CWG 2022: নিখাতের নিখাদ নখ-কাহিনি
Commonwealth Games 2022: মায়ের জন্মদিনে তাঁর সঙ্গে কাটাতে পারেননি। এক প্রকার শপথ নিয়েই বার্মিংহ্যামে নিখাত জারিন (Nikhat Zareen) গিয়েছিলেন, যে মায়ের জন্মদিনে উপহার হিসেবে তিনি কমনওয়েলথ গেমস থেকে সোনা নিয়ে দেশে ফিরবেন। নিজেকে সে কথা বার বার মনে করিয়ে দেওয়ার জন্য নেল আর্টের সাহায্য নিয়েছিলেন নিখাত। সোনা জেতার পর নিজেই সেই কথা জানিয়েছেন বক্সিং কুইন।
Most Read Stories