Premier League: রুদ্ধশ্বাস ম্যাচে অবিশ্বাস্য কামব্যাক করে ইপিএল চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি

ইতিহাদ স্টেডিয়ামে রবিরাতে অ্যাস্টন ভিলাকে (Aston Villa) ৩-২ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ (Premier League) চ্যাম্পিয়ন হল পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। ২ গোলে পিছিয়ে থেকেও শেষ বেলায় অবিশ্বাস্য কামব্যাক করে লিভারপুলের মুখের সামনে থেকে প্রিমিয়ার লিগ ট্রফি ছিনিয়ে নিয়ে গেলেন গুয়ার্দিওলার ছেলেরা। এই নিয়ে পাঁচ বছরে টানা চার বার ইপিএল খেতাব ঘরের তুলল ম্যান সিটি।

| Edited By: | Updated on: May 23, 2022 | 9:19 AM
ম্যাচের ৩৭ মিনিটের মাথায় ম্যাটি ক্যাশের (Matty Cash) গোলে এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। (ছবি-অ্যাস্টন ভিলা)

ম্যাচের ৩৭ মিনিটের মাথায় ম্যাটি ক্যাশের (Matty Cash) গোলে এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। (ছবি-অ্যাস্টন ভিলা)

1 / 6
দ্বিতীয়ার্ধে, ৬৯ মিনিটে ফিলিপ কুটিনহোর (Philippe Coutinho) গোলে ফের এগিয়ে যায় ভিলা।

দ্বিতীয়ার্ধে, ৬৯ মিনিটে ফিলিপ কুটিনহোর (Philippe Coutinho) গোলে ফের এগিয়ে যায় ভিলা।

2 / 6
 ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ বেলায় ৩ গোল দিয়ে বাজিমাত করে পেপ গুয়ার্দিওলার ছেলেরা।

২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ বেলায় ৩ গোল দিয়ে বাজিমাত করে পেপ গুয়ার্দিওলার ছেলেরা।

3 / 6
সিটির খেতাব জয়ের দিন জোড়া গোল করেন ইল্কে গুন্দোগান (Ilkay Gundogan)। ৭৬ মিনিটে রহিম স্টার্লিংয়ের পাস থেকে প্রথম গোল গুন্দোগানের। ও ৮১ মিনিটে কেভিন ডি ব্রুইনের সহায়তায় দ্বিতীয় গোল গুন্দোগানের।

সিটির খেতাব জয়ের দিন জোড়া গোল করেন ইল্কে গুন্দোগান (Ilkay Gundogan)। ৭৬ মিনিটে রহিম স্টার্লিংয়ের পাস থেকে প্রথম গোল গুন্দোগানের। ও ৮১ মিনিটে কেভিন ডি ব্রুইনের সহায়তায় দ্বিতীয় গোল গুন্দোগানের।

4 / 6
৭৮ মিনিটের মাথায় জিনচেনকোর পাস থেকে গোল করে দলকে সমতায় ফিরিয়েছিলেন রদ্রি।

৭৮ মিনিটের মাথায় জিনচেনকোর পাস থেকে গোল করে দলকে সমতায় ফিরিয়েছিলেন রদ্রি।

5 / 6
 ভিলাকে ৩-২ গোলে হারিয়ে এই মরসুমের ইপিএল খেতাব ঘরের তুলল ম্যান সিটি। খেতাব জয়ের অপর প্রবল দাবিদার লিভারপুল তাদের শেষ ম্যাচে জিতেও চ্যাম্পিয়ন হতে পারল না। সালাহরা দুই নম্বরে থেকে ৯২ পয়েন্ট নিয়ে এ বারের ইপিএল শেষ করল।

ভিলাকে ৩-২ গোলে হারিয়ে এই মরসুমের ইপিএল খেতাব ঘরের তুলল ম্যান সিটি। খেতাব জয়ের অপর প্রবল দাবিদার লিভারপুল তাদের শেষ ম্যাচে জিতেও চ্যাম্পিয়ন হতে পারল না। সালাহরা দুই নম্বরে থেকে ৯২ পয়েন্ট নিয়ে এ বারের ইপিএল শেষ করল।

6 / 6
Follow Us: