Onion For Hair: চুল পড়া রোধ হবে ও নতুন চুল গজাবেই, শুধু এভাবে ব্যবহার করুন পেঁয়াজ

Hair Care: পেঁয়াজের রস, ল্যাভেন্ডার অয়েল ও লেবুর রস চুলের হাজার সমস্যার সমাধান করতে সক্ষম। এক্ষেত্রে ৩ চাচ পেঁয়াজের রসের সঙ্গে এক চামচ ল্যাভেন্ডার অয়েল ও লেবুর রস মিশিয়ে মাখুন। ফলাফল নিজের চোখেই ধরা পড়বে।

| Edited By: | Updated on: Jul 01, 2023 | 4:56 PM
 চুল পড়ার সমস্যা নতুন নয়। তবে যেটা নতুন সেটা হল যতদিন যাচ্ছে এই সমস্যা প্রবল আকার ধারণ করছে।

চুল পড়ার সমস্যা নতুন নয়। তবে যেটা নতুন সেটা হল যতদিন যাচ্ছে এই সমস্যা প্রবল আকার ধারণ করছে।

1 / 8
মাথায় যেটুকু চুল অবশিষ্ট রয়েছে তা রক্ষা করবেন কী করে, তা ভেবে অনেকেরই কপালে ভাঁজ। জানেন কি চুলের জন্য পেঁয়াজ ভীষণ উপকারি?

মাথায় যেটুকু চুল অবশিষ্ট রয়েছে তা রক্ষা করবেন কী করে, তা ভেবে অনেকেরই কপালে ভাঁজ। জানেন কি চুলের জন্য পেঁয়াজ ভীষণ উপকারি?

2 / 8
পেঁয়াজে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সি ও বি-৬। এছাড়াও এতে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট রয়েছে।

পেঁয়াজে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সি ও বি-৬। এছাড়াও এতে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট রয়েছে।

3 / 8
 যা চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে। এছাড়াও চুলের অকালপক্কতা কমায়। খুশকির সমস্যা কমায় ও চুলের ঘনত্ব বাড়ায়।

যা চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে। এছাড়াও চুলের অকালপক্কতা কমায়। খুশকির সমস্যা কমায় ও চুলের ঘনত্ব বাড়ায়।

4 / 8
 অ্যালোভেরার সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে মাখলে দারুণ উপকার পাবেন। এতে চুলের রুক্ষতা কমবে ও চুল পড়ার সমস্যা অনেকটাই কমে।

অ্যালোভেরার সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে মাখলে দারুণ উপকার পাবেন। এতে চুলের রুক্ষতা কমবে ও চুল পড়ার সমস্যা অনেকটাই কমে।

5 / 8
লেবু খুশকির সমস্যা দূর করতে ভীষণ কার্যকরী। এর সঙ্গে পেঁয়াজের রস মেশালে আরও ভাল ফল পাবেন। এই মিশ্রণ চুলে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

লেবু খুশকির সমস্যা দূর করতে ভীষণ কার্যকরী। এর সঙ্গে পেঁয়াজের রস মেশালে আরও ভাল ফল পাবেন। এই মিশ্রণ চুলে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

6 / 8
এছাড়া পেঁয়াজের রস ও টক-দই মিশিয়ে মাখলেও উপকার পাবেন। একটা বাটিতে ৪ চামচ টক-দই নিন। তাতে ২ চামচ পেঁয়াজের রস মিশিয়ে নিয়ে চুলে লাগান। সপ্তাহে ১-২ দিন ব্য়বহার করলেই হবে।

এছাড়া পেঁয়াজের রস ও টক-দই মিশিয়ে মাখলেও উপকার পাবেন। একটা বাটিতে ৪ চামচ টক-দই নিন। তাতে ২ চামচ পেঁয়াজের রস মিশিয়ে নিয়ে চুলে লাগান। সপ্তাহে ১-২ দিন ব্য়বহার করলেই হবে।

7 / 8
পেঁয়াজের রস, ল্যাভেন্ডার অয়েল ও লেবুর রস চুলের হাজার সমস্যার সমাধান করতে সক্ষম। এক্ষেত্রে ৩ চাচ পেঁয়াজের রসের সঙ্গে এক চামচ ল্যাভেন্ডার অয়েল ও লেবুর রস মিশিয়ে মাখুন। ফলাফল নিজের চোখেই ধরা পড়বে।

পেঁয়াজের রস, ল্যাভেন্ডার অয়েল ও লেবুর রস চুলের হাজার সমস্যার সমাধান করতে সক্ষম। এক্ষেত্রে ৩ চাচ পেঁয়াজের রসের সঙ্গে এক চামচ ল্যাভেন্ডার অয়েল ও লেবুর রস মিশিয়ে মাখুন। ফলাফল নিজের চোখেই ধরা পড়বে।

8 / 8
Follow Us:
১১ দিকে ৩৭ শতাংশ পড়ল আপনার বাড়ির ফ্রিজের কোম্পানির শেয়ারের দাম!
১১ দিকে ৩৭ শতাংশ পড়ল আপনার বাড়ির ফ্রিজের কোম্পানির শেয়ারের দাম!
২০২৪-এ অ্যাক্টিভ স্মলক্যাপ ফান্ডে বিনিয়োগ হয়েছে ৩৫ হাজার কোটি!
২০২৪-এ অ্যাক্টিভ স্মলক্যাপ ফান্ডে বিনিয়োগ হয়েছে ৩৫ হাজার কোটি!
'বাংলাদেশে ব্যবসার পরিবেশের উন্নতি হয়নি', বাড়ছে না নতুন বিনিয়োগও!
'বাংলাদেশে ব্যবসার পরিবেশের উন্নতি হয়নি', বাড়ছে না নতুন বিনিয়োগও!
ট্রাম্পের ‘শুল্ক যুদ্ধ’ থেকে RBI-এর নীতি, কেন পড়ছে ভারতের বাজার?
ট্রাম্পের ‘শুল্ক যুদ্ধ’ থেকে RBI-এর নীতি, কেন পড়ছে ভারতের বাজার?
পতনের মধ্যেও ভাল খবর, ৫২ সপ্তাহের সর্বোচ্চ দাম ছুঁল কোটাক ব্যাঙ্ক!
পতনের মধ্যেও ভাল খবর, ৫২ সপ্তাহের সর্বোচ্চ দাম ছুঁল কোটাক ব্যাঙ্ক!
মহাকুম্ভে তাল কাটল মৌনী অমাবস্যার দিন! কীভাবে ছড়িয়ে পড়ল আতঙ্ক?
মহাকুম্ভে তাল কাটল মৌনী অমাবস্যার দিন! কীভাবে ছড়িয়ে পড়ল আতঙ্ক?
বাজারে পতন অব্যহত, তার মধ্যেও আশার আলো দেখাচ্ছে যে সব সংস্থা...
বাজারে পতন অব্যহত, তার মধ্যেও আশার আলো দেখাচ্ছে যে সব সংস্থা...
রেপো রেট কমেছে, কত কমবে স্বপ্নের আইফোনের দাম?
রেপো রেট কমেছে, কত কমবে স্বপ্নের আইফোনের দাম?
লাভ বেড়েছে ৬৭ শতাংশ, তারপরই আপার সার্কিট হিট করল এই সংস্থা...
লাভ বেড়েছে ৬৭ শতাংশ, তারপরই আপার সার্কিট হিট করল এই সংস্থা...
প্রায় ১৩০০ কোটির শেয়ার বিক্রি হল আইটিসি হোটেলসের
প্রায় ১৩০০ কোটির শেয়ার বিক্রি হল আইটিসি হোটেলসের