Champions League: রোনাল্ডোর শেষ মুহূর্তের গোলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জয়

ওল্ড ট্র্যাফোর্ডে (Old Trafford) বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আতলান্তাকে (Atalanta) ৩-২ গোলে হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। প্রথমার্ধেই ২ গোলে পিছিয়ে পড়ার পরও আশা ছাড়েনি রেড ডেভিলসরা। ম্যান ইউয়ের তিনটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে যে সোল্কজায়েরের ছেলেরা সুযোগ পায়নি তা কিন্তু নয়। বেশ কয়েকটি সুযোগ আসলেও গোলের মুখ খুলতে পারেননি রোনাল্ডো-ব্রুনোরা। চাপ থাকলেও দলকে প্রথম গোল এনে দিয়ে আশা জাগিয়ে রাখেন মার্কাস রাশফোর্ড। তারপর হ্যারি ম্যাগুয়ের সমতা ফেরান। আর দলের হয়ে জয়সূচক গোলটি করেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২ গোলে পিছিয়ে থেকেও যে কামব্যাক সম্ভব তা নিয়ে আশাবাদী ছিলেন সোল্কজায়ের। ম্যাচের শেষে তাঁর মুখে শোনা যায়, "আমাদের এই ক্লাবে এটা করার অভ্যাস হয়ে গিয়েছে।"

| Edited By: | Updated on: Oct 21, 2021 | 9:27 AM
প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় আতলান্তা। ম্যান ইউয়ের বিরুদ্ধে ম্যাচের ১৫ মিনিটে এবং ২৮ মিনিটে আতলান্তার হয়ে দুই গোলের নায়ক হলেন যথাক্রমে মারিও পাসালিচ (Mario Pasalic) ও মেরি দেমিরাল (Merih Demiral)। (ছবি-আতলান্তা টুইটার)

প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় আতলান্তা। ম্যান ইউয়ের বিরুদ্ধে ম্যাচের ১৫ মিনিটে এবং ২৮ মিনিটে আতলান্তার হয়ে দুই গোলের নায়ক হলেন যথাক্রমে মারিও পাসালিচ (Mario Pasalic) ও মেরি দেমিরাল (Merih Demiral)। (ছবি-আতলান্তা টুইটার)

1 / 5
প্রথমার্ধে গোলের বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করলেও দ্বিতীয়ার্ধে আর ভুল করেনি রেড ডেভিলসরা। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

প্রথমার্ধে গোলের বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করলেও দ্বিতীয়ার্ধে আর ভুল করেনি রেড ডেভিলসরা। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

2 / 5
ব্রুনো ফের্নান্ডেজের পাস থেকে ম্যাচের ৫৩ মিনিটে ম্যান ইউয়ের হয়ে প্রথম গোলটি করেন মার্কাস রাশফোর্ড (Marcus Rashford)। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

ব্রুনো ফের্নান্ডেজের পাস থেকে ম্যাচের ৫৩ মিনিটে ম্যান ইউয়ের হয়ে প্রথম গোলটি করেন মার্কাস রাশফোর্ড (Marcus Rashford)। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

3 / 5
এডিনসন কাভানির পাস থেকে ৭৫ মিনিটে রেড ডেভিলসদের অধিনায়ক হ্যারি ম্যাগুয়ের (Harry Maguire) গোল করে দলকে সমতায় ফেরান। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

এডিনসন কাভানির পাস থেকে ৭৫ মিনিটে রেড ডেভিলসদের অধিনায়ক হ্যারি ম্যাগুয়ের (Harry Maguire) গোল করে দলকে সমতায় ফেরান। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

4 / 5
দলের হয়ে ৮১ মিনিটে জয়সূচক গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এই ম্যাচে গোল করার পর চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডোর গোল সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো ১৩৭টি। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

দলের হয়ে ৮১ মিনিটে জয়সূচক গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এই ম্যাচে গোল করার পর চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডোর গোল সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো ১৩৭টি। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

5 / 5
Follow Us: