Daab Chingri Recipe: বৈশাখী উদযাপনে রেস্তোরাঁর স্টাইলে ডাব ডিংড়ি বানান বাড়িতেই তাও আবার প্রেশার কুকারে

Recipe: দেখতে সুন্দর, খেতে ভাল আর বানানোও সহজ। রইল সহজ পদ্ধতি

| Edited By: | Updated on: Apr 15, 2023 | 8:34 AM
আজ পয়লা, বাঙালি ক্যালেন্ডারে শুরু নতুন বছরের। সকাল থেকেই বিভিন্ন মন্দিরে মানুষের লম্বা লাইন। মায়ের কাছে পুজো দিয়েই নতুন বছর উদযাপন করতে চান সকলে।

আজ পয়লা, বাঙালি ক্যালেন্ডারে শুরু নতুন বছরের। সকাল থেকেই বিভিন্ন মন্দিরে মানুষের লম্বা লাইন। মায়ের কাছে পুজো দিয়েই নতুন বছর উদযাপন করতে চান সকলে।

1 / 8
একে ছুটির দিন তার উপর নতুন বছর। আর তাই উদযাপনও জমাটি। যতই বাইরে তাপপ্রবাহ ডলুক না কেন আজকের সকাল শুরু হবে সেই কচুরি, আলুর তরকারি আর জিলিপি দিয়েই।

একে ছুটির দিন তার উপর নতুন বছর। আর তাই উদযাপনও জমাটি। যতই বাইরে তাপপ্রবাহ ডলুক না কেন আজকের সকাল শুরু হবে সেই কচুরি, আলুর তরকারি আর জিলিপি দিয়েই।

2 / 8
বেলা গড়ালেই হেঁশেল থেকে ভেসে আসবে পাঁঠার সুঘ্রাণ। দুপুরের মেনুতে আজ পাবদা, চিতল, ইলিশ, চিংড়ি, মাটন, আম দিয়ে টক ডাল এসব থাকবেই। সঙ্গে সাদা ভাত কিংবা পোলাও

বেলা গড়ালেই হেঁশেল থেকে ভেসে আসবে পাঁঠার সুঘ্রাণ। দুপুরের মেনুতে আজ পাবদা, চিতল, ইলিশ, চিংড়ি, মাটন, আম দিয়ে টক ডাল এসব থাকবেই। সঙ্গে সাদা ভাত কিংবা পোলাও

3 / 8
রেস্তোরাঁ গুলোও সেজে উঠেছে নববর্ষের সাজে আর নতুন স্পেশ্যাল মেনুতে। আমপোড়ার শরবত, গন্ধরাজ ঘোল থেকে শুরু করে কী নেই তাতে। তবে হাওয়া এফিসের সতর্কবার্তা মেনে অনেকেই আজ বাড়ির বাইরে বেরোচ্ছেন না।

রেস্তোরাঁ গুলোও সেজে উঠেছে নববর্ষের সাজে আর নতুন স্পেশ্যাল মেনুতে। আমপোড়ার শরবত, গন্ধরাজ ঘোল থেকে শুরু করে কী নেই তাতে। তবে হাওয়া এফিসের সতর্কবার্তা মেনে অনেকেই আজ বাড়ির বাইরে বেরোচ্ছেন না।

4 / 8
সেক্ষেত্রে বাড়িতেই বানিয়ে নিতে পারেন বাঙালির ক্লাসিক ডাব চিংড়ি। শাঁস আছে আর মিষ্টি জল আছে এমন দেখে একটা বড়,মাপের ডাব কিনে আনুন বাজার থেকে।

সেক্ষেত্রে বাড়িতেই বানিয়ে নিতে পারেন বাঙালির ক্লাসিক ডাব চিংড়ি। শাঁস আছে আর মিষ্টি জল আছে এমন দেখে একটা বড়,মাপের ডাব কিনে আনুন বাজার থেকে।

5 / 8
ডাবের জল আলাদা বের করে রাখুন। শাঁস কুরিয়ে নিন। চিংড়ি মাছ ভাল করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখুন। সরষে, পোস্ত, কাঁচালঙ্কা একসঙ্গে বেটে নিন। এবার কড়াইতে সরষের তেল দিয়ে মাছ হালকা করে ভেজে নিন।

ডাবের জল আলাদা বের করে রাখুন। শাঁস কুরিয়ে নিন। চিংড়ি মাছ ভাল করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখুন। সরষে, পোস্ত, কাঁচালঙ্কা একসঙ্গে বেটে নিন। এবার কড়াইতে সরষের তেল দিয়ে মাছ হালকা করে ভেজে নিন।

6 / 8
ডাবের শাঁস বাটা, পোস্তের পেস্ট, নুন, কাঁচালঙ্কা, সরষের তেল, ডাবের জল আর অল্প চিনি দিয়ে মাছ ম্যারিনেট করে রাখুন ১ ঘন্টা।

ডাবের শাঁস বাটা, পোস্তের পেস্ট, নুন, কাঁচালঙ্কা, সরষের তেল, ডাবের জল আর অল্প চিনি দিয়ে মাছ ম্যারিনেট করে রাখুন ১ ঘন্টা।

7 / 8
ডাবের মুখে তেল মাখিয়ে তাতে ম্যারিনেট করা চিংড়ি দিয়ে উপর থেকে এক চামচ সরষের তেল ঢেলে দিন, কাঁচালঙ্কা চিরে দিন। এবার ডাবের মুখ অ্যালুমিনিয়াম ফয়েলে ভাল করে মুড়ে নিন।  এবার প্রেসার কুকারে অল্প জল দিয়ে ডাব বসিয়ে দিন। দুটো হুইশেল পড়লেই তৈরি ডাব চিংড়ি।

ডাবের মুখে তেল মাখিয়ে তাতে ম্যারিনেট করা চিংড়ি দিয়ে উপর থেকে এক চামচ সরষের তেল ঢেলে দিন, কাঁচালঙ্কা চিরে দিন। এবার ডাবের মুখ অ্যালুমিনিয়াম ফয়েলে ভাল করে মুড়ে নিন। এবার প্রেসার কুকারে অল্প জল দিয়ে ডাব বসিয়ে দিন। দুটো হুইশেল পড়লেই তৈরি ডাব চিংড়ি।

8 / 8
Follow Us: