Champions League: রোনাল্ডোর শেষ মুহূর্তের গোলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জয়
ওল্ড ট্র্যাফোর্ডে (Old Trafford) বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আতলান্তাকে (Atalanta) ৩-২ গোলে হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। প্রথমার্ধেই ২ গোলে পিছিয়ে পড়ার পরও আশা ছাড়েনি রেড ডেভিলসরা। ম্যান ইউয়ের তিনটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে যে সোল্কজায়েরের ছেলেরা সুযোগ পায়নি তা কিন্তু নয়। বেশ কয়েকটি সুযোগ আসলেও গোলের মুখ খুলতে পারেননি রোনাল্ডো-ব্রুনোরা। চাপ থাকলেও দলকে প্রথম গোল এনে দিয়ে আশা জাগিয়ে রাখেন মার্কাস রাশফোর্ড। তারপর হ্যারি ম্যাগুয়ের সমতা ফেরান। আর দলের হয়ে জয়সূচক গোলটি করেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২ গোলে পিছিয়ে থেকেও যে কামব্যাক সম্ভব তা নিয়ে আশাবাদী ছিলেন সোল্কজায়ের। ম্যাচের শেষে তাঁর মুখে শোনা যায়, "আমাদের এই ক্লাবে এটা করার অভ্যাস হয়ে গিয়েছে।"
Most Read Stories