গরমে সবারই হাল বেহাল। খেতে ইচ্ছে করছে না, রাতে ঠিক করে ঘুম হচ্ছে না সেই সঙ্গে রান্নাঘরেও মোটে ঢুকতে ইচ্ছে করছে না। কাজের প্রয়োজনে যাঁরা রোদ বাড়ির বাইরে বেরোচ্ছেন তাঁরাও একেবারে ঘেমে নেয়ে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছেন।
একদিকে রোদ-গরম অন্যদিকে এই রোদ থেকে সরাসরি এসিতে ঢুকলে খানিক স্বস্তি হয় ঠিকই। কিন্তু এক্ষেত্রে উপকারের থেকে অপকার বেশি। এসির ছান্ডায় খুব দ্রুত সর্দি, কাশি বুকে বলে যায়। কিছুতেই তা আর সারতে চায় না।
গরম থেকে সরাসরি বাড়ি ফিরে এখন অধিকাংশই সোজা ছোটেন স্নানঘরে। সেখানে ভাল করে মুখ ধুয়ে গায়ে সাবান মেখে স্নান করলে তবেই শান্তি। এই ভাবে মুখের ময়লা তো পরিষ্কার হল কিন্তু চুলের কি হবে?
গরমে ধুলো-বালি আর দূষণে চুলের দফারফা হয়ে যায়। যাঁদের চুলে কোনও ট্রিটমেন্ট করানো আছে তা রং করা আছে তাঁদের ক্ষেত্রে এই সমস্যাটা আরও অনেক বেশি।
সারাদিনের ধুলো, বালি তে সবচেয়ে বেশি ময়লা জমে স্ক্যাল্পে। এছাড়াও ঘাম বসে চুলের গোড়ায়। চুল ভাল রাখার জন্য স্ক্যাল্পের যত্ন আগে নিতে হবে।
এক্ষেত্রে কিন্তু কাজে লাগানো যায় মুলতানি মাটি। অবাক হচ্ছেন শুনে? স্ক্যাল্পের সুস্বাস্থ্য বজায় রাখতে দারুণ কাজ করে এই মুলতানি মাটি।
মুলতানি মাটি, ডিমের সাদা অংশ আর অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে চুলে লাগান। এতে চুল খুব ভাল পরিষ্কার হয় আর চুল নরম থাকে।
প্রাকৃতিক ভাবে জেল্লা বজায় রাখতেও কাজে আসে মুলতানি মাটি। এই মাটির সঙ্গে জবাফুল, নারকেল তেল, মেথি বাটা একসঙ্গে মিশিয়ে নিন। এবার তা প্যাক হিসেবে চুলে লাগিয়ে রেখে ৩০ মিনিট রাখুন। এরপর শ্যাম্পু করে নিন।