয়র ব়্যাঙ্কিংয়ের ১৭৩ নম্বরে ছিলেন। সেখান থেকে এ বারের উইম্বলডন গার্লস সিঙ্গলসের চ্যাম্পিয়ন তিনি। স্বপ্নের ফর্মে রয়েছেন লিভ। উইম্বলডন-২০২২ এর গার্লস সিঙ্গলসের ফাইনালে হাঙ্গেরির লুকা উভার্ডিকে ৬-৩, ৬-৪ ব্যবধানে হারান লিভ। (ছবি-লিভ হোভডে ইন্সটাগ্রাম)

লিভ হোবডে (Liv Hovde) নামটা শুনেছেন? এ বারের উইম্বলডন গার্লস সিঙ্গলসের চ্যাম্পিয়ন তিনি। ১৬ বছরের মার্কিন টেনিস প্লেয়ার হোবডে গত বছর জুনিয়র ব়্যাঙ্কিংয়ের ১৭৩ নম্বরে ছিলেন। সেখান থেকে এ বারের উইম্বলডন গার্লস সিঙ্গলসের চ্যাম্পিয়ন তিনি। স্বপ্নের ফর্মে রয়েছেন লিভ। উইম্বলডন-২০২২ এর গার্লস সিঙ্গলসের ফাইনালে হাঙ্গেরির লুকা উভার্ডিকে ৬-৩, ৬-৪ ব্যবধানে হারান লিভ। (ছবি-লিভ হোভডে ইন্সটাগ্রাম)

1 / 6
লিভ হোভডে ১১-১২ বছর বয়সে কেলারে অজি টেনিস তারকা ফিল ডেন্টের টেনিস অ্যাকাডেমিতে ট্রেনিং নেওয়া শুরু করেছিলেন। (ছবি-লিভ হোভডে ইন্সটাগ্রাম)

লিভ হোভডে ১১-১২ বছর বয়সে কেলারে অজি টেনিস তারকা ফিল ডেন্টের টেনিস অ্যাকাডেমিতে ট্রেনিং নেওয়া শুরু করেছিলেন। (ছবি-লিভ হোভডে ইন্সটাগ্রাম)

2 / 6
উইম্বলডন গার্লস সিঙ্গলসের চ্যাম্পিয়ন হওয়া ১৪তম মার্কিন টেনিস প্লেয়ার হলেন লিভ হোবডে। (ছবি-উইম্বলডন টুইটার)

উইম্বলডন গার্লস সিঙ্গলসের চ্যাম্পিয়ন হওয়া ১৪তম মার্কিন টেনিস প্লেয়ার হলেন লিভ হোবডে। (ছবি-উইম্বলডন টুইটার)

3 / 6
১৬ বছরের লিভের আগে মার্কিন টেনিস প্লেয়ার হিসেবে ২০১৭ সালে ক্লেয়ার লিউ শেষ বার উইম্বলডন গার্লস সিঙ্গলসের চ্যাম্পিয়ন হয়েছিলেন। (ছবি-লিভ হোভডে ইন্সটাগ্রাম)

১৬ বছরের লিভের আগে মার্কিন টেনিস প্লেয়ার হিসেবে ২০১৭ সালে ক্লেয়ার লিউ শেষ বার উইম্বলডন গার্লস সিঙ্গলসের চ্যাম্পিয়ন হয়েছিলেন। (ছবি-লিভ হোভডে ইন্সটাগ্রাম)

4 / 6
বর্তমানে কেরিয়ারের সব থেকে সেরা ব়্যাঙ্কিংয়ে রয়েছেন লিভ। জুনিয়র ব়্যাঙ্কিংয়ের চার নম্বরে রয়েছেন তিনি। (ছবি-লিভ হোভডে ইন্সটাগ্রাম)

বর্তমানে কেরিয়ারের সব থেকে সেরা ব়্যাঙ্কিংয়ে রয়েছেন লিভ। জুনিয়র ব়্যাঙ্কিংয়ের চার নম্বরে রয়েছেন তিনি। (ছবি-লিভ হোভডে ইন্সটাগ্রাম)

5 / 6
জুনিয়র ব়্যাঙ্কিংয়ের সেরা জায়গায় পৌঁছনোর পাশাপাশি মহিলাদের বিশ্ব ব়্যাঙ্কিংয়ে বর্তমানে তিনি রয়েছেন ১০০০ নম্বরে। (ছবি-লিভ হোভডে ইন্সটাগ্রাম)

জুনিয়র ব়্যাঙ্কিংয়ের সেরা জায়গায় পৌঁছনোর পাশাপাশি মহিলাদের বিশ্ব ব়্যাঙ্কিংয়ে বর্তমানে তিনি রয়েছেন ১০০০ নম্বরে। (ছবি-লিভ হোভডে ইন্সটাগ্রাম)

6 / 6
Follow Us: