Wimbledon Girls’ Singles: সুইট সিক্সটিন লিভ হোবডেকে চেনেন?
লিভ হোবডে (Liv Hovde) নামটা শুনেছেন? এ বারের উইম্বলডন গার্লস সিঙ্গলসের চ্যাম্পিয়ন তিনি। ১৬ বছরের মার্কিন টেনিস প্লেয়ার হোবডে গত বছর জুনিয়র ব়্যাঙ্কিংয়ের ১৭৩ নম্বরে ছিলেন। সেখান থেকে এ বারের উইম্বলডন গার্লস সিঙ্গলসের চ্যাম্পিয়ন তিনি। স্বপ্নের ফর্মে রয়েছেন লিভ। উইম্বলডন-২০২২ এর গার্লস সিঙ্গলসের ফাইনালে হাঙ্গেরির লুকা উভার্ডিকে ৬-৩, ৬-৪ ব্যবধানে হারান লিভ।
Most Read Stories