নীলগিরি মাউন্টেন রেলওয়ে - নীলগিরি পর্বতের রেলপথটি কিন্তু শুধু ভারতে নয়, এশিয়ার মধ্যে অন্যতম সবচেয়ে খাড়াই রেলপথ। তামিলনাড়ুর উটি ঘুরতে গেলেই চড়তে পারবেন এই ট্রয় ট্রেনে। ১৮৫৪ সালে প্রথম এই রেলপথ নির্মাণের প্রস্তাব পেশ করা হয়। কিন্তু পার্বত্য অঞ্চলের মধ্যে রেলপথ তৈরি করা সহজ কাজ ছিল না। অবশেষে ১৯০৮ সালে নির্মাণ কাজ শেষ হয়। ১৬টি টানেল, ২০০টির বেশি ব্রিজ পেরিয়ে পাহাড়ের বাঁক বেয়ে, কুয়াশার বুক চিরে এগিয়ে চলে ট্রেন। এই যাত্রা পথে মাত্র ৪৬ কিলোমিটার রাস্তা যেতে সময় লাগে প্রায় ৫ ঘণ্টা। অত্যন্ত খাড়াই পথ হওয়ায় সর্বাধিক ১০.৪ কিলোমিটার প্রতি ঘণ্টায় চলে এই ট্রেন। ২০০৫ সালে নীলগিরি মাউন্টেন রেলওয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পায়। কেবল বর্ষাকাল অর্থাৎ জুন-সেপ্টেম্বর বাদে সারা বছর এই পথ খোলা থাকে।