Monsoon Hair Care: বর্ষায় গোছা গোছা চুল উঠছে? এই তেল টানা ৭ দিন লাগালেই হবে ম্যাজিক সমাধান

Hair Growth Oil: বর্ষাকালে চুল পড়ে যাওয়ার সমস্যা সকলেরই হয়। চুলে তেল দিলে চুল চিটচিটে করবে এই ভয়ে অনেকে তেল দিতে চান না। তবে বর্ষায় চুলে তেল দেওয়া খুই প্রয়োজন

| Edited By: | Updated on: Aug 09, 2023 | 9:45 AM
বর্ষাকালে চুল ঝরে যাওয়া, চুল চিটচিট করার সমস্যা সকলেরই হয়। খামখেয়ালি এই আবহাওয়াতে চুলের সমস্যা বাড়ছে। তাই বাড়িতে বানানো এই তেল দিয়ে সপ্তাহে অন্তত দুবার মালিশ করে নিন।

বর্ষাকালে চুল ঝরে যাওয়া, চুল চিটচিট করার সমস্যা সকলেরই হয়। খামখেয়ালি এই আবহাওয়াতে চুলের সমস্যা বাড়ছে। তাই বাড়িতে বানানো এই তেল দিয়ে সপ্তাহে অন্তত দুবার মালিশ করে নিন।

1 / 8
কারিপাতা অন্তত ৫০ টা নেবেন। সঙ্গে ভৃঙ্গরাজ পাতা একটু নিতে পারলে ভাল। একটা বাটিতে ১ চামচ মেথিদানা, ১ চামচ কালোজিরে, আমলকী পাউডার এক চামচ, কাঁচা আমলকী থাকলেও চলবে।

কারিপাতা অন্তত ৫০ টা নেবেন। সঙ্গে ভৃঙ্গরাজ পাতা একটু নিতে পারলে ভাল। একটা বাটিতে ১ চামচ মেথিদানা, ১ চামচ কালোজিরে, আমলকী পাউডার এক চামচ, কাঁচা আমলকী থাকলেও চলবে।

2 / 8
এবার এই পুরো মিশ্রণটায় হাফ কাপ নারকেল তেল ভাল করে মিশিয়ে দিন।

এবার এই পুরো মিশ্রণটায় হাফ কাপ নারকেল তেল ভাল করে মিশিয়ে দিন।

3 / 8
এবার এই তেল খুব ভাল করে ফুটিয়ে নিতে হবে। পাতা যাতে কালো না হয় সেদিকে খেয়াল রাখুন। নাড়তে নাড়তে ভাল ফেনা হলে গ্যাস বন্ধ করে দিন। এই তেল ছাঁকার কোনও প্রয়োজন নেই।

এবার এই তেল খুব ভাল করে ফুটিয়ে নিতে হবে। পাতা যাতে কালো না হয় সেদিকে খেয়াল রাখুন। নাড়তে নাড়তে ভাল ফেনা হলে গ্যাস বন্ধ করে দিন। এই তেল ছাঁকার কোনও প্রয়োজন নেই।

4 / 8
এবার সব উপাদান একটা কাঁচের কৌটোতে ঠান্ডা করে ঢেলে দিন। ওই তেলের মধ্যে রোজমেরি অয়েল মেশান। যা নতুন চুল গজাতে সাহায্য করে।

এবার সব উপাদান একটা কাঁচের কৌটোতে ঠান্ডা করে ঢেলে দিন। ওই তেলের মধ্যে রোজমেরি অয়েল মেশান। যা নতুন চুল গজাতে সাহায্য করে।

5 / 8
এই তেলের একটা সুন্দর গন্ধ রয়েছে, ফলে এই তেল দিয়ে মালিশ করলে মাথা ব্যথার সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায়। এবার তা ঢাকা দিয়ে রেখে দিন।

এই তেলের একটা সুন্দর গন্ধ রয়েছে, ফলে এই তেল দিয়ে মালিশ করলে মাথা ব্যথার সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায়। এবার তা ঢাকা দিয়ে রেখে দিন।

6 / 8
সপ্তাহে অন্তত দুদিন এই তেল মাথায় ভাল করে মালিশ করে শ্যাম্পু করে নিন। তেল লাগিয়ে ১ ঘন্টা রেখে দিতে হবে।

সপ্তাহে অন্তত দুদিন এই তেল মাথায় ভাল করে মালিশ করে শ্যাম্পু করে নিন। তেল লাগিয়ে ১ ঘন্টা রেখে দিতে হবে।

7 / 8
এই তেল রোজ একবার করে রোদে দিন আর এর মধ্যে নারকেল তেল মেশাতে থাকুন। এতে তেল শেষ হবে না সেই সঙ্গে বাকি উপকরণও তেলের মধ্যে মিশতে পারবে।

এই তেল রোজ একবার করে রোদে দিন আর এর মধ্যে নারকেল তেল মেশাতে থাকুন। এতে তেল শেষ হবে না সেই সঙ্গে বাকি উপকরণও তেলের মধ্যে মিশতে পারবে।

8 / 8
Follow Us: