Skin Care Treatment: ঋতু বদলের সময় ত্বককে উজ্জ্বল রাখতে এই একটি উপাদানই ম্যাজিকের মতো কাজ করে
Glycolic acid: শীত চলে গিয়েছে ভেবে অনেকেই এই সময়ে ত্বকের অবহেলা করেন। কিন্তু, এখনও ত্বকে টান ধরছে। ত্বককে ডিহাইড্রেশন থেকে রক্ষা করতে এবং অকাল বার্ধক্য আটকাতে ম্যাজিকের মতো কাজ করে গ্লাইকোলিক অ্যাসিড। বিশেষজ্ঞদের মতে, ত্বকের কোষগুলি পুনরুজ্জীবিত করতে এবং উজ্জ্বলতা ফেরাতে বিশেষ কার্যকরী গ্লাইকোলিক অ্যাসিড।
Most Read Stories