প্রত্য়েকদিনের বাসন মাজার জন্য বেশিরভাগ মানুষই ভরসা করেন বাজার চলতি সাবান বা লিকুইড সাবানের উপর। এই সাবানের এক নয়, একাধিক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে।
বাসন মাজার সাবানে প্যারাফিন ও সালফেট থাকে, যা ক্যানসারের ঝুঁকি বাড়ায়। তাই সুস্থ থাকতে বদলে ফেলুন বাসন মাজার উপায়। সাবানের পরিবর্তে কী ব্যবহার করবেন জেনে নিন...
বেকিং সোডাতে যেকোনও ধরনের দাগ-ছোপ দূর হয়। বাসন পরিস্কার করার ক্ষেত্রেও এর জুড়ি মেলা ভার। এতে বাসন দুর্দান্ত পরিস্কার হয়। একটা স্পঞ্জের মধ্যে খানিকটা বেকিং সোডা নিয়ে জল দিয়ে ভিজিয়ে নিন। এবার ওই স্পঞ্জ দিয়ে ভাল করে বাসনপত্র মেজে নিন। সবশেষে গরম জল দিয়ে ধুয়ে নিন। ফলাফল ধরা পড়বে নিজের চোখেই।
সাবান বাজারে আসার আগে মধ্য়বিত্ত বাড়িতে বাসান মাজার জন্য ছাই ছিল একমাত্র উপায়। এতে কোনও কেমিক্যাল না থাকায় এটি ভীষণই স্বাস্থকর। এতে বাসন পরিস্কার তো হয়ই, সেই সঙ্গে বাসনে খাবারের গন্ধও থাকে না একটুও।
বাসন মাজার ক্ষেত্রে আপনি চাল ধোয়া জলও ব্য়বহার করতে পারে। এতে স্টার্চ ও সাইট্রিক অ্য়াসিড রয়েছে। এঁটো বাসন চাল ধোয়া জলে ভিজিয়ে রাখুন। এতে বাসন পরিস্কার হয় ও বাসনে কোনও গন্ধ থাকে না।
ভিনিগার এক কাপ জলে পাঁচ থেকে ছয় চামচ ভিনিগার মিশিয়ে নিন। এবার এই মিশ্রন বাসনে ছিটিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। ঝকঝক করবে বাসন।
লেবুতেও বাসন ভাল পরিস্কার হয়। লেবু ও বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে ঘসে মেজে নিন বাসন। এতে বাসন দারুণ পরিস্কার হয়।
আরেকটি উপায়ও রয়েছে। জলের মধ্য়ে নুন ও লেবু মিশিয়ে পরিস্কার করে নিতে পারেন বাসনপত্র।