AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nag Panchami 2024: নাগপঞ্চমীর এই শুভ সময় করুন একটি কাজ, কাছে ঘেঁষবে না রাহু-কেতুর কীর্তি

Hindu Rituals: হিন্দু ধর্মে সাপকে সর্প দেবতা হিসেবে পুজো করার রীতি। সনাতন ধর্মে, ভগবান বিষ্ণুর অবশিষ্ট সাপ থেকে শুরু করে ভগবান শিবের গলায় থাকা সাপ পর্যন্ত সাপের বিশেষ গুরুত্ব রয়েছে। এছাড়া গ্রামেগঞ্জে সাপের জন্য করা পুজো করার চল রয়েছে। এমনকি এও বিশ্বাস করা হয়, বাড়িতে নাগ পঞ্চমীতে সাপের পুজো হয়, সেই বাড়ির সদস্যরা কখনও সাপের কামড়ে মৃত্যু হয় না।

| Updated on: Jul 30, 2024 | 2:41 PM
Share
নাগপঞ্চমী হল শ্রাবণ মাসের একটি গুরুত্বপূর্ণ দিন। প্রতি বছর শ্রাবণ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে পালিত হয় নাগপঞ্চমী। আগামী ৯ অগস্ট হলে সেই গুরুত্বপূর্ণ দিন। এদিন নাগদেবতাকে পূর্ণ আচারবিধি মেনে পুজো করার রীতি রয়েছে।

নাগপঞ্চমী হল শ্রাবণ মাসের একটি গুরুত্বপূর্ণ দিন। প্রতি বছর শ্রাবণ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে পালিত হয় নাগপঞ্চমী। আগামী ৯ অগস্ট হলে সেই গুরুত্বপূর্ণ দিন। এদিন নাগদেবতাকে পূর্ণ আচারবিধি মেনে পুজো করার রীতি রয়েছে।

1 / 8
কথিত আছে, নাগপঞ্চমীর দিন নাগদেবতার পুজো করলে সব মনে ইচ্ছে পূরণ হয়। এদিন নাগদেবতাকে পুজো করলে জন্মকুণ্ডলীতে কালসর্প দোষও কেটে যায় বলে বিশ্বাস। এছাড়া বিশ্বাস করা হয়, নাগদেবতাকে ভক্তি ভরে পুজো করা হলে সর্পভয় থেকে সবরকম আশঙ্কা দূর হয়। রাহু-কেতুর অশুভ দৃষ্টিও সারাজীবনের মতো কেটে যায়।

কথিত আছে, নাগপঞ্চমীর দিন নাগদেবতার পুজো করলে সব মনে ইচ্ছে পূরণ হয়। এদিন নাগদেবতাকে পুজো করলে জন্মকুণ্ডলীতে কালসর্প দোষও কেটে যায় বলে বিশ্বাস। এছাড়া বিশ্বাস করা হয়, নাগদেবতাকে ভক্তি ভরে পুজো করা হলে সর্পভয় থেকে সবরকম আশঙ্কা দূর হয়। রাহু-কেতুর অশুভ দৃষ্টিও সারাজীবনের মতো কেটে যায়।

2 / 8
কথিত আছে, প্রদোষের সময় নাগদেবতার পুজো করার সর্বোত্তম। দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা পর্যন্ত নাগদেবতার বিশেষ পুজো করার জন্য শুভ বলে মনে করা হচ্ছে। প্রদোষে পুজো করতে না পারলে এই তিথিতেতে যে কোনও সময়ই পুজো করা যেতে পারে।

কথিত আছে, প্রদোষের সময় নাগদেবতার পুজো করার সর্বোত্তম। দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা পর্যন্ত নাগদেবতার বিশেষ পুজো করার জন্য শুভ বলে মনে করা হচ্ছে। প্রদোষে পুজো করতে না পারলে এই তিথিতেতে যে কোনও সময়ই পুজো করা যেতে পারে।

3 / 8
হিন্দু ধর্মে সাপকে সর্প দেবতা হিসেবে পুজো করার রীতি। সনাতন ধর্মে, ভগবান বিষ্ণুর অবশিষ্ট সাপ থেকে শুরু করে ভগবান শিবের গলায় থাকা সাপ পর্যন্ত সাপের বিশেষ গুরুত্ব রয়েছে। এছাড়া গ্রামেগঞ্জে সাপের জন্য করা পুজো করার চল রয়েছে। এমনকি এও বিশ্বাস করা হয়, বাড়িতে নাগ পঞ্চমীতে সাপের পুজো হয়, সেই বাড়ির সদস্যরা কখনও সাপের কামড়ে মৃত্যু হয় না

হিন্দু ধর্মে সাপকে সর্প দেবতা হিসেবে পুজো করার রীতি। সনাতন ধর্মে, ভগবান বিষ্ণুর অবশিষ্ট সাপ থেকে শুরু করে ভগবান শিবের গলায় থাকা সাপ পর্যন্ত সাপের বিশেষ গুরুত্ব রয়েছে। এছাড়া গ্রামেগঞ্জে সাপের জন্য করা পুজো করার চল রয়েছে। এমনকি এও বিশ্বাস করা হয়, বাড়িতে নাগ পঞ্চমীতে সাপের পুজো হয়, সেই বাড়ির সদস্যরা কখনও সাপের কামড়ে মৃত্যু হয় না

4 / 8
একটি কিংবদন্তি অনুসারে, সমুদ্র মন্থনের সময় বাসুকি নাগাকে একটি দড়ি হিসেবে তৈরি করা হয়েছিল। সাপের অনবদ্য ভূমিকাকে স্মরণ রেখেই নাগ পঞ্চমী উৎসব পালিত হতে থাকে। শ্রাবণ শুক্লপক্ষ পঞ্চমীতে, শ্রীকৃষ্ণ বৃন্দাবনের মারাত্মক বিষাক্ত কালিয়া নাগের বিষ থেকে মানুষের জীবন রক্ষা করেছিলেন।

একটি কিংবদন্তি অনুসারে, সমুদ্র মন্থনের সময় বাসুকি নাগাকে একটি দড়ি হিসেবে তৈরি করা হয়েছিল। সাপের অনবদ্য ভূমিকাকে স্মরণ রেখেই নাগ পঞ্চমী উৎসব পালিত হতে থাকে। শ্রাবণ শুক্লপক্ষ পঞ্চমীতে, শ্রীকৃষ্ণ বৃন্দাবনের মারাত্মক বিষাক্ত কালিয়া নাগের বিষ থেকে মানুষের জীবন রক্ষা করেছিলেন।

5 / 8
এছাড়াও, তক্ষককে আগুনের তাপ থেকে বাঁচানোর জন্য, তার উপর কাঁচা দুধ ঢেলে দেওয়া হয়েছিল। সাপ তক্ষকের বেঁচে থাকার কারণে সাপের বংশও রক্ষা পায় সেই সময়। তখন থেকেই নাগ পঞ্চমীতে সাপের দেবতাকে দুধ দেওয়ার প্রথা শুরু হয় বলে বিশ্বাস করা হয়।

এছাড়াও, তক্ষককে আগুনের তাপ থেকে বাঁচানোর জন্য, তার উপর কাঁচা দুধ ঢেলে দেওয়া হয়েছিল। সাপ তক্ষকের বেঁচে থাকার কারণে সাপের বংশও রক্ষা পায় সেই সময়। তখন থেকেই নাগ পঞ্চমীতে সাপের দেবতাকে দুধ দেওয়ার প্রথা শুরু হয় বলে বিশ্বাস করা হয়।

6 / 8
নাগপঞ্চমীর দিন নাগদেবতার অপার আশীর্বাদ পেতে বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত। এদিন অভাবীদের কিছু দান করা শুভ বলে মনে করা হয়। এছাড়া এদিন নাগদেবতার বিশেষ পুজো করে দুধ দিয়ে স্নান করানো উচিত। তাতে পুণ্যলাভ করতে পারেন।

নাগপঞ্চমীর দিন নাগদেবতার অপার আশীর্বাদ পেতে বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত। এদিন অভাবীদের কিছু দান করা শুভ বলে মনে করা হয়। এছাড়া এদিন নাগদেবতার বিশেষ পুজো করে দুধ দিয়ে স্নান করানো উচিত। তাতে পুণ্যলাভ করতে পারেন।

7 / 8
বাড়ির সদর দরজার সামনে সাপের মূর্তি বা ঘরে মাটির তৈরি সাপের মূর্তি রাখতে পারেন। তাতে নাগদেবতার আশীর্বাদ পেতে পারেন। সর্পদেবতাকে ফুল, মিষ্টি ও দুধ নিবেদন করতে পারেন। নাগ পঞ্চমীর দিনে সরীসৃপ বা সাপ দেখতে পেলে কখনও আঘাত করবেন না। তাই দিন চাষের জমিতে লাঙল চালাবেন না। গাছও কাটবেন না।

বাড়ির সদর দরজার সামনে সাপের মূর্তি বা ঘরে মাটির তৈরি সাপের মূর্তি রাখতে পারেন। তাতে নাগদেবতার আশীর্বাদ পেতে পারেন। সর্পদেবতাকে ফুল, মিষ্টি ও দুধ নিবেদন করতে পারেন। নাগ পঞ্চমীর দিনে সরীসৃপ বা সাপ দেখতে পেলে কখনও আঘাত করবেন না। তাই দিন চাষের জমিতে লাঙল চালাবেন না। গাছও কাটবেন না।

8 / 8
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার
'এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করতে চাইছে...', তৃণমূলকে তোপ মিঠুনের
'এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করতে চাইছে...', তৃণমূলকে তোপ মিঠুনের
তৃণমূলকে এনেছিলাম, এবার বিজেপিকে আনব: শুভেন্দু
তৃণমূলকে এনেছিলাম, এবার বিজেপিকে আনব: শুভেন্দু
'বাবরি পাহারা দিচ্ছে পুলিশ...', বাংলা নিয়ে তোপ BJP নেতার
'বাবরি পাহারা দিচ্ছে পুলিশ...', বাংলা নিয়ে তোপ BJP নেতার
কারা হচ্ছেন মাইক্রো অবজার্ভার, উদ্দেশ্য কী?
কারা হচ্ছেন মাইক্রো অবজার্ভার, উদ্দেশ্য কী?
মদ্যপান, ছোট পোশাকে নাচ নাকি ব্রাহ্মণের মেয়ে বলে বাদ পড়লেন নিশা?
মদ্যপান, ছোট পোশাকে নাচ নাকি ব্রাহ্মণের মেয়ে বলে বাদ পড়লেন নিশা?
মেয়ে হারিয়েছেন, হাঁসখালিকাণ্ডে সাজা শুনে কী বললেন নির্যাতিতার মা?
মেয়ে হারিয়েছেন, হাঁসখালিকাণ্ডে সাজা শুনে কী বললেন নির্যাতিতার মা?
সারারাত বিছানায় শুয়ে কষ্টে ছটফট! কী ভয়ঙ্কর কাজ হল উরফির সঙ্গে?
সারারাত বিছানায় শুয়ে কষ্টে ছটফট! কী ভয়ঙ্কর কাজ হল উরফির সঙ্গে?
বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে? চাপ বাড়ছে ইউনূসের উপর
বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে? চাপ বাড়ছে ইউনূসের উপর
দিল্লি মরুভূমি হল বলে, আরাবল্লীর ৯০ শতাংশই নাকি পাহাড় নয়!
দিল্লি মরুভূমি হল বলে, আরাবল্লীর ৯০ শতাংশই নাকি পাহাড় নয়!