Bhringraj Oil: শীত আসার আগেই খুশকি ভোগাচ্ছে? এই তেলেই রয়েছে মুক্তির উপায়

Hair Care Tips: শীতকালে খুশকির সমস্যা খুব সাধারণ। কিন্তু ভৃঙ্গরাজ তেল ব্যবহার করলে এই সমস্যা আপনার ধারে কাছে ঘেঁষবে না। আয়ুর্বেদের মতে, ভৃঙ্গরাজ তেল ব্যবহার করলে আর কোনও হেয়ার অয়েলের প্রয়োজন নেই। ভৃঙ্গরাজ তেল ব্যবহার করলে চুলের বৃদ্ধি ঘটে। পাশাপাশি চুল পড়ার সমস্যা কমায় ভৃঙ্গরাজ তেল।

| Edited By: | Updated on: Nov 22, 2023 | 3:59 PM
কোন তেল ব্যবহার করলে চুলের সমস্যা কমবে, এ নিয়ে দ্ব‌ন্ধ থাকে। নারকেল তেল থেকে শুরু করে কালো জিরে, জবা ফুল দিয়ে তৈরি তেলও ব্যবহার করেন চুলকে মজবুত রাখতে। কিন্তু আয়ুর্বেদের মতে, ভৃঙ্গরাজ তেল ব্যবহার করলে আর কোনও হেয়ার অয়েলের প্রয়োজন নেই। 

কোন তেল ব্যবহার করলে চুলের সমস্যা কমবে, এ নিয়ে দ্ব‌ন্ধ থাকে। নারকেল তেল থেকে শুরু করে কালো জিরে, জবা ফুল দিয়ে তৈরি তেলও ব্যবহার করেন চুলকে মজবুত রাখতে। কিন্তু আয়ুর্বেদের মতে, ভৃঙ্গরাজ তেল ব্যবহার করলে আর কোনও হেয়ার অয়েলের প্রয়োজন নেই। 

1 / 8
ভৃঙ্গরাজ তেল ব্যবহার করলে চুলের বৃদ্ধি ঘটে। পাশাপাশি চুল পড়ার সমস্যা কমায় ভৃঙ্গরাজ তেল। এই তেল স্ক্যাল্পে মালিশ করলে রক্ত সঞ্চালন উন্নত হয়, চুলের ফলিকল পুষ্টি পায় এবং চুলের স্বাস্থ্য উন্নত হয়। 

ভৃঙ্গরাজ তেল ব্যবহার করলে চুলের বৃদ্ধি ঘটে। পাশাপাশি চুল পড়ার সমস্যা কমায় ভৃঙ্গরাজ তেল। এই তেল স্ক্যাল্পে মালিশ করলে রক্ত সঞ্চালন উন্নত হয়, চুলের ফলিকল পুষ্টি পায় এবং চুলের স্বাস্থ্য উন্নত হয়। 

2 / 8
অল্প বয়সেই চুলে পাক ধরেছে? এই সমস্যা থেকে মুক্তি পেতে ভৃঙ্গরাজ তেলের সাহায্য নিতে পারেন। ভৃঙ্গরাজ তেল চুলে মেলানিনের উৎপাদন বাড়ায় এবং চুলের রঙ কালোই রাখে। ভৃঙ্গরাজ তেল মালিশ করলে চুলের গোড়াও কালো থাকে।

অল্প বয়সেই চুলে পাক ধরেছে? এই সমস্যা থেকে মুক্তি পেতে ভৃঙ্গরাজ তেলের সাহায্য নিতে পারেন। ভৃঙ্গরাজ তেল চুলে মেলানিনের উৎপাদন বাড়ায় এবং চুলের রঙ কালোই রাখে। ভৃঙ্গরাজ তেল মালিশ করলে চুলের গোড়াও কালো থাকে।

3 / 8
শীতকালে খুশকির সমস্যা খুব সাধারণ। কিন্তু ভৃঙ্গরাজ তেল ব্যবহার করলে এই সমস্যা আপনার ধারে কাছে ঘেঁষবে না। ভৃঙ্গরাজ তেলে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। এটি স্ক্যাল্পকে খুশকির মতো সংক্রমণের হাত থেকে রক্ষা করে।

শীতকালে খুশকির সমস্যা খুব সাধারণ। কিন্তু ভৃঙ্গরাজ তেল ব্যবহার করলে এই সমস্যা আপনার ধারে কাছে ঘেঁষবে না। ভৃঙ্গরাজ তেলে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। এটি স্ক্যাল্পকে খুশকির মতো সংক্রমণের হাত থেকে রক্ষা করে।

4 / 8
নিয়মিত মাথায় ভৃঙ্গরাজ তেল মাখলে চুলের টেক্সচার উন্নত হয়। এই তেল চুলকে নরম ও উজ্জ্বল করে তোলে। পাশাপাশি শীতকালে ফ্রিজি হেয়ারের সমস্যা কমিয়ে দেয় ভৃঙ্গরাজ তেল।

নিয়মিত মাথায় ভৃঙ্গরাজ তেল মাখলে চুলের টেক্সচার উন্নত হয়। এই তেল চুলকে নরম ও উজ্জ্বল করে তোলে। পাশাপাশি শীতকালে ফ্রিজি হেয়ারের সমস্যা কমিয়ে দেয় ভৃঙ্গরাজ তেল।

5 / 8
ভৃঙ্গরাজ তেল ব্যবহারের ফলে আপনি চুলের ক্ষয় প্রতিরোধ করতে পারবেন। চুলের শুষ্কভাব প্রতিরোধ দুর্দান্ত কাজ করে ভৃঙ্গরাজ তেল। এই তেল ব্যবহারের করলে আপনি পেয়ে যাবেন ঘন, মজবুত ও সুন্দর চুল।

ভৃঙ্গরাজ তেল ব্যবহারের ফলে আপনি চুলের ক্ষয় প্রতিরোধ করতে পারবেন। চুলের শুষ্কভাব প্রতিরোধ দুর্দান্ত কাজ করে ভৃঙ্গরাজ তেল। এই তেল ব্যবহারের করলে আপনি পেয়ে যাবেন ঘন, মজবুত ও সুন্দর চুল।

6 / 8
ভৃঙ্গরাজ তেল স্ক্যাল্প ও চুলে প্রয়োগ করার আগে অল্প গরম করে নিন। তারপর তেল স্ক্যাল্পে ও চুলে লাগিয়ে ভাল করে মালিশ করুন। শ্যাম্পু করার ৩০ মিনিট আগে এই কাজটি করতে পারেন। কিংবা আগের দিন রাতেও চুলে ভৃঙ্গরাজ তেল মেখে নিতে পারেন। পরদিন সকালে শ্যাম্পু করে নিলেই মনের মতো চুল পেয়ে যাবেন।

ভৃঙ্গরাজ তেল স্ক্যাল্প ও চুলে প্রয়োগ করার আগে অল্প গরম করে নিন। তারপর তেল স্ক্যাল্পে ও চুলে লাগিয়ে ভাল করে মালিশ করুন। শ্যাম্পু করার ৩০ মিনিট আগে এই কাজটি করতে পারেন। কিংবা আগের দিন রাতেও চুলে ভৃঙ্গরাজ তেল মেখে নিতে পারেন। পরদিন সকালে শ্যাম্পু করে নিলেই মনের মতো চুল পেয়ে যাবেন।

7 / 8
প্রতিদিন চুলে তেল মাখা সম্ভব নয়। কিন্তু চুলের যত্ন নিতে গেলে নিয়মিত তেল মাখতেই হবে। তাই চেষ্টা করুন সপ্তাহে দু' থেকে তিনবার ভৃঙ্গরাজ তেল ব্যবহার করার। 

প্রতিদিন চুলে তেল মাখা সম্ভব নয়। কিন্তু চুলের যত্ন নিতে গেলে নিয়মিত তেল মাখতেই হবে। তাই চেষ্টা করুন সপ্তাহে দু' থেকে তিনবার ভৃঙ্গরাজ তেল ব্যবহার করার। 

8 / 8
Follow Us: