Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Neena Gupta: দিল্লির হনুমান মন্দিরের বাইরে দোকান থেকে কাচের চুড়ি কিনতে-কিনতে কী বললেন নীনা?

Neena Gupta: তাঁর সরল-সাধারণ জীবনই মানুষকে মুগ্ধ করে রেখেছে। নীনা আসলে সব প্রজন্মের জান।

| Edited By: | Updated on: Oct 28, 2022 | 5:12 PM
কাচের চুড়ি দারুণ পছন্দ সিনিয়র অভিনেত্রী নীনা গুপ্তার। যে কোনও সাবেকি পোশাকের সঙ্গে কাচের চুড়ি পরতে পছন্দ করেন তিনি।

কাচের চুড়ি দারুণ পছন্দ সিনিয়র অভিনেত্রী নীনা গুপ্তার। যে কোনও সাবেকি পোশাকের সঙ্গে কাচের চুড়ি পরতে পছন্দ করেন তিনি।

1 / 6
কিন্তু খুব দামী জায়গা থেকে নয়। জীবনকে সহজভাবে দেখা নীনা রাস্তার পাশের দোকান থেকেই কাচের চুড়ি কেনেন। যেমনটা সাধারণ মানুষে কেনেন। সম্প্রতি দিল্লির হনুমানজির মন্দিরে গিয়েছিলেন নীনা। সেখানে অবস্থিত একটি কাচের চুড়ির দোকানে ঢুকে পড়েন নীনা।

কিন্তু খুব দামী জায়গা থেকে নয়। জীবনকে সহজভাবে দেখা নীনা রাস্তার পাশের দোকান থেকেই কাচের চুড়ি কেনেন। যেমনটা সাধারণ মানুষে কেনেন। সম্প্রতি দিল্লির হনুমানজির মন্দিরে গিয়েছিলেন নীনা। সেখানে অবস্থিত একটি কাচের চুড়ির দোকানে ঢুকে পড়েন নীনা।

2 / 6
দোকানদারকে ২৪টি লাল এবং ২৪টি সবুজ কাচের চুড়ি প্যাক করে দিতে বলেন তিনি। সেই সঙ্গে তৈরি করেন ভিডিয়ো।

দোকানদারকে ২৪টি লাল এবং ২৪টি সবুজ কাচের চুড়ি প্যাক করে দিতে বলেন তিনি। সেই সঙ্গে তৈরি করেন ভিডিয়ো।

3 / 6
দোকানটিতে ছিল নানা রঙের চুড়ি। কিন্তু নীনার পছন্দ লাল-সবুজই। তিনি ক্যাপশনে লিখেছেন, "কাচের চুড়ির আওয়াজটাই আসল"।

দোকানটিতে ছিল নানা রঙের চুড়ি। কিন্তু নীনার পছন্দ লাল-সবুজই। তিনি ক্যাপশনে লিখেছেন, "কাচের চুড়ির আওয়াজটাই আসল"।

4 / 6
নীনার কাচের চুড়ি কেন দেখে মেয়ে মাসাবা বায়না জুড়ে বলেছেন, তাঁরও সে রকম চুড়ি চাই। মা যেন তাঁর জন্যেও কেনেন।

নীনার কাচের চুড়ি কেন দেখে মেয়ে মাসাবা বায়না জুড়ে বলেছেন, তাঁরও সে রকম চুড়ি চাই। মা যেন তাঁর জন্যেও কেনেন।

5 / 6
এই ভিডিয়োতে ভালবাসার বন্যা বয়ে গিয়েছে। সেলেব থেকে আমজনতা তাঁর সহজ-সরল জীবন দেখে মুগ্ধ হয়েছেন। কেউ-কেউ এমনও আছেন, নীনাকে কাচের চুড়ির দোকানে ঠিকানা লিখে দিয়েছেন।

এই ভিডিয়োতে ভালবাসার বন্যা বয়ে গিয়েছে। সেলেব থেকে আমজনতা তাঁর সহজ-সরল জীবন দেখে মুগ্ধ হয়েছেন। কেউ-কেউ এমনও আছেন, নীনাকে কাচের চুড়ির দোকানে ঠিকানা লিখে দিয়েছেন।

6 / 6
Follow Us: